সমাধান চান পাপন, চান শেষ দেখতে

আফগানিস্তান সিরিজ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের মনে অনেক প্রশ্ন জন্মেছে। সেই প্রশ্ন আরও বেড়েছে। বিসিবি বস এর উত্তর চান। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এমন বাজে পারফরম্যান্সের অবসান চান।

রোববার ম্যাচ শেষে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাপন বলেন, ‘এভাবে চলতে পারে না। এর একটা সমাধান হওয়া চায়। আফগানিস্তান সিরিজের পর আমি কিছু বলিনি। কিন্তু এখন এর শেষ দেখা দরকার।’

তিনি বলেন, ‘খেলা দেখে আমার মনেও অনেক প্রশ্ন জমেছে। প্রশ্নগুলো আমি ক্রিকেটারদের করতে চাই। এরপরই আমি আপনাদের জানাতে পারবো। টেস্টে প্রতি সেশনে, প্রতিদিন বিশেষ পরিকল্পনা দরকার। কিন্তু আমার মনে হয়েছে, যে যার মতো ব্যাটে নেমেছে এবং ইচ্ছা মতো খেলে মাঠ ছেড়েছে।’

বিসিবি সভাপতির মতে, যা চলছে তা চলতে দেওয়া যায় না। প্রথমে তিনি তাই জানতে চান সমস্যাটা কোথায়। বাংলাদেশের এখন টানা সিরিজ আছে। নিউজিল্যান্ড যেতে হবে। শ্রীলংকা সফর আছে। এর মধ্যে অনেক কিছুর সমাধান সম্ভব নয়। কিন্তু তিনি বিষয়টি নিয়ে ক্রিকেটার, টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করতে চান।

এছাড়া তিনি ঢাকা টেস্টের দলে একজন পেসার দেখে খুবই হতাশ হয়েছেন বলে উল্লেখ করেন। বাংলাদেশ কেনো এমন স্পিন উইকেটে খেলছে সেটাও অজানা পাপনের, ‘আফগানিস্তান সিরিজ থেকে দেখছি, খুব বেশি স্পিনিং উইকেট বানানো হচ্ছে। একটা সময় ছিল, যখন আমাদের হাতে ভালো পেসার ছিল না। সেজন্য ঘরোয়া ক্রিকেটের উইকেট পেস সহায়ক করা হয়েছে। আমাদের পেসাররা ভালোও করছে। দলে পাঁচজন পেসার নিয়ে একজন দিয়ে খেলানো মেনে নেওয়া যায় না।’

সৌম্যকে দলে নেওয়া নিয়ে পাপন বলেন, ‘আমি শুনলাম যে, সাকিব আল হাসান ইনজুরিতে পড়েছে। তার বিকল্প দরকার দলে। আমার সামনে একটার পর একটা অনেকগুলো নাম বলে যাওয়া হলো। যেখানে আকরাম খান, মিনহাজুল আবেদিন নান্নু, খালেদ মাহমুদ সুজন, হাবিবুল বাসাররা ছিল। আমি তাদের চার-পাঁচটা অপশন দেই। প্রথমে মাহমুদুল্লাহ, এরপর মোসাদ্দেক, মাহেদি হাসান এবং চারে সৌম্যর নাম বলি। তারা সৌম্যকে বেছে নিয়েছে।’

Related Posts

en_USEnglish