লক্ষ্মীপুরে মেঘনার পানি আকাশে উঠার ভিডিও ভাইরাল

image_pdfimage_print

লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীর পানি আকাশে উঠার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সজিব জমিদার নামে এক ছাত্রলীগ নেতা ভিডিওটি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট করেন। তবে উপজেলা প্রশাসন ও স্থানীয় মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন, আকাশের দিকে পানি উঠার কোনো ঘটনা ঘটেনি।

জানা গেছে, ৩৭ সেকেন্ডের ভিডিওটি ধারণ করেছেন লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনি মোহন এলাকার মজিদ হোসেন উমর নামে এক যুবক। তিনি প্রথমে ফেসবুকে ভিডিওটি পোস্ট করেন। বিকেল সাড়ে ৪টার দিকে মজিদের কাছ থেকে ভিডিওটি নিয়ে উপজেলার চরগাজী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সজিব জমিদার নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন।

পোস্টটিতে মাকসুদুর রহমান আপন নামে এক ব্যক্তি মন্তব্য করছেন, তিনিও দৃশ্যটি দেখেছেন। বিকেল ৩টা ২০মিনিটের দিকে ওই দৃশ্যটি দেখা যায়। মজিদের পোস্ট করা ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘ইয়া আল্লাহ, প্রকৃতির কি ভয়ংকর রূপ। সরাসরি আজ নিজ চোখে দেখলাম। স্থান- টাংকি ঘাট, রামগতি।’

ভিডিও ধারণকারী মজিদ হোসেন উমর লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনি মোহন ইউনিয়নের মজুচৌধুরীর হাট এলাকার বাসিন্দা। তিনি লক্ষ্মীপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। রামগতির টাংকি ঘাটে এক আত্মীয়ের মৎস্য আড়তে তিনি চাকরি করেন। মজিদ হোসেন উমর বলেন, আমি টাংকি মাছঘাটে একটি আড়তে চাকরি করি। দুপুরের খাওয়া শেষে নদীর পাড়ে বসে ছিলাম। হঠাৎ করে ঘাটের অদূরে নদীর পানি আকাশের দিকে উঠতে দেখা যায়। তাৎক্ষণিক ভিডিওটি ধারণ করে ফেসবুকে পোস্ট করি।

টাংকি ঘাটের মাছ ব্যবসায়ী আব্দুর রব বলেন, আমি বিকেলে ঘাটেই ছিলাম। আকাশের দিকে পানি উঠার কোনো দৃশ্যই আমাদের কারো চোখে পড়েনি। কে বা কারা একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। অনেকেই আমাদের কাছ থেকে জানতে চেয়েছে। কিন্তু এমন কোনো দৃশ্য আমাদের চোখে পড়েনি।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম শান্তুনু চৌধুরী বলেন, বিকেলে টাংকি ঘাটে ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান উপস্থিত ছিলেন। এ ধরনের দৃশ্য তিনি দেখেননি। এছাড়া স্থানীয়দের সঙ্গে কথা হয়েছে। তারাও সত্যতা দিতে পারেননি। ফেসবুকেই ভিডিও দেখা যাচ্ছে। বাস্তবে এর সত্যতা পাওয়া যায়নি।

ভিডিও লিংকঃ https://fb.watch/fsdkd4n5pW/

সম্পর্কিত পোস্ট

bn_BDবাংলা