ক্রোয়েশিয়ার রক্ষণে একের পর এক আক্রমণ আছড়ে পড়ছিল ব্রাজিলের। অবশেষে অতিরিক্ত সময়ে সেই কাঙ্ক্ষিত গোলের দেখা পায় লাতিন আমেরিকার দলটি। দলের প্রাণভ্রোমরা নেইমার জুনিয়র গোল করে সেলেসাওদের এগিয়ে দেন। তবে সেই আনন্দ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তিতের দল।
ক্রোয়েট ফরোয়ার্ড পেটকোভিচের গোলে ম্যাচে সমতায় ফেরে ক্রোয়েশিয়া। আর এতেই অতিরিক্ত সময় শেষে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
Details coming soon…