লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সম্মেলন তারিখ ঘোষণা : নেতাকর্মীদের মাঝে হতাশা

image_pdfimage_print

Staff Correspondent:
লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। সোমবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ ছাত্রলীগের নিজস্ব ওয়েব পোর্টালে একটি প্রেস বিজ্ঞপ্তির ছেড়ে বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এদিকে ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণার পর পরই জেলা ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীদের মাঝে হতাশা দেখা দেয়। অনেকেই সরাসরি ও ফেসবুকের মাধ্যমে ষ্ট্যাটাস দিয়ে নিজেদের হতাশার বিষয়টি জানান দেয়।

প্রেস বিজ্ঞপ্তি লেখা ছিলো, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, লক্ষ্মীপুর জেলা শাখাকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে আগামী ২৩ ডিসেম্বর ২০১৭ ইং, শনিবার সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে।

অতএব, আগামী ২৩ ডিসেম্বর ২০১৭ ইং, শনিবার লক্ষ্মীপুর জেলা শাখার সম্মেলনের সকল ধরনের প্রস্তুতি গ্রহণ ও সফল ভাবে সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হলো।

Related Posts

en_USEnglish