শুটিংয়ে দেখেছি শাকিব আমাদের আগে হাজির হতেন

image_pdfimage_print
কথা বলতে বলতে একটি মিষ্টি খাওয়া শেষ করে টিস্যু পেপারে মুছতেই কিছুটা চোখ গরম করে বাকি মিষ্টিটাও খেতে বললেন। দমদম মেট্রো স্টেশন থেকে অটোতে করে পৌঁছে গেলাম সিঁথির মোড়। সেখান থেকে আবার অটোতে করে বনহুগলি। দেখতে ছিমছাম এই এলাকাতে থাকেন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা সুপ্রিয় দত্ত। কখনও তিনি পর্দায় মানুষ হাসান। আবার কখনও ভয়ংকর খলনায়ক হিসেবে হাজির হয় ভয় ধরিয়ে দেন দর্শকের মনে।

যাহোক। রাস্তার ওপারে মধ্যবয়সী বিল্ডিংয়ের তিন তলায় বসবাস সুপ্রিয় দত্তর। কেচি গেটওয়ালা লিফটে চড়ে পৌঁছে গেলাম তার ফ্ল্যাটে। কলিংবেল বাজাতেই দরজা খুলে বেরিয়ে এলেন তিনি। ডাইনিং-কাম ড্রয়িংরুমের সোফায় বসলাম। ছোট পরিসরে বিভিন্ন লেখকের বইয়ে সাজানো শেলফ। সাথে সাথে সুপ্রিয়-পত্নী মিষ্টি আর কোমল পানীয় এনে সামনে দিলেন। কুশল বিনিময় শেষে শুরু হলো সিনেমা নিয়ে আলোচনা।পশ্চিমবাংলার জনপ্রিয় এই অভিনেতা অভিনয় করেছেন বেশকিছু যৌথ প্রযোজনার সিনেমায়। আলোচনার শুরুটা হলো সেই প্রসঙ্গ নিয়ে।

যৌথ প্রযোজনার সিনেমা নিয়ে ব্যক্তিগত মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘এটা ভালো দিক। দুই বাংলার শিল্পী, কলাকুশলীদের মধ্যে যোগাযোগ বাড়ে। অভিজ্ঞতা বিনিময় হয়। তবে শুনেছি বাংলাদেশে এটা নিয়ে ঝামেলা চলছে। সেই ঝামেলা নিয়ে কথা না বলাই ভালো। শিল্পীদের এসব ঝামেলায় জড়াতে নেই। তা ছাড়া এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।’

বাংলাদেশের অভিনয়শিল্পীদের নিয়ে মিশ্র মন্তব্য করলেন এই সব্যসাচী অভিনেতা। তার চোখে শাকিব খান বাংলাদেশের সেরা নায়ক। তিনি বলেন, ‘শাকিব খান বাংলাদেশের সেরা নায়ক বলে আমার মনে হয়। শুটিংয়ে দেখেছি তিনি আমাদের আগে সেটে হাজির হয়েছেন। প্রতিটি সংলাপ মুখস্থ করে বলেছেন। আর যারা সিনিয়র অভিনয়শিল্পী আছেন তাদের অভিনয় নিয়ে আমার কিছুটা হতাশা আছে। নাম বলা ঠিক হবে না। তাদের কাছে আমার প্রত্যাশা আরও বেশি ছিল।’

এ সময় তিনি বাংলাদেশের মানুষের আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেছেন। বিমানবন্দরে দায়িত্বরত কর্মকর্তাদেরও তিনি প্রশংসা করতে ভোলেননি। যদিও বাংলাদেশের রাস্তার জ্যাম নিয়ে তার খারাপ অভিজ্ঞতার কথা শুনিয়েছেন।

Related Posts

en_USEnglish