এইচএসসি ও ডিআইবিএস পরীক্ষা ২০১৯ খ্রিস্টাব্দে ফরম পূরণের সময় ফের বৃদ্ধি করা হয়েছে। বুধবার (৬ ফেব্রুয়ারি) থেকে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে ফরম পূরণ করা যাবে। বুধবার (৬ ফেব্রুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
এর আগে গত ৩ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সময় বাড়িয়ে শিক্ষার্থীদের ফরমপূরণের সুযোগ দেয়া হয়েছিল।