লক্ষ্মীপুরে মহান বিজয় দিবস উদযাপিত

image_pdfimage_print

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে ব্যাপক উৎসাহ উদ্দিপনা ও বর্নাঢ্য আয়োজনে মধ্য দিয়ে ৪৬তম মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে (আজ) শনিবার সকাল ৬টা ৩০মিনিটে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় চত্বর স্মৃতি সৌধে পুষ্পার্ঘ অর্পন করেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক হোমায়রা বেগম।

পর্যায়ক্রমে পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পন করেন। সকাল ৬টা ৪৫মিনিটে শহরের বাগবাড়িস্থ গণ কবরের পুষ্পার্ঘ অর্পন শেষে শহীদদের রুহের মাঘফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হোমায়রা বেগম, পুলিশ সুপার আসম মাহতাব উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ। এ ছাড়াও দিন ব্যাপী নানা কর্মসুচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে ।

কমলনগর: কমলনগরে প্রথমে উপজেলা প্রশাসন পরে আওয়ামীলীগ, বিএনপি, জেএসডি, বাসদ, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক অঙ্গ সংগঠন ফুল দিয়ে শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পন করেন। এসময় উপস্থিত ছিলেন, কমলনগর ‍উপজেলা র্নিবাহী অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস, অধ্যক্ষ জায়েদ হোছাইন ফারুকী, অধ্যক্ষ আবদুল মোতালেব, আওয়ামীলীগ সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার, সাধারন সম্পাদক এডভোকেট নুরুল আমিন রাজু।একই সময়ে জেলার রামগতি, রায়পুর ও রামগঞ্জে বিজয় দিবস উদযাপিত হয়।

সম্পর্কিত পোস্ট

bn_BDবাংলা