বদিউজ্জামান তুহিন,নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীতে বসতঘরে হামলা ভাংচুর-লুটের অভিযোগে চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। ঘটনাটি ঘটেছে, জেলার বেগমগঞ্জ উপজেলার ১৫ নং শরীফপুর ইউপির সোনাপুর গ্রামের ৩ নং ওয়ার্ডের আবদুল গোফরান চৌধুরীর বাড়িতে। আদালত সূত্র ও এলাকাবাসী জানায়, স্থানীয় চেয়ারম্যানের নেতৃত্বে কাইয়ুম, রাব্বি, বাবুল চৌকিদার, মোঃ বাবুল, ইকবাল, আনোয়ার, রহমত, জাহের ও খোকনসহ অজ্ঞাতনামাসহ ৭/৮ জন অচেনা সন্ত্রসী মার-মার ডাক দিয়ে ভিকটিম আবদুল আজিজের বাড়িতে বর্গীর হামলা চালায়।
এ সময়তাদের শ্বেত সন্ত্রাসে আলমারিতে থাকা নগদ ১ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের পরিবারের ওপর হামলা চালায়। এ ঘটনায় আবদুল আজিজ সুমন (২৭) শিল্পী বেগম (৩২) জোবাইদা (৩৫) মোঃ বাবুল (৪৮) আবুল কালাম (৪২) মোঃ বাদশা সহ কয়েকজন আহত হয়। এদেরকে এলাকাবাসী উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত আব্দুল আজিজ গণমাধ্যমকে জানায়, বিগত ইউপি নির্বাচনে নৌকার পক্ষে ভোট না করায় বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান নোমান সিদ্দিকী ও তার সাঙ্গপাঙ্গরা বসতবাড়ির ঘর ও বিভিন্ন প্রজাতির ৩৫টি বড় গাছ কেটে নিয়ে যায়।
এ ব্যাপারে ভিকটিম আবদুল আজিজ সুমন (২৭) বেগমগঞ্জ মডেল থানায় মামলা করতে গেলে মামলা না নেয়ায় আদালতে চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নং আমলী আদালতে মামলা করেন। বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাত পল্লী নিউজকে বলেন সরকারের আশ্রয়ন প্রকল্পের জন্য ১ একর ৩২ শতাংশ জমি নির্ধারণ করা হয়েছে। উল্লেখিত অভিযোগের ব্যাপারে তিনি বলেন চেয়ারম্যানকে খাস সম্পত্তি উদ্ধারে মৌখিক ভাবে নির্দেশনা দেয়া হয়েছে।