লক্ষ্মীপুর ছাত্রলীগ সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে গঠনতন্ত্র বিরোধী ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৯ এপ্রিল) জেলা কমিটির ৯ সদস্যর স্বাক্ষরিত একটি অভিযোগ পত্রে নিশ্চিত হওয়া যায়। অভিযোগকারীরা হলেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া, ইমতিয়াজ আহমেদ শরিফ ও রেজাউল করিম পারভেজ। যুগ্ন সাধারণ সম্পাদক জাহিদ হাসান শুভ, মামুন আল রশিদ ও মাইন উদ্দিন ইফতি। সাংগঠনিক সম্পাদক করিমুলহক কনক, রাকিব ইমাম ও তানজুর রহমান রুবেল। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নিকট লিখিত অভিযোগটি সূত্রে জানা যায়, জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শরিফ ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশান এর সংগঠনের গঠনতন্ত্র বিরোধী ও অনৈতিক কর্মকাণ্ডের জন্য ভাবমূর্তি নষ্ট হচ্ছে ছাত্রলীগের। এছাড়াও অর্থের বিনিময়ে মাদক ও অস্র ব্যবসায়ী এবং ছাত্রদল-শিবিরের লোক দিয়ে কমিটি গঠন করছে কোন রকম সম্মেলন ছাড়া। এতে করে ত্যাগী নেতাকর্মীরা বঞ্চিত হচ্ছে। এছাড়া দলীয় বিভিন্ন প্রোগ্রাম ও জাতীয় দিবসে কমিটির অন্য সদস্যদের দাওয়াত করেন না সভাপতি ও সম্পাদকগন। তারপরেও ছাত্রলীগকে ভালোবেসে প্রত্যেকটি প্রোগ্রামে উপস্থিত থাকেন অভিযোগকারীরা। সভাপতি ও সাধারণ সম্পাদকের এমন কর্মকাণ্ডের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের হস্তক্ষেপ কামনা করেন তারা। উল্লেখ্যঃ গত ২৩ এপ্রিল শাহাদাত হোসেন শরিফকে সভাপতি ও জিয়াউল করিম নিশানকে সাধারণ সম্পাদক করে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা

সম্পর্কিত পোস্ট

bn_BDবাংলা