সড়ক সংস্কারের দাবিতে বিক্ষোভ

নীলফামারীর সৈয়দপুর পৌর শহরের হাওয়ালদারপাড়ার এলাকাবাসী সড়ক সংস্কারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সোমবার দুপুরে শহরের চালহাটি সড়কে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় পৌর কাউন্সিলর কাজী মনোয়ার হোসেন হায়দার ও মেয়র রাফিকা আকতার জাহানের অপসারণ দাবি করা হয়।
বিক্ষোভ চলাকালে বক্তব্য দেন পৌর শহরের ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ রাশেদ, হাজী তসলীম, মইনুল হাসান, রওনক সিদ্দিকী, খালিদ খান, ফফসাল দিদার দিপু, তাসলিমা মুসকান, আরিফ মোস্তফা মিঠু, আনোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, সৈয়দপুর প্রথম শ্রেণির পৌরসভা হলেও পৌর কাউন্সিলর কাজী মোনোয়ার হোসেন হায়দারের অদক্ষতা ও দুর্নীতির কারণে এলাকায় কোনো উন্নতি হয়নি। শহরের প্রাণকেন্দ্র ১০ নম্বর ওয়ার্ডের সড়ক ও অলিগলি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সংস্কারের কোনো উদ্যোগই নেয়া হচ্ছে না। ড্রেনেজ ব্যবস্থাও নাজুক। অল্প বৃষ্টিতে হাঁটু পর্যন্ত পানি জমে যায়। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীকে। অথচ নাগরিকদের থেকে পৌরকর, ট্রেড লাইসেন্স, নকশা অনুমোদন, জন্ম- মৃত্যু ও ওয়ারিশান সার্টিফিকেটসহ বিভিন্ন সেবার নামে প্রতিবছর কোটি কোটি টাকা আদায় করা হচ্ছে। আয়ের টাকা উন্নয়ন কাজে ব্যবহার না করে মেয়র ও কাউন্সিলররা আত্মসাৎ করছেন। দ্রুত সময়ের মধ্যে রাস্তা সংস্কারের উদ্যোগ না নিলে কঠোর কর্মসূচি দেয়া হবে।
অভিযোগ প্রসঙ্গে পৌর কাউন্সিলর কাজী মনোয়ার হোসেন হায়দারের ভাষ্য, পৌরসভা থেকে বরাদ্দ না পাওয়ায় এলাকায় উন্নয়ন কাজ করা সম্ভব হয়নি। বরাদ্দ পেলে সড়ক ও ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। জনপ্রিয়তাকে হ্রাস করার জন্য তাঁর প্রতিপক্ষ এটাকে ইস্যু করে ষড়যন্ত্র করছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে মেয়র রাফিকা আকতার জাহান বলেন, রাস্তা সংস্কারের জন্য এরই মধ্যে একনেকে প্রকল্প পাঠানো হয়েছে। বাজেট এলেই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে। এ ছাড়া ড্রেন সংস্কার ও নির্মাণের কাজ অব্যাহত রয়েছে। পর্যায়ক্রমে এ সমস্যাও সমাধান করা হবে।

Related Posts

en_USEnglish