কমলনগরে ৪২ হাজার কারেন্ট জাল ধ্বংস

image_pdfimage_print

আমজাদ হোসেন আমু, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে কোস্টগার্ডের অভিযানে জব্দ হওয়া ৪২ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে। এর আগে সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত মেঘনা নদীতে অভিযান চালিয়ে এ জাল জব্দ করা হয়।

মঙ্গলবার (১৫ জানুয়ারী) দুপুরে উপজেলার চর জগবন্ধু প্রাথমিক বিদ্যালয় মাঠে জাল আগুনে পোড়ানো হয়। এসময় উপস্থিত ছিলেন কমলনগর ইউএনও মো. ইমতিয়াজ হোসেন, মৎস্য কর্মকর্তা আ. কুদ্দুস ও কোস্টগার্ড উপজেলা সিসি মো. রেজাউল করিম, কমলনগর থানার (ওসি) মো. ইকবাল হোসেন, ইউপি চেয়ারম্যান আবুল খায়ের প্রমুখ।

উপজেলা মৎস্য কর্মকর্তা আ. কুদ্দুস জানান, ১ লা নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ১০ ইঞ্চি আকারে ছোট ইলিশ পোনা ধরা, বিক্রি, পরিবহন ও মজুত করা দন্ডনীয় অপরাধ।

উপজেলা কোস্টগার্ড কর্মকর্তা (সিসি) মো. রেজাউল জানান, দুই দিনে অভিযান চালিয়ে প্রায় ৪২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ হয়।

সম্পর্কিত পোস্ট

bn_BDবাংলা