১৫ আগস্ট হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে বিজয়ের আদর্শ থেকে বিচ্যুত হয় দেশ

১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্যে দিয়ে স্বাধীনতার চেতনা ‍ও বিজয়ের আদর্শ থেকে বাংলাদেশ বিচ্যুত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাজধানীর পিলখানায় বিজিবি দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে ২০০৯ সালে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় দুঃখপ্রকাশ করে শেখ হাসিনা বিজিবি সদস্যদের চেইন অব কমান্ড মেনে চলার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী আরও বলেন, সীমান্ত সুরক্ষা, অপরাধ দমন ও মানুষের জানমালের নিরাপত্তা আগের চেয়ে সহজ হয়েছে।

অনুষ্ঠানে সরকারপ্রধান বলেন, বঙ্গবন্ধুর দেশে একটি মানুষও গৃহহীন থাকবে না। যারা গৃহহীন আমরা তাদের থাকার ব্যবস্থা করেছি। খাদ্য সংয়সম্পূর্ণ অর্জন করেছে দেশ।

করোনা ও ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বে অর্থনৈতিক মন্দা চলছে জানিয়ে শেখ হাসিনা বলেন, মন্দা যেন আমাদের দেশে না আসে সেজন্য সবাইকে সতর্ক হতে হবে। দেশের কোথাও এক ইঞ্চি জমিও যেন ফাঁকা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। খাদ্য উৎপাদন করে বিশ্বের দরবারে আমাদের মাথা উঁচু করে চলতে হবে।

এর আগে সকাল ১০টার দিকে বিজিবি সদর দফতরের বীরউত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হন প্রধানমন্ত্রী। এরপর তিনি পুরো প্যারেড গ্রাউন্ড ঘুরে দেখেন এবং উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী, বিজিবি ডিজিসহ বিজিবি কর্মকর্তা ও উপস্থিত অতিথিদের অভিবাদন গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে পরে শুরু হয় বিজিবির কুচকাওয়াজ। বীরত্বপূর্ণ ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিজিবি সদস্যদের পদক প্রদান এবং পরে বিজিবি সদস্যদের বিশেষ দরবারে অংশ নেন সরকারপ্রধান।

সম্পর্কিত পোস্ট

bn_BDবাংলা