সেমিফাইনালে আর্জেন্টিনাকেই সমর্থন দিচ্ছে ব্রাজিল!

image_pdfimage_print

ব্রাজিলের মিশন হেক্সা মাঝপথে থেমেছে। তবে বিশ্বকাপ জয়ের লড়াইয়ে এখনও টিকে আছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। ফুটবল মাঠে দুই দেশ চির-বৈরি হলেও, লাতিন প্রসঙ্গে তারা একাট্টা।

তার নজির আবারও দেখা যায়। নিজেরা আসর থেকে বাদ যাওয়ার পর এবার আর্জেন্টিনাকেই সমর্থন দিচ্ছে ব্রাজিল। কারণ, তারা চায় বিশ্বকাপের শিরোপা লাতিনদের হাতেই উঠুক।

স্পোর্টস সেন্টাল ব্রাজিলে দেশটির ফুটবল সংস্থার ভাইস প্রেসিডেন্ট ফের্নান্দো সার্নে আর্জেন্টিনার প্রতি সমর্থন বলেন।
তিনি বলেন,‘আমাদের একতা বজায় রাখতে হবে। এখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, আমরা সবাই আর্জেন্টাইন। আমি আশা করি, তারা বিশ্ব সেরার ট্রফি লাতিন আমেরিকায় নিয়ে আসবে।’ বিশ্বকাপ শুরুর পর আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও একইরকম কথা বলেছিলেন, যদি তারা বিদায় নেন তাহলে ব্রাজিলকে সমর্থন দেবেন।

সম্পর্কিত পোস্ট

bn_BDবাংলা