একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংবাদ সংগ্রহের কাজে সাংবাকিদরা মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন। তবে তাদেরকে অবশ্যই নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক সরবরাহ করা স্টিকার ব্যবহার করতে হবে।
বৃহস্পতিবার দুপুরে ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) আশাদুল হক গণমাধ্যম এ তথ্য জানান।
তিনি বলেন, ‘সাংবাদিকদের মোটরসাইকেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে নির্বাচন কমিশন তুলে নিয়েছে। আজকের মধ্যে এ সংক্রান্ত পরিপত্র জারি করা হবে। তবে সব সাংবাদিকদের অবশ্যই ইসি নির্ধারিত স্টিকার ব্যবহার করতে হবে।’
এর আগে, গত ২১ ডিসেম্বর এক নীতিমালা জারি করে নির্বাচন কমিশন নিষেধাজ্ঞাটি দিয়েছিল। এরপর দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠন, বুদ্ধিজীবীরা এর বিরোধিতা করেন। গত মঙ্গলবার ইসির সঙ্গে বৈঠক করেও সিদ্ধান্তটির তীব্র প্রতিবাদ জানায় সাংবাদিকরা। ফলে বিষয়টি নিয়ে নির্বাচন কমিশন বুধবার আলোচনায় বসে।