কমলনগর মৌলিক সাক্ষরতা প্রকল্পে “শিখন কেন্দ্রের পাঠদান” কার্যক্রমের শুভ উদ্বোধন।

image_pdfimage_print

আমজাদ হোসেন আমু, লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরের কমলনগরে নিরক্ষরতা দুর করার লক্ষে মৌলিক সাক্ষরতা প্রকল্পে শিখন পাঠদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার উত্তর পশ্চিম চর জাংগালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে স্কুল গুলোর আনুষ্ঠানিক কার্যক্রম চালু করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী পরিচালক উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো জেলা শাখার, বিদ্যুৎ রায় বর্মন, জেমস পরিচালক আসাদুজ্জামান চৌধুরী, প্রেস ক্লাব সাধারন সম্পাদক মো. ওয়াজি উল্যাহ জুয়েল, সাংবাদিক মিজান মানিক, স্কুল সভাপতি আবুল কালাম, সমন্বয়ক, রাশেদুল আমিন সহ প্রমুখ।
এসময় জেমস পরিচালক বলেন, কমলনগরে (জেমস) এনজিও কতৃক নারী-পুরুষের জন্য তিন’শ স্কুল স্থাপন করা হয়েছে। এসব স্কুলে এ অঞ্চলে যাদের নূন্যতম অক্ষর জ্ঞান নেই। তাদের শিক্ষাও পাঠদান করা হবে। কোন লোক যেন অক্ষর জ্ঞানহীন না থাকে। তার জন্য সর্বচ্চো কাজ করবে জেমস। বই দেওযার মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রতিটি স্কুলে সুপারভাইজার, শিক্ষক বৃন্দ।
আযোজনে – জেন্ডার এন্ড এ্যানভারমেন্ট ম্যানেজমেন্ট সোসাইটি ( জেমস্)

সম্পর্কিত পোস্ট

bn_BDবাংলা