রামগতিতে নিহতের ঘটনায় ৯জন আটক

image_pdfimage_print

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগতিতে জমির বিরোধে আবুল বাশার (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৯জনকে আটক করেছে পুলিশ। শনিবার (৯ মার্চ) দুপুর থেকে বিকাল পর্যন্ত তাদের আটক হয়। আটকরা হলেন হোসেনের ছেলে জমির উদ্দিন, অহিদুর রহমানের ছেলে আবদুল আলী, মাহফুজুল হকের ছেলে নুর উদ্দিন, মন্তাজুল হকের ছেলে দুলাল, মজিবুল হকের ছেলে মিলন, আলীম উল্লাহর ছেলে জাকির হোসেন, নুরুল ইসলামের ছেলে জমির, আবদুর রশিদের ছেলে নোমান ও বারেক মিয়ার ছেলে আরমান। সকালে জেলার রামগতির রামদয়াল উত্তর বাজার এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আবুল বাশার নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ পাওয়া যায়। তিনি উপজেলার চর আলগী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ছেলে আব্দুল মুকিত সোহেল (৪২)। নিহতের ছেলে আবুল হাসনাত শওকত জানান, রামদয়াল বাজারের উত্তর পাশে আমাদের জমিতে স্থানীয় সন্ত্রাসী জাবেদ আমিন রাসেল অস্ত্র-শস্ত্রসহ লোকজন নিয়ে মাটি ভরাট করতে আসে। এসময় আমার বাবা ও ভাই বাধা দেয়। তখন তাদের হামলা ও কিল-ঘুষিতে আমার বাবার মৃত্যু হয়, ভাই গুরুতর আহত হন। অভিযুক্ত রাসেল সাবেক সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুনের ভাগিনা। রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক বলেন, বিরোধপূর্ণ জমি নিয়ে দু’পক্ষের ধাওয়া-পাল্টা-ধাওয়া ঘটনা ঘটে। এসময় ভয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আবুল বাশার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদনের ভিত্তিতে মৃত্যুর কারণ নিশ্চিত হয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৯ জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্ততি চলছে।

Related Posts

en_USEnglish