তজুমদ্দিনে ভোলা ডেভেলপমেন্ট ফোরামের নতুন কমিটি

image_pdfimage_print

ভোলা প্রতিনিধি:

তজুমদ্দিনে ভোলা ডেভেলপমেন্ট ফোরাম (বিডিএফ) এর নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ভোলার সরকারী শেখ ফজিলেতুন্নেছা কলেজের বাংলা বিভাগের প্রভাষক এম হালিম-কে আহবায়ক ও তজুমদ্দিন প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম, নুরুন্নবীকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠিত হয়।

৩ ডিসেম্বর (শনিবার) বিকেল ৩ টায় তজুমদ্দিন প্রেসক্লাবের সভাপতি রফিক সাদীর সভাতিত্বে প্রেসক্লাব কার্যালয়ে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স-এ বক্তব্য রাখেন বিডিএফ এর প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক এম জহিরুল ইসলাম, বিডিএফ এর ভোলা জেলা সভাপতি রাজীব হায়দার, সাধারন সম্পাদক মীর মোসারফ অমি, তজুমদ্দিন প্রেসক্লাবের সাবেক সভাপতি গাজী আব্দুল জলিল ও সাবেক সাধারন সম্পাদক মোঃ ফারুক হোসাইন প্রমূখ।

সভায় সর্বসম্মতিতে গঠিত ২১ সদস্যের কমিটিতে অন্যান্যরা হলেন, যুগ্ম আহবায়ক সেলিম রেজা, মিরাজ হোসাইন, গিয়াস উদ্দিন মমিন, মহিবুল্যাহ ফিরোজ ও সালাউদ্দিন আহম্মেদ।
উল্লেখ্য, ভোলার এই সংগঠনটি দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন সুযোগ-সুবিধা ও উন্নয়ন নিয়ে কাজ করছে।

সম্পর্কিত পোস্ট

bn_BDবাংলা