লক্ষ্মীপুরে জাল ভোট দিতে গিয়ে আটক ৪, ভোট কেন্দ্রে আতঙ্ক

লক্ষ্মীপুরের রামগতির উপজেলার আলেকজান্ডার ইউপি নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে চার জন আটক হয়েছেন। পশ্চিম বালুর চর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে তাদের আটক করা হয় বলে জানান প্রিজাইডিং অফিসার।
এদিকে, পশ্চিম চর আলেকজান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে ভোটারদের প্রভাবিত করাকে কেন্দ্র করে ইউপি সদস্য প্রার্থী নুর ছলেমান হাওলাদার ও ফিরোজ কবির বাবুল হাওলাদারের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় উভয়পক্ষ লাঠি-সোটা হাতে নিয়ে ছোটাছুটি করলে ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বৃহস্পতিবার সকাল থেকে উৎসাহ উদ্দীপনায় ভোটগ্রহণ শুরু হয়। কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। এছাড়া আইন শৃঙ্খলাবাহিনী কঠোর নিরাপত্তায় নির্বাচনী এলাকায় অবস্থান করছেন।




লক্ষ্মীপুরের একটি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের রামগতির চর আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে; একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ওই ইউনিয়নে নয়টি ওয়ার্ডের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও উচ্চ আদালতের আদেশে একটি ওয়ার্ডের ভোটগ্রহণ স্থগিত করেছেন নির্বাচন কমিশন। অপর ৮টি ওয়ার্ডে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ভোট চলেছে। এতে
৫০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদের মধ্যে চেয়ারম্যান পদে পাঁচ, সাধারণ সদস্য পদে ৩০ এবং সংরক্ষিত নারী সদস্য পদে ১৫ জন প্রার্থী রয়েছেন।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত আনোয়ার হোসেন (প্রতীক-নৌকা), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মনোনীত মো. নাজমুল হাসান (তারা), বিএনপি মনোনীত হাবিব উল্যাহ বাহার (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. রিয়াজ হোসেন (হাতপাখা) এবং স্বতন্ত্র জাফর আহাম্মদ (চশমা)।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ইউনিয়নে ৮ ওয়ার্ডের ৯ কেন্দ্রে ৬২টি বুথে ভোটগ্রহণ চলতে। এতে ২২ হাজার ৮২২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম জানান, উচ্চ আদালতের আদেশে এ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ভোটগ্রহণ হচ্ছে না। অন্য ৮ ওয়ার্ডে নির্বাচন চলছে।

পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন বলেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক তদারকিতে রয়েছে।




লক্ষ্মীপুরে ছাত্রলীগের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : বিএনপি জামায়াতের অপরাজনীতি ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ। বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে পৌর শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে শুরু করে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর মার্কেটের সামনে গিয়ে মিলিছটি শেষ হয়।

 

পরে ছাত্রলীগ নেতাকর্মীদের উপস্থিতিতে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল, সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস।

মিছিলে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মতলব, জেলা ছাত্রলীগের সদস্য কাজী বাবলু, লক্ষ্মীপুর পলিটেকনিক ইনষ্টিটিউট ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম শামীম, আলীয়া মাদ্রাসা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাইন উদ্দিনসহ জেলার বিভিন্ন ইউনিট ছাত্রলীগের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, বিএনপি জামায়াত দেশে অপরাজনীতি ও নৈরাজ্যের সৃষ্টি করছে। এ কারণে মানুষের মাঝে ক্রমেই বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগ শেখ হাসিনার উন্নয়নকে অব্যাহত রাখতে এসব নৈরাজ্যের প্রতিবাদ করে যাবে।




সন্দেহ জিনের বাদশা প্রতারক চক্রের দিকে লক্ষ্মীপুরে ২ সন্তানসহ গৃহবধূ নিখোঁজ

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ফারজানা আক্তার (৩৫) নামে এক গৃহবধূ, তার মেয়ে জান্নাতুল মাওয়া ফাইজা (১১) ছেলে মাসুদুল হক ফাইয়াজ (৬) গত চার দিন থেকে নিখোঁজ রয়েছেন। প্রতারক চক্রের খপ্পরে পড়ে তারা নিখোঁজ রয়েছেন বলে ধারনা করছেন গৃহবধূর স্বামী কাজী ফয়সল আহমেদ।

রোববার (২৪ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে লক্ষ্মীপুর শহরের শেখ রাসেল সড়কের অর্নি-রাহি প্লাজা নামের একটি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এই ঘটনায় পরের দিন সোমবার (২৫ ডিসেম্বর) লক্ষ্মীপুর সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন গৃহবধূর স্বামী।

গৃহবধূর স্বামী কাজী ফয়সল আহমেদ দত্তপাড়া ইউনিয়ন নিকাহ রেজিস্টার্ড। তিনি ওই ইউনিয়নের বাসিন্দা মৃত মাসুদুল হকের ছেলে। ফারজানা আক্তার রামগঞ্জ উপজেলা ভাদুর গ্রামের মৃত মাওলানা সালাহ উদ্দিনের মেয়ে। ২০০৫ সালে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। নভেম্বর মাসের ২৪ তারিখ থেকে তারা লক্ষ্মীপুর শহরের শেখ রাসেল সড়কে ওই বাসাতে ভাড়া থাকতেন।

