কালের কন্ঠ’র শুভ সংঘের নতুন কমিটি

 

লক্ষ্মীপুরে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের প্রত্যয় লক্ষ্মীপুর প্রতিনিধি সর্বনাশা মাদকের বিরুদ্ধে সামাজিক ও পারিবারিক আন্দোলনগড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন কালের কন্ঠ’র পাঠক সংগঠন শুভ সংঘের লক্ষ্মীপুর জেলার নতুন কমিটি।

গত মঙ্গলবার বিকেলে ভালো কাজে সবারপাশে শ্লোগান নিয়ে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে এক আলোচনাসভার আয়োজন করা হয়। সভার শুরুতে কালের কন্ঠ’র জেলা প্রতিনিধি কাজল কায়েস শুভসংঘ সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন।এতে সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে চন্দ্রগঞ্জ কফিল উদ্দিনডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক কার্তিক সেনগুপ্ত ও সাধারণসম্পাদক হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন প্রিয় লক্ষ্মীপুর জেলা’র সংগঠক মেহেরুল হাসান রাজুকে মনোনীত করা হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা করা হয়েছে অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান, উপদেষ্টা এডভোকেট মিজানুর রহমান, সৈয়দ মোজাম্মেল হক মিলন, মোশারফহোসেন পাটওয়ারী ও এম এ রহিমকে।কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি এডভোকেট আনোয়ার হোসেনমৃধা, হাবিবুর রহমান সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক সানাউল্যাহ সানু, আকরাম হোসেন তকি, সাংগঠনিক সম্পাদক মোঃহাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক জামাল উদ্দিন বাবলু, কোষাধ্যক্ষরেজাউল করিম পারভেজ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নিজামউদ্দিন রুপক, সমাজকল্যাণ সম্পাদক মাহবুবুর রহমান জুয়েল, ক্রীড়াসম্পাদক ফজলে রাব্বি, নারী বিষয়ক সম্পাদক ইসমত আরা আখিঁ,কার্যকরী সদস্য জাহাঙ্গীর আবেদ রাজু, সমীর কর্মকার, জামালউদ্দিন রাফি, মারুফ বিন জাকারিয়া, ফয়েজ আহমদ, উজ্জল মজুমদার,তায়েব উদ্দিন শান্ত, মিনহাজ হোসেন পাভেল, আলিম উদ্দিন পিন্টু,সুমন দাস ও জোবায়েদ হোসেন বাবু।সভায় বক্তারা বলেন, তরুণ প্রজম্ম প্রতিনিয়ত সর্বনাশা মাদকেআক্রান্ত হচ্ছে। এনিয়ে ঘরে-ঘরে অশান্তি দেখা দিয়েছে। এর থেকেমুক্তি পেতে প্রশাসনের পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক ওপারিবারিক আন্দোলন গড়ে তুলতে হবে। সকল শ্রেণি-পেশার মানুষএগিয়ে আসলে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।




রামগতিতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি, যুবক গ্রেফতার

 

লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের রামগতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটুক্তি করায় মো. রায়হান উদ্দিন (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে রামগতি থানায় মামলা দায়ের করেন উপজেলা যুবলীগের সভাপতি মেজবাহ উদ্দিন (ভিপি হেলাল) । এর আগে মঙ্গলবার রাতে রায়হান উদ্দিনকে তার নিজ বাড়ি থেকে পুলিশ আটক করে।

রায়হান উদ্দিন রামগতি উপজেলা চর রমিজ ইউনিয়নের টুমচর গ্রামের আবুল হাসেমের ছেলে।

মামলার বাদি উপজেলা যুবলীগের সভাপতি ভিপি হেলাল বলেন, সম্প্রতি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুল ওয়াহেদ ও আমার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি’র স্ট্যাটাসের কমন্টেস বক্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ওই যুবক কটুক্তি করে। এ ব্যাপারে থানায় অভিযোগ করলে পুলিশ তাকে আটক করে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।




