লক্ষ্মীপুরে জামায়াতের ৫ নেতা গ্রেফতার 

image_pdfimage_print

নিজস্ব সংবাদদাতা : লক্ষ্মীপুর শহর জামায়াতের সভাপতি আবুল ফারাহ নিশানসহ পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৯ নভেম্বর) দিবাগত রাতে রায়পুর উপজেলার সোনাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- জামায়াত নেতা আবুল ফারাহ নিশান, রায়পুর উপজেলা জামায়াতের সেক্রেটারি আবদুল আওয়াল রাসেল ও উপজেলা শাখার সুরা সদস্য আবুল কাশেম। অপর দু’জনের নাম-পরিচয় জানা যায়নি।

থানা পুলিশ জানিয়েছে, সোনাপুর এলাকায় নাশকতার উদ্দেশ্যে জামায়াতের নেতারা গোপন বৈঠক করছিল। এ খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় রাস্তায় গাছ কেটে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ব্যাপক নাশকতা চালানোর একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন তারা পলাতক ছিলেন।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া গ্রেফতার হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।

Related Posts

en_USEnglish