কমলনগরে চেয়ারম্যান-মেম্বার দ্বন্দ : সংঘর্ষে আহত-৭

image_pdfimage_print

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে চর লরেন্স ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টারের সাথে একই পরিষদের ২নম্বর ওয়ার্ডের সদস্য ইসমাইল মেম্বারের সাথে দীর্ঘদিন দ্বন্দ চলে আসছে। দ্বন্দ ও পূর্ব শত্রুতার জের ধরে দু’ পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ৭জন আহত হয়েছেন। সোমবার রাত পৌনে ৯ টার দিকে উপজেলার তোরাবগঞ্জ বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন চেয়ারম্যানের ছেলে নিজাম উদ্দিন সোহেল (৩০), ভাগিনা মো. তোফায়েল (৪০), মো. সিরাজ (৩৫) ও আবুল কাসেম (২৮)। তাদেরকে গুরুতর অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতাল ও কমলনগর উপজেলা স্বাস্থ্য কম্পলেক্সে ভর্তি করা হয়েছে। অন্য আহতরা হলেন ইসমাইল মেম্বারের চাচাতো ভাই মো. সুমন (২৮), মাইন উদ্দিন (২৬) ও মো. সবুজ (২৮)। তাদেরকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চর লরেন্স ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি একে এম নুরুল আমিন মাস্টার বলেন পুর্ব শত্রুতার জের ধরে ইসমাইল মেম্বার ও তার লোকজন পরিকল্পিতভাবে আমার ছেলে ও ভাগিনাদেরকে পিটিয়ে গুরুত্বর আহত করে।

ইউপি সদস্য ইসমাইল মেম্বার বলেন, দোকানের বকেয়া পাওনা টাকা চাইতে গেলে চেয়ারম্যানের ছেলেসহ তার লোকজন হামলা চালিয়ে আমার ভাইদের পিটিয়ে আহত করে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন দু-পক্ষের সংঘর্ষের ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এব্যাপারে কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Related Posts

en_USEnglish