কমলনগরে মাধ্যমিক শিক্ষক সমিতির সমাবেশ ও অভিষেক

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতিসভা ও অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার (২৭অক্টোবর) দুপুরে উপজেলা তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠান শুরুতে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেয় নব-নির্বাচিত শিক্ষক সমিতির নেতৃবৃন্দগণ।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান একেএম জাহেদ বিল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের সাংসদ মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন (এমপি)।
বিশেষ অতিথি ছিলেন কমলনগর উপজেলা ১৪দলীয় ঐক্যজোট সভাপতি এডভোকেট আনোয়ারুল হক, কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মোহাম্মদ আলমগীর হোসেন, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তৌহিদুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক মাস্টার মোহাম্মদ আলতাফ হোসেন, তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল আহাম্মদ রতন, চরমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউছুফ আলী মিঞা ভাই।
এদিকে অনুষ্ঠিত শিক্ষক সমিতির সভায় প্রধান অতিথি সমিতির উন্নয়নে ১লক্ষ টাকার অনুদান প্রদান এবং পরবর্তীতে সংগঠনটির ভবন নির্মাণের জায়গাসহ আর্থিক সহযোগিতা করার আশ্বাস দেন।
মাধ্যমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি ও প্রধান শিক্ষক মোহাম্মদ মিজানুর রহমান মানিক এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা মাস্টার মোহাম্মদ মফিজ উল্লাহ, চরজাঙ্গালিয়া এসসি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক তাপস চন্দ্র দাস ও ফজুমিয়ারহাট উচ্চ বিদ্যালয় সহকারি শিক্ষক মোহাম্মদ আবুল কালাম প্রমুখ।




রামগতিতে গৃহ নির্মাণ কাজের উদ্বোধন

লক্ষ্মীপুর :

“ আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার ” এমন শ্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্যেগের মধ্যে অন্যতম আশ্রয়ন প্রকল্প-২ সবার জন্য বাসস্থান নিশ্চিতকরণ কর্মসূচীর আওতায় লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বাস্তবায়নাধীন গৃহ নির্মাণ কাজের  উদ্ভোধন ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা সন্মেলনকক্ষে শুভ উদ্ভোধন ও মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার আজগর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো: আবদুল্যাহ আল মামুন এমপি, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, সহকারী কমিশনার (ভূমি) অজিত দেব, থানা অফিসার ইনচার্জ মো: ইকবাল হোসেন, উপজেলা আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি আবদুর ওয়াহেদ মুরাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আহাম্মদ উল্যাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা বেগম।বক্তব্য রাখেন বড়খেরী ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার হাসান মাহমুদ ফেরদৌস, রমিজ ইউপি চেয়ারম্যানগোলাম সারওয়ার, চরগাজী ইউপি চেয়ারম্যান তাওহীদুল ইসলাম সুমন প্রমূখ। মতবিনিময় সভা শেষে অতিথিবৃন্দ রামগতি উপজেলাধীন ২৩৯ টি গৃহ নির্মাণ কাজের শুভ উদ্ভোধন করেন।




লক্ষ্মীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

লক্ষ্মীপুরের রায়পুরে শাহিদা বেগম নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূকে তার স্বামী আনোয়ার হোসেন শ্বাসরোধ করে হত্যা করেছে বলে পরিবারের অভিযোগ।
এ ঘটনায় অভিযুক্ত আনোয়ারকে আটক করেছে পুলিশ।
সোমবার বেলা ১১ টার দিকে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে রবিবার রাত ১১ টার দিকে রায়পুর উপজেলার মোল্লার হাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহিদা বেগম স্থানীয় মৃত আব্দুর ছাত্তার হাওলাদেরের মেয়ে।
পুলিশ ও নিহতের চাচাতো ভাই কালু হাওলাদার জানায়, রায়পুর উপজেলার মোল্লার হাটের আখন বাজার এলাকায় দশ বছর পূর্বে শাহিদা বেগম ও আনোয়ারের বিয়ে হয়। এর পর থেকে আনোয়ার ঘর জামাই হিসেবে তার শশুর বাড়িতে থাকতেন। রবিবার রাতে পারিবারিক কলহের জের ধরে আনোয়ার তার স্ত্রী শাহিদাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষয়টি হত্যা, এঘটনায় তার স্বামী আনোয়ারকে আটক করা হয়েছে, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।




