ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমমর্যাদার ভিত্তিতে: কল্যাণ পার্টি

image_pdfimage_print

বাংলাদেশ কল্যাণ পার্টি বলেছে, ভারত-বাংলাদেশের বন্ধুত্ব হতে হবে পারস্পরিক বোঝাপড়া ও সমমর্যাদার ভিত্তিতে। সেখানে ভারতের কথিত দাদাগিরির অবসান ঘটাতে হবে। বৃহস্পতিবার মহাখালীর ডিওএইচএসে কল্যাণ পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের পক্ষে স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান নাসির এ কথা বলেন।

দলটি বলেছে, ভারত শুধু নিতে চায়; দিতে চায় না। বস্তুতপক্ষে তারা চায় একতরফা সম্পর্ক। এভাবে কোনো সম্পর্কও হয় না বা বন্ধুত্বও হয় না। সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম উপস্থিত ছিলেন।

ভারত-বাংলাদেশ সাম্প্রতিক সম্পর্ক নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান নাসির বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক আদান-প্রদানই মূল কথা। কিন্তু ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে আমরা সেটা দেখতে পাই না। এ ক্ষেত্রে একতরফা ভালোবাসা দেখতে পাই।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সরকারের সঙ্গে বন্ধুত্বের নামে অমানবিক বন্ধুত্ব মেনে নিতে বাংলাদেশের মানুষকে বাধ্য করার চেষ্টা করছে ভারত। বিনিময়ে ভারত সরকার এ দেশে রাতের ভোটের অবৈধ সরকারকে ক্রমান্বয়ে অধিকতর শক্তিশালী হতে সহায়তা দিয়ে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকার ও নির্বাচন কমিশনের বাইরে কল্যাণ পার্টি কোনো নির্বাচনে যাবে না। বর্তমান সরকারের অধীনে তো নয়ই। তিনি মনে করেন, আওয়ামী লীগ সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করা আত্মহত্যার শামিল।

সংবাদ সম্মেলনে ২০ দলীয় জোটের কয়েকটি শরিক দলসহ কল্যাণ পার্টির চেয়ারম্যানের সামরিক উপদেষ্টা কর্নেল (অব.) কামাল আহমেদ, উপদেষ্টা কর্নেল (অব.) আব্দুল হক, ড. বদরুল আলম সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান মাহমুদ খান, কমডোর আরিফ মাহমুদ, গ্রুপ ক্যাপ্টেন (অব.) শেখ মিজহাজ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

bn_BDবাংলা