বিপিএলে সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়ল খুলনা

image_pdfimage_print

চট্টগ্রামে বিপিএলের ৩০তম ম্যাচে সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়ল খুলনা টাইটানস। ওপেনার নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ও পুরানের ঝড়ো ইনিংসের কল্যাণে ৫ উইকেট হারিয়ে রাজশাহী কিংসকে ২১৪ রানের টার্গেট দিয়েছে মাহমুদউল্লাহরা।

এর আগে টস জিতে খুলনাকে ব্যাটিংয়ের পাঠায় রাজশাহী কিংস। আর ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৩.৩ ওভারে ২৮ রান সংগ্রহ করে খুলনা। তবে পরের বলেই প্রোটিয়া ক্রিকেটার রিলি রুশোকে রান আউট করে সাজঘরে পাঠান জাকির হোসেন। কিন্তু এরপরেই ব্যাটিংয়ে ঝড় তুললেন তরুণ ওপেনার নাজমুল হোসেন শান্ত। তবে দুর্ভাগ্য নাজমুলের মাত্র ১ রানের জন্য অর্ধশতক বঞ্চিত হলেন এ ক্রিকেটার। আউট হওয়ার আগে ৩১ বলে ৫টি চার ও ২টি ছক্কার মারে ৪৯ রান করেন এ ক্রিকেটার।

নাজমুল ফিরে গেলে আরও বিধ্বংসী হয়ে উঠেন আফিফ ও পুরান দুজনেই তুলে নিয়েছেন অর্ধশতক। ৩৮ বলে ৫ ছক্কায় আফিফ করেছেন ৫৪ রান। আর পুরান ২৬ বলে ৩ ছক্কা ও ৬টি চারের মারে করেছেন ৫৭ রান।
রাজশাহীর হয়ে ফ্রাঙ্কলিন ৩টি ও মোহাম্মদ সামি ১টি উইকেট নিয়েছেন।

Related Posts

en_USEnglish