লক্ষ্মীপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের মূল্যয়ন পরীক্ষা

লক্ষ্মীপুর:

আলোকিত মানুষ চাই, এ শ্লোগানকে সামনে রেখে বিশ্ব সাহিত্য কেন্দ্র ও সেকেন্ডারি এডুকেশন কোয়ালিটি অ্যান্ড অ্যাকসেস এনহান্সমেন্ট প্রজেক্ট (সেকায়েপ) Ñ এর উদ্যেগে লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতিতে সকল মাদ্রাসা ও স্কুলে বার্ষিক মূল্যয়ন পরীক্ষা ২০১৭ অনুষ্ঠিত হয়।

রবিবার বেলা সাড়ে ১১ টায় এ মূল্যয়ন পরীক্ষা পরিদর্শন করেন কমলনগরে প্রোগ্রাম কো-অডিনেটর কাজী মঞ্জুর হোসেন , রামগতিতে প্রোগ্রাম অফিসার পিন্টু কুমার ও শিশু কিশোর একামেীর প্রধান শিক্ষক মুহাম্মদ নোমান ছিদ্দীকী।

শিক্ষার্থীরা জানান, এ আয়োজনের মাধ্যমে উন্নত মানের ইংরেজী ও বাংলা বই অধ্যয়ন করার সুযোগ পাচ্ছি। নতুন নতুন শব্দ আয়ত্ব করে শব্দ ভান্ডার সমৃদ্ধ ও পাঠের প্রতি মনোযোগী হচ্ছি।

শিশু কিশোর একামেীর প্রধান শিক্ষক মুহাম্মদ নোমান ছিদ্দীকী জানান. উন্নত মানবিক চেতনা, বড় স্বপ্ন, দৃষ্টিভঙ্গি ও মুল্যবোধ সঞ্চারিত করতে পারলে শিক্ষার্থীরা আধুনিক ও আদর্শিক মানুষ হিসেবে গড়ে উঠবে। পাশাপাশি পাঠ্যপুস্তুকের বাইরে এ ধরনের মূল্যয়ন পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন ক্যাটাগরিতে সফল হবে।




লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে অস্ত্রের মুখে অপহরণ

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআবদুল্লাহ ইউনিয়নের যুবলীগের সাধারন সম্পাদক মো. আইয়ুব আলীকে অস্ত্রের মুখে তুলে নিয়ে অপহরণ করছে সন্ত্রাসীরা। রোববার ভোররাতে চরগজারিয়ার চেয়ারম্যান বাজার এলাকার নিজ বাড়ি থেকে তাকে তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে পুলিশ সকালে মৌলভী চর এলাকায় অভিযান চালিয়ে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নোয়খালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থায় আশংকাজক বলে জানিয়েছেন রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন।
রামগতি উপজেলা যুবলীগের আহবায়ক মেজবাহ উদ্দিন হেলাল জানান, আইয়ুব আলী চরআবদুল্লাহ ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক। খোকন বাহিনীর সন্ত্রাসীরা তাকে বাড়ি থেকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। পরে পরিবারের কাছে মোটা অংকের মুক্তিপন দাবি করে। মুক্তিপণের টাকা না দেয়ায় তাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে মৃত ভেবে ফেলে যায় খোকন বাহিনীর সন্ত্রাসীরা। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তিনি। এছাড়া আইয়ুব আলী ওই ওয়ার্ড থেকে ইউপি সদস্য হিসেবে নির্বাচন করছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপহৃত যুবলীগ নেতাকে গুরুতর আহত অবস্থায় মৌলভীর চর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে কুপানোর চিহ্ন রয়েছে। আইয়ুব আলীর অবস্থায় আশংকাজনক। ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের ধরতে অভিযান চলছে। এ বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না।




কমলনগরে মেঘনা তীর রক্ষা বাঁধে চতুর্থবার ধস !

