মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবে বিএনপি: আমীর খসরু

image_pdfimage_print

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে তার দল মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবে। ভুল তথ্য দিয়ে জনগণকে যেভাবে বিভ্রান্ত করা হয়েছে তা পর্যালোচনা করা গুরুত্বপূর্ণ। সত্যটা উঠে আসা জরুরি।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সোমবার চট্টগ্রাম ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেছেন, ‘ইতিহাস কীভাবে লেখা হবে সেটির সিদ্ধান্ত যখন রাজনীতিবিদরা নেন, তখন তা আর ইতিহাস থাকে না, হয়ে যায় প্রপাগান্ডা।’ তিনি আরও বলেন, ‘স্বাধীনতার ঘোষণা এবং মুক্তিযুদ্ধের প্রথম বিদ্রোহ চট্টগ্রাম থেকেই হয়েছে। তাই চট্টগ্রামের ইতিহাস মুক্তিযুদ্ধ-পূর্ব এবং যুদ্ধকালীন অবিস্মরণীয়। রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে নীরব ছিলেন না। এদেশের সেনাবাহিনীকে সংগঠিত করে তিনি পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেছেন চট্টগ্রাম থেকেই।’

আমীর খসরু বলেন, ‘পাকিস্তান ভোটাধিকার হরণ করায় এদেশের মানুষ রাজপথে নেমে সম্মুখযুদ্ধ করেছিলেন। আজ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করতে গিয়েও ভোটাধিকার ও গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে হচ্ছে এদেশের গণতন্ত্রকামী মানুষকে। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে নির্লজ্জভাবে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস এখন একটা পাতায় বন্দি হয়ে গেছে। একটি মুক্তিযুদ্ধে একাধিক নায়ক থাকবেন এটাই স্বাভাবিক। এখন শুধু একজন নায়ক।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খোন্দকার, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন মিডিয়া কমিটির সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন প্রমুখ।

Related Posts

en_USEnglish