IT based job fair for persons with disabilities

image_pdfimage_print

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) উদ্যোগে অনুষ্ঠিত হলো দিনব্যাপী প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চাকরি মেলা। তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয়ে বিশেষভাবে সক্ষম ব্যক্তি বা প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদাপূর্ণ জীবিকা ও কর্মসংস্থানের লক্ষ্যে এ মেলা আয়োজন করা হয়। মেলা আয়োজনে সহযোগী ছিল সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিজঅ্যাবিলিটি (সিএসআইডি)। গতকাল সকালে মেলা উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। রাজধানী ঢাকার আগারগাঁওয়ে এনজিওবিষয়ক ব্যুরোর অফিস ভবনে অনুষ্ঠিত এ মেলায় ৫৪টি আইসিটিভিত্তিক প্রতিষ্ঠান এবং পাঁচ শতাধিক চাকরিপ্রার্থী প্রতিবন্ধী ব্যক্তি অংশ নেন। এর আগে সারাদেশ থেকে প্রতিবন্ধী ব্যক্তিরা সিভি জমা দেন অনলাইনে। ডাটা এন্ট্রি, গ্রাফিক্স ডিজাইন, অ্যানিমেশন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, কল সেন্টার এজেন্ট, প্রোগ্রামিংসহ নানা বিষয়ে পদের জন্য প্রতিবন্ধী ব্যক্তি চাকরিপ্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা করে নিয়োগের পরবর্তী প্রক্রিয়া শুরু করা হবে বলে আয়োজকরা জানান। মেলার উদ্বোধন অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, সক্ষম এবং শারীরিক প্রতিবন্ধকতা ও বিশেষভাবে সক্ষমদের মধ্যে বৈষম্য দূর করতে প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। প্রতিবন্ধী ব্যক্তিরা যেন অন্যের ওপর নির্ভরশীল না হয়ে প্রযুক্তির ব্যবহার করে আত্মনির্ভরশীল হতে পারে, সেই লক্ষ্যে কাজ করতে হবে। প্রশিক্ষিত প্রতিবন্ধী বা বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মধ্যে যারা উদ্যোক্তা হতে ইচ্ছুক তাদের উদ্যোক্তা হিসেবে নিজেদের তৈরি করতে ৫০ হাজার থেকে ১০ লাখ টাকা সিডমানি হিসেবে পুঁজি প্রদানের সুযোগ রয়েছে। অনুষ্ঠানে আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বিসিসির নির্বাহী পরিচালক রণজিৎ কুমার, এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক শেখ মো. মনিরুজ্জামান, সিএসআইডির নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রযুক্তি প্রতিদিন প্রতিবেদক

Related Posts

en_USEnglish