লক্ষ্মীপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের মূল্যয়ন পরীক্ষা

লক্ষ্মীপুর:

আলোকিত মানুষ চাই, এ শ্লোগানকে সামনে রেখে বিশ্ব সাহিত্য কেন্দ্র ও সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্ট (সেকায়েপ) Ñ এর উদ্যেগে লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতিতে সকল মাদ্রাসা ও স্কুলে বার্ষিক মূল্যয়ন পরীক্ষা ২০১৭ অনুষ্ঠিত হয়।

রবিবার বেলা সাড়ে ১১ টায় এ মূল্যয়ন পরীক্ষা পরিদর্শন করেন কমলনগরে প্রোগ্রাম কো-অডিনেটর কাজী মঞ্জুর হোসেন , রামগতিতে প্রোগ্রাম অফিসার পিন্টু কুমার ও শিশু কিশোর একামেীর প্রধান শিক্ষক মুহাম্মদ নোমান ছিদ্দীকী।

শিক্ষার্থীরা জানান, এ আয়োজনের মাধ্যমে উন্নত মানের ইংরেজী ও বাংলা বই অধ্যয়ন করার সুযোগ পাচ্ছি। নতুন নতুন শব্দ আয়ত্ব করে শব্দ ভান্ডার সমৃদ্ধ ও পাঠের প্রতি মনোযোগী হচ্ছি।

শিশু কিশোর একামেীর প্রধান শিক্ষক মুহাম্মদ নোমান ছিদ্দীকী জানান. উন্নত মানবিক চেতনা, বড় স্বপ্ন, দৃষ্টিভঙ্গি ও মুল্যবোধ সঞ্চারিত করতে পারলে শিক্ষার্থীরা আধুনিক ও আদর্শিক মানুষ হিসেবে গড়ে উঠবে। পাশাপাশি পাঠ্যপুস্তুকের বাইরে এ ধরনের মূল্যয়ন পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন ক্যাটাগরিতে সফল হবে।

সম্পর্কিত পোস্ট

bn_BDবাংলা