নস্ত্রাদামুস, ফরাসি ভবিষ্যদ্বক্তা বিভিন্ন বিষয় নিয়ে বহু আগেই ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন। আর সেই ভবিষ্যদ্বাণীর তালিকায় রয়েছে ২০১৮সালটিও। তার বহু কথা মিলে গেলেও, এ নিয়ে তর্ক বিতর্কও কম হয়নি। তবে সেসব দূরে রেখে চলুন দেখে নেওয়া যাক, আগামী বছর নিয়ে তার চিন্তা-ভাবনায় কি ছিল।
উনি এই বছর নিয়ে নাকি জানিয়েছিলেন, প্রাকৃতিক বিপর্যয় থেকে অর্থনৈতিক ব্যবস্থায় ভাঙন ধরতে পারে। শোনা যায়-
১. নস্ত্রাদামুসের একটি বইয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু আভাস দেওয়া হয়েছে। ফ্রান্সেও হামলা হতে পারে, যা পরে সমগ্র ইউরোপে ছড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হয়েছে।
২. ইতালিতে ভয়াবহ অগ্ন্যুৎপাতে ছয় হাজার মানুষের মৃত্যুরও ভবিষ্যদ্বাণী করেছেন তিনি।
৩. ২০১৮ সালে প্রাকৃতিক দুর্যোগ হবে, যার শুরু হবে আমেরিকা থেকে।
৪. নস্ত্রাদামুসের মতে ২০১৮ সালে দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছলে ধূমকেতু বা ক্ষুদ্র কোনও গ্রহ নাকি পৃথিবীর সঙ্গে ধাক্কা খাবে।
৫. তার মতে, ২০১৮ সালে অর্থব্যবস্থার ভেঙে পড়তে পারে।
৬. চিকিৎসা বিজ্ঞানের উন্নতির জন্য মানুষের আয়ু ২০০ বছরও হতে পারে।
৭. মানুষ পশু-পাখিদের সঙ্গে কথা বলতে সক্ষম হবে বলেও তিনি ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন।