ফরিদপুরে একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

image_pdfimage_print

ফরিদপুর জেলা প্রতিনিধি-

ফরিদপুরে একইসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন আসিয়া ইসলাম এ্যামি নামের এক গৃহবধূ। সোমবার (১৯ ডিসেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে ফরিদপুর শিশু হাসপাতালে সিজারের মাধ্যমে তিন সন্তানের জন্ম হয়।

গৃহবধূ আসিয়া ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক মো. নাজমুল হাসানের স্ত্রী।
শিক্ষক নাজমুল হাসান বলেন, বিয়ের দেড় বছর পরে আমাদের ঘরে একসঙ্গে তিনটি সন্তান জন্ম দিয়েছেন। এদের মধ্যে দুই পুত্র ও এক কন্যা সন্তান। মা ও তিন সন্তানই সুস্থ আছে।

এ বিষয়ে ফরিদপুর শিশু হাসপাতালের চিকিৎসক ডা. সুলতানা বেগম লিপি বলেন, বিকেলে আসিয়া ইসলামের সিজার হয়। তিনি একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। তারা শিশু হাসপাতালে ভর্তি আছে। তিন নবজাতক ও মা সুস্থ আছেন।

Related Posts

en_USEnglish