পদ্মার সেতুর পর উন্নয়নের আরেকটি মাইলফলক ‘ মেট্রোরেল’

কোটি বাঙালির স্বপ্ন ছোঁয়া পদ্মা সেতুর পর একই বছরে উদ্বোধন হচ্ছে উন্নয়নের আরেক নাম মেট্রোরেল। মেট্রোরেলের যুগে প্রবেশ করছে দেশ আর ইতিহাসে উন্নয়নের আরেকটি মাইলফলক রচিত হচ্ছে। প্রথম বিদ্যুৎ চালিত মেট্রোরেলের যাত্রার মাধ্যমে উন্নয়নের আরও একধাপ এগিয়ে গেলো দেশ। সেই সাথে দেশের নগর পরিবহন ব্যবস্থায় একটি অনন্য সংযোজন হতে যাচ্ছে এই মেট্টোরেল। দুর্ভোগ কমবে, যানজট কমিয়ে বাঁচাবে সময়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২৮ ডিসেম্বর) সকালে দেশের প্রথম মেট্রোরেল পরিষেবার প্রথম ধাপের উদ্বোধন করবেন। এর মধ্য দিয়ে বাংলাদেশ একটি আধুনিক মেট্রোরেল ব্যবস্থায় প্রবেশ করতে চলেছে। রেলযাত্রা শুরুর দীর্ঘ ১৬০ বছর পর নতুন দুয়ারে প্রবেশ করছে বাংলাদেশ।

প্রযুক্তি-নির্ভর বিদ্যুৎ চালিত এই রেল যোগাযোগের নাম মেট্রোরেল। এ অঞ্চলে প্রথম রেলপথের যাত্রা শুরু হয় ব্রিটিশ আমল ১৯৬২ সালে। বাষ্পীয় ইঞ্জিন, লোকমোটিভ ব্যবহার করে এবার বিদ্যুতে চলবে ট্রেন।

সম্পর্কিত পোস্ট

bn_BDবাংলা