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগর মেঘনা নদীর তীর রক্ষা বাঁধে আবারও ধস দেখাদিয়েছে । এ নিয়ে গত তিন মাসে নির্মাণাধিন বাঁধে চার বার ধসনামে । অনিয়মের মধ্য দিয়ে নিন্মমানের কাজ করায় বার-বার বাঁধে ধস নামছে বলে স্থানীয়দের অভিযোগ।

শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কমলনগরের মাতাব্বরনগর মেঘনা নদীর তীর রক্ষা বাধে গিয়ে দেখা যায়। বাধের দক্ষিণে অংশ ধসে গেছে । এতে ওই বাধের প্রায় ১০০ মিটার নদীতে ধসে পড়েছে। তাৎক্ষণিক ধস ঠেকাতে ঠিকাদারী প্রতিষ্ঠান বালু ভর্তি কিছু জিও ব্যাগ ডাম্পিং করেছে। এর আগে দুপুরে তীর রক্ষা বাধে ধস নামে। একই ভাবে কয়েক দিন পর-পর নদীর তীর রক্ষা বাধে ধস দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

জানা গেছে, ঠিকাদারী প্রতিষ্ঠান তীর রক্ষা বাঁধে নদীর ভিতরে ৪৫ মিটার জিও ব্যাগ (বালু ভর্তি বিশেষ ব্যাগ) ও ব্লক যাথযথভাবে ডাম্পিং না করে বাঁধ নির্মাণ করে। এছাড়াও নিম্মমানের বালু ও জিও ব্যাগ ব্যবহারের অভিযোগ রয়েছে। যে কারণে জুন মাসের শেষের দিকে বাঁধে প্রথমবার ধস নামে। এরপর ২৬ জুলাই ফের ধস নামে। পরবর্তীতে আগস্টে মাসেও আবার ধসনামে।

স্থানীয়দের অভিযোগ, শুরু থেকে বাঁধ নির্মাণ কাজ অনিয়মের মধ্যে হয়ে আসছে। যথাযথ বালু ও জিও ব্যাগ ব্যবহার না করে নিন্মমানের ব্যবহার করায় এনিয়ে চার বার তীর রক্ষা বাধে ধস নেমেছে। এছাড়াও অন্যত্র থেকে মা্টি সংগ্রহ করে বাঁধ নির্মাণ করার কথা থাকলেও নদীর তীর থেকে মাটি উত্তোলন করে বাঁধ নির্মাণ করায় বার-বার বাধে ধস নামছে।ঠিকাদারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংয়ের এজিএম মাসুদ রানাবলেন, নদীতে পানির উচ্চতা বেড়েছে। তীব্র জোয়ারও আছে। ভাটার টানেবাধে কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দ্রুত বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং করেছি । আশা করছি বাধ এখন ঝুঁকি মুক্ত।
এ ব্যাপারে রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী গাজী ইয়ার আলীর সাথে মোবাইলে কথা বলার চেষ্টা করা হয়েছে। তিনি ফোন রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি। ২০১৪ সালে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধের জন্য ১৯৮ কোটি টাকা বরাদ্দ দেয়সরকার। বরাদ্দকৃত টাকায় কমলনগরে এক কিলোমিটার, রামগতির আলেকজান্ডারে সাড়ে তিন কিলোমিটার ও রামগতিরহাট মাছঘাট এলাকায় এক কিলোমিটার বাঁধ নিম্মাণ হওয়ার কথা। ২০১৫ সালের ১ফেব্রুয়ারিতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ১৯ইঞ্জিনিয়ারি কনস্ট্রাকশন ব্যাটালিয়ন আলেকজান্ডার এলাকায় ভাঙন রোধে বাঁধ নির্মাণ কাজ শুরু করে সাড়ে তিন কিলোমিটার সফলভাবে বাস্তবায়ন করে। এদিকে ওই বরাদ্দ থেকে ৪৮কোটি টাকায় কমলনগরে এক কিলোমিটার কাজ পায় নারায়নগঞ্জ ডকইয়ার্ড ইঞ্জিনিয়ারিং লিঃ। অর্থবরাদ্দের দুই বছর পর ২০১৬ সালের শুরুর দিকে প্রতিষ্ঠানটি ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিংকে দিয়ে কাজ শুরু করে।

কমলনগরে মেঘনা নদীর তীর রক্ষা বাঁধে ধস, নিম্মমানের কাজের অভিযোগ

কমলনগরকে রক্ষা করা যাবে তো!




