Prisoner killed in lightning strike in Lakshmipur

image_pdfimage_print

রামগতি প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগতিতে বজ্রপাতে মেহরাজ উদ্দিন (৩৫) নামে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় ছেরাজ উদ্দিন ও বেচু মিয়া নামে আরও দুই জেলে গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত ছেরাজকে নোয়াখালীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অপরজনকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার রামগতিরহাট মাছঘাটের  আশ্বিনী খালের মোহনায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে। নিহত মেহরাজ চর গাজী ইউনিয়নের দক্ষিণ টুমচর এলাকার শফিক উদ্দিনের ছেলে।

স্থানীয় চর গাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাওহিদুল ইসলাম সুমন জানান, মেহরাজ, ছেরাজ ও বেচুসহ ১৪-১৫ জন জেলে স্থানীয় মুকিত মাঝির ট্রলার নিয়ে মেঘনা নদীতে মাছ ধরে ঘাটে ফিরছিলেন। আশ্বিনী খালের মোহনায় এলে তাদের ট্রলারে উপর বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই মেহরাজ নিহত হন এবং ছেরাজ ও বেচু আহত হন।

Related Posts

en_USEnglish