নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় ৬০০ জনেরও বেশি মানুষ মারা গেছেন। দেশটির সরকারি কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন। তারা জানিয়েছেন যে এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশটি।
নাইজেরিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রী বলেছেন, ‘নাইজেরিয়ায় সাম্প্রতিক বন্যা একটি অপ্রতিরোধ্য প্রাকৃতিক দুর্যোগে পরিণত হয়েছে।
অনেক রাজ্য সতর্কতা সত্ত্বেও এমন ভয়াবহ বন্যার জন্য সঠিকভাবে প্রস্তুত ছিলো না। পশ্চিম আফ্রিকার দেশটিতে এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ বন্যায় ৬০০ জনেরও বেশি মানুষ মারা গেছেন। প্রায় ১৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং দু’লাখের বেশি বাড়ি ধ্বংস হয়েছে। নভেম্বরের শেষ পর্যন্ত বন্যা অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।‘
দেশটিতে গ্রীষ্মের শুরুতে বন্যা হওয়ার পর থেকে সেখানকার চাষের জমির বড় একটি অংশ ধ্বংস হয়ে গেছে। এছাড়া সেখানে রোগের বিস্তারের বিষয়ে আশঙ্কা রয়েছে এবং খাদ্য ও জ্বালানি সরবরাহও ব্যাহত হয়েছে।
রোববার একটি সংবাদ সম্মেলনে নাইজেরিয়ার মানবিক বিষয় ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী সাদিয়া উমর ফারুক দেশটির স্থানীয় কর্তৃপক্ষকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী লোকদের সরিয়ে নেওয়ার আহ্বান জানান।
তিনি আরো জানান, কর্তৃপক্ষ ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের খাদ্য ও অন্যান্য সহায়তা দিচ্ছে। সমন্বিত প্রচেষ্টা এবং প্রাথমিক সতর্কতা সত্ত্বেও অনেক রাজ্য সরকার বন্যার জন্য প্রস্তুতি নেয়নি।’