National Road Day-2022 celebrated in Narsingdi

image_pdfimage_print

Md. Mobarak Hossain, Narsingdi Correspondent:

“আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো নরসিংদীতেও জাতীয় সড়ক দিবস-২০২২ উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মাহমুদাবাদ রাজিউদ্দিন আহমেদ রাজু উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও বিআরটিএ নরসিংদী সার্কেলের আয়োজনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও বিআরটিএ নরসিংদীর ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট বোর্ডের সভাপতি এ এস এম ইবনুল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। প্রধান অতিথি বলেন, দুর্ঘটনা রোধে সবচেয়ে বেশি দায়িত্ব আমাদের নিজেদের। আমরা যদি যার যার অবস্থান থেকে আরোও সচেতন হই তাহলে দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব হবে।

আমরা অফিস আদালতে অথবা স্কুল কলেজে যাবার জন্য সময় নিয়ে বের হবো এবং তাড়াহুড়ো করে গাড়ী চালাবনা। দ্রুত পৌছানোর চেয়ে নিরাপদে গন্তব্য পৌছাবো। এসময় আরোও উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই নরসিংদী জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Related Posts

en_USEnglish