আজ ভারতের মুখোমুখি হবে পাকিস্তান

image_pdfimage_print

গত রোববার (২৮ আগস্ট) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তানের মহারণ দেখেছে ক্রিকেট বিশ্ব। এক সপ্তাহ না যেতেই আজ আবারও একই মাঠে মুখোমুখি হচ্ছে দুই দল। চলতি এশিয়া কাপের সুপার ফোর পর্বের দ্বিতীয় ম্যাচে রোববার বাংলাদেশ সময় রাত ৮ টায় মহারণে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান ।এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারায় ভারত।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে একই মাঠে বাবর আজমদের বিপক্ষে ১০ উইকেটে হেরেছিল রোহিত শর্মার দল। এশিয়া কাপে সেই ম্যাচেরই প্রতিশোধ নেয় তারা। এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর টান টান উত্তেজনার আরেকটি ম্যাচ দেখতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব।

এশিয়া ক্রিকেট কাউন্সিলের এবারের সূচি অনুযায়ী আবারও ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ দেখতে যাচ্ছে দুই দলের সমর্থকেরা। সচরাচর একটি ভারত-পাকিস্তান ম্যাচের পরেই দু’দেশের ক্রিকেটপ্রেমীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় ফের কবে এমন মহারণ দেখা যাবে তার জন্য।এশিয়া কাপ ২০২২-এর ফরম্যাট অনুযায়ী গ্রুপ লিগে একবার মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। এবার নিজেদের গ্রুপের প্রথম দুইয়ে থাকলে সুপার ফোরে ফের একবার পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ে নামবে দু’ দল, এমনই ছিল সূচি।

ভারত ও পাকিস্তান উভয় দলই হংকংকে নিজেদের গ্রুপ ম্যাচে পরাজিত করে। তবে পাকিস্তানকে হারানোয় এ-গ্রুপের এক নম্বর দল হয় টিম ইন্ডিয়া এবং দ্বিতীয় স্থানে পাকিস্তান। সেক্ষেত্রে সূচী অনুযায়ী ৪ সেপ্টেম্বর সুপার ফোরের ম্যাচ হচ্ছে ভারত-পাক মহারণ।

Related Posts

en_USEnglish