লক্ষ্মীপুরে মেধাবীদের মাঝে শিক্ষাবৃত্তি ও উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ ও অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া দরিদ্র ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার বেলা ১১টায় বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র-ছাত্রী এর ঢাকা ফোরামের উদ্যোগে আয়োজিত শিক্ষাবৃত্তি প্রদান ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম আলাউদ্দিন।

এতে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট শিল্পপতি ও বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র সাইদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র ও শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মো. নজরুল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি ও বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র মাকছুদুর রহমান স্বপন, ঢাকার ভূমি উপ-সহকারী কর্মকর্তা ওমর ফারুক বাচ্চু, প্রাক্তণ ছাত্র-ছাত্রী ঢাকা ফোরামের আহ্বায়ক ও নরসিংদী কৃষি বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. জামাল উদ্দিন, সুপ্রীম কোর্টের আইনজীবি এ্যাড. হেলাল আমিন, চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাওঃ মো. আব্দুল কুদ্দুছ। স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিরাজুল ইসলাম।
বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র-ছাত্রী ফোরামের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন বুলুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রাক্তণ ছাত্র ও অবসরপ্রাপ্ত অডিট এন্ড একাউন্ট অফিসার মো. নুরনবী, লক্ষ্মীপুর জেলা জাতীয়পার্টির সহ-সভাপতি সামছুদ্দিন পাটোয়ারী, প্রাক্তণ ছাত্র ও প্রতাপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মো. মোস্তফা কাজল, পুলিশ হেড কোয়াটার্সের গোয়েন্দা শাখায় কর্মরত পুলিশ অফিসার ক্যাডেট মহিউদ্দিন, প্রাক্তণ ছাত্র ও চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মো. আলী হোসেন, এক্স ক্যাডেট এসোসিয়েশন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি নাসির উদ্দিন, প্রাক্তণ ছাত্র কামরুজ্জামান নিজাম, বাবুল হোসেন ও আইনুল আহমেদ তানভীর প্রমুখ।
আলোচনা শেষে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ৬৩ জন ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষাবৃত্তি হিসাবে নগদ অর্থ ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ। এ সময় বিদ্যালয়ের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।




লক্ষ্মীপুরে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ শিক্ষক সমিতির (অধ্যক্ষ মো. কামরুজ্জামান) লক্ষ্মীপুর জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে জেলা ও সদর উপজেলা শিক্ষক সমিতির উদ্যোগে লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সম্মেলনের আয়োজন করা হয়।
লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মো. মমিন উল্যার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র এম এ তাহের।
সম্মেলনের উদ্বোধন করেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান।
জেলা শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ এম এ আউয়াল সিদ্দিকি, সহ-সভাপতি ছফি উল্যা খাঁন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবুল বাশার, জজ আদালতের সহকারী পি পি অ্যাডভোকেট বাবু প্রেমধন মজুমদার, ইউসুফ জালাল কিসমত, সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি আবুল কাশেম মিজান ও জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের আহবায়ক মাহবুবুর রশিদ চৌধুরী প্রমুখ। এছাড়া জেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকগণ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শিক্ষার মানোয়ন্ন এবং ডিজিটাল শিক্ষা সর্বক্ষেত্রে বাস্তবায়নের জন্য শিক্ষকদের সর্বদা সচেষ্ট থাকতে হবে। শিক্ষকদের চাকুরী জাতয়িকরণের দাবিতে প্রয়াত শিক্ষক নেতা কামরুজ্জামানের নেতৃত্বাধীন বাংলাদেশ শিক্ষক সমতির পতাকা তলে সমবেত হওয়ার আহবান জানানো হয়।