স্বামী কাজী ফয়সল আহমেদ ধারনা করে বলছেন, গত ৫মাস আগে তার স্ত্রীকে কোন জিনের বাদশা বা অন্যকোন প্রতারক চক্র প্রলোভন কিংবা ভয় দেখিয়ে ৭ভরি স্বর্নালংকার নিয়ে যায়। এরপর থেকে ওই চক্র স্বামীসহ সন্তানকে মেরে ফেলবে এ ভয়ে আতংকে ছিল। এভাবে সে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে। এরপর থেকে সে আমাকে এবং সন্তানদেরকে বাসা থেকে বের হতে বাধা দিত। এমন পরিস্থিতিতে স্ত্রীর চিকিৎসা ও সন্তানদের পড়ালেখার কথা ভেবে আমি লক্ষ্মীপুরে বাসা ভাড়া করে নিয়ে থাকছি। রোববার আমার অনুপস্থিতিতে ২ সন্তানকে নিয়ে বাসা থেকে বের হতে দেখেছেন প্রতিবেশীরা। এরপর থেকে তাদের আর খুজে পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য বিভিন্নস্থানে খুজ করেও তাদের সন্ধান পাওয়া যায়নি।

গৃহবধুর বড় ভাই হেলাল উদ্দিন মোবাইল ফোনে বলেন, বোনের স্বামী নিখোজ হওয়ার বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। তবে কি কারনে নিখোজ হয়েছে তা নিশ্চিত হতে পারি নি।

লক্ষ্মীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, প্রতারক চক্রের খপ্পরে পড়ে স্ত্রী ও ২ সন্তান নিখোজ রয়েছে মর্মে স্বামী কাজী ফয়সল আহমেদ সাধারন ডায়েরী করেছেন। তাদের সন্ধানে পুলিশ কাজ করছে।




কমলনগরে ঝরাজীর্ন ঘরে থাকেন শহীদ বীর মুক্তিযুদ্ধা পরিবার

লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর জেলার কমলনগরে ঝরাজীর্ন ঘরে থাকেন শহীদ বীর মুক্তিযুদ্ধা পরিবার। উপজেলার চর লরেঞ্চ ইউনিয়নের ২নং ওয়ার্ড তোরাবগঞ্জ বাজার সংলগ্ন শহীদ বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমানের বাড়ী। ৬জন সদস্য নিয়ে ০৬শতাংশ জমির উপর একটি টিনের দোচালা ছাপড়া ঘরে বসবার করছে শহীদ বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমানের পরিবার।
জানা যায়, শহীদ মোস্তাফিজুর রহমানের জন্ম ১৯৪৬ সালে শহীদ হন ০৩/১০/১৯৭১ইং তারিখ। মৃত্যু কালে তার ১ছেলে ও স্ত্রী রেখে যান। বর্তমানে তার ১ছেলে মোঃ শাহজাহান (৪৭) ৩ নাতি মোঃ রাশেদ নবম শ্রেণীর ছাত্র, রেদওয়ান ২য় শ্রেনীর ছাত্র, শাহীন (৬) নাতনি জান্নাতুল ফেরদাউস ৭ম শ্রেণীর ছাত্রী ও ১স্ত্রীসহ মোট ৬সদস্য। ১৯৭১ সালের ২৫ মার্চ পাক বাহিনী এদেশের নিরস্ত্র জনতার উপর ঝাপিয়ে পড়ার পর পরই মোস্তাফিজুর রহমান তার সাথীদের নিয়ে ভারতে গিয়ে যুদ্ধের উচ্চতর প্রশিক্ষণ গ্রহন করে ২নং সেক্টরের অধীন রনক্ষেত্রে কৃতিত্বের সাথে যুদ্ধে ঝাপিয়ে পড়েন। ০৩-১০-১৯৭১ ইং তারিখ সকাল বেলা মোস্তাফিজুর রহমান ও তার ১সাথী লক্ষ্মীপুর জেলার রামগতি থানা (বর্তমানে কমলনগর উপজেলা) করইতলা ও তোরাবগঞ্জ রাজাকার মিলিটারী ক্যাম্প পর্যবেক্ষনে গিয়ে পাশ্ববর্তী খামার বাড়ীতে অবস্থান গ্রহন করেন। তাদের উদ্দেশ্য ছিল মিলিটারীর গতিবিধি পর্যবেক্ষন করে তাদের উপর আক্রমন করা। ঐ খামার বাড়ীতে ২জন মুক্তিযোদ্ধার অবস্থান রাজাকাররা টের পেলে তারা মিলিটারীকে খবর পাঠায়, মিলিটারী তাৎক্ষনিক খামার বাড়ী ঘেরাও করে তাদের ধরে ফেলে অকথ্য নির্যাতনের মাধ্যমে গুলি করে হত্যা করে। তার একমাত্র পুুত্র সন্তান তেমন কোন পড়ালেখা করতে পারেন নাই বর্তমানে সে অসুস্থ অবস্থায় আছে। সরেজমিন গিয়ে দেখা যায় এই মুক্তিযোদ্ধা শহীদ পরিবারটি একটি দোচালা টিনের ছাপড়া ঘরে অবস্থান করছে। আধুনিক সুযোগ সুবিধা বলতে কোন কিছুই তাদের ভাগ্যে জোটে নাই। ছেলে শাহজাহানের সাথে একান্ত আলাপে বলেন আমি নিজেই অসুস্থ তার মধ্যে আমার চার ছেলে মেয়ে নিয়ে ঝুপড়ি ঘরে বসবাস করি। সরকার শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য শুনেছি অনেক কিছু করছে কিন্তু আমি তার কিছুই পাই নাই। আমার বাবার নামে রাস্তায় তোরণ নির