ফাইজারের টিকা বানানোর কৌশল চুরির চেষ্টা!

image_pdfimage_print

মহামারি করোনাভাইরাস প্রতিরোধে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ফাইজার যে টিকা তৈরি করেছে তার কৌশল চুরির চেষ্টা করেছে উত্তর কোরিয়া।

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে মঙ্গলবার এতথ্য জানিয়েছে বিবিসি।

ফাইজারের কোনও তথ্য বেহাত হয়েছে কিনা তা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। ফাইজার কর্তৃপক্ষও কিছু জানায়নি।

দক্ষিণ কোরিয়ার স্থানীয় সংবাদ মাধ্যম ইয়নহ্যাপ বলছে, দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা গোপনীয়ভাবে ফাইজারের তথ্য চুরির বিষয়ে তাদের আইনপ্রণেতাদের সতর্ক করেছে।

চীনে করোনার সংক্রমণ শুরুর পর গত বছরের জানুয়ারিতে সীমান্ত বন্ধ করে দেয় উত্তর কোরিয়া। ফাইজারসহ নয়টি স্বাস্থ্য সংস্থা উত্তর কোরিয়া ও রাশিয়ার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে গত নভেম্বরে জানিয়েছিল প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট।

Related Posts

en_USEnglish