মহেশখালী–মাতারবাড়ী প্রকল্প নিয়ে সংসদীয় কমিটির সন্তোষ

image_pdfimage_print

‘মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রম’ প্রকল্পের কাজের অগ্রগতি আশানুরূপ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ রোববার জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠকে প্রকল্পটি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে জানানো হয়, দেশের কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ‘মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের ১৪ দশমিক ৩ কিলোমিটার দীর্ঘ, ৩৫০ মিটার প্রস্থ ও ১৮ দশমিক ৫ মিটার গভীর চ্যানেল, সি-ওয়ালসহ আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ, কয়লা ও তেল খালাসের জন্য জেটি, ২৭৫ মিটার উচ্চতাসম্পন্ন চিমনি নির্মাণ শেষ হয়েছে। কয়লাভিত্তিক প্রথম ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। ইতিমধ্যে দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক উৎপাদনও শুরু হয়েছে।

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যুৎ প্রকল্পের ভৌত এবং আর্থিক অগ্রগতি আশানুরূপ হওয়ায় কমিটি সন্তোষ প্রকাশ করে।

কমিটির সভাপতি এম এ মান্নানের সভাপতিত্বে কমিটির সদস্য ও পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম, রফিকুল ইসলাম, মো. শহীদুজ্জামান সরকার, মো. আবদুস সবুর, এ কে এম মোস্তাফিজুর রহমান এবং খালেদা বাহার বৈঠকে অংশ নেন।

 

সম্পর্কিত পোস্ট

bn_BDবাংলা