প্রথম দল হিসেবে কোয়ার্টারে নেদার‌ল্যান্ডস

image_pdfimage_print

বিশ্বকাপের নক আউট পর্ব শুরু হয়েছে আজ। হারলেই বিদায় বলতে হবে ফুটবলের ২২তম আসরকে। আর জয় পেলে পরের পর্বের জন্য পা বাড়াবে সাথে রঙিন হয়ে উঠবে শিরোপা ছোঁয়ার স্বপ্ন। সে লক্ষ্যে শেষ ষোলোর লড়াইয়ে খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হয় নেদার‌ল্যান্ডস- যুক্তরাষ্ট্র।

ম্যাচের প্রথমার্ধের ২-০ গোলে এগিয়ে থাকা ডাচরা দ্বিতীয়ার্ধে ৮১ মিনিটে ডেনজেল ডামপ্রিস গোলে ৩-১ জয় নিয়ে শেষ আট নিশ্চিত করে ফ্রাং ডে বুর শিষ্যরা।

Details coming soon…

Related Posts

en_USEnglish