সিভিটের লোভ দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

image_pdfimage_print

Md. Badiuzzaman (Tuhin), Noakhali Correspondent:

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সিভিট ট্যাবলেটের লোভ দেখিয়ে ৫ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই শিশু বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের মির্জানগর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত সাজু (২৩) একই বাড়ির বাশার আমীনের ছেলে এবং পেশায় ইলেকট্রিক মিস্ত্রি।

ভুক্তভোগী শিশুর মা জানান, সোমবার (১৯ ডিসেম্বর) বেলা ১১টায় ভুক্তভোগী শিশু একই বাড়ির সাজুদের ঘরের সামনে খেলাধুলা করছিল। এসময় তাকে ২টি সিভিট দিয়ে ঘরে নিয়ে যায় সাজু। সেখানে তাকে উলঙ্গ করে ধর্ষণ চেষ্টা করে সে। শিশুটি ভয় পেয়ে দৌড়ে তার ঘরে গিয়ে তার মাকে এ ঘটনা বলে। এসময় তার মা বাড়ির অন্যান্যদের জানালে সাজু পালিয়ে যায়। দুপুরে ভুক্তভোগী শিশুকে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। তার প্রয়োজনীয় পরীক্ষা করা হয়েছে। রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হবে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতালেও ভুক্তভোগী পরিবারের সাথে পুলিশ যোগাযোগ রেখেছে। তাদের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Related Posts

en_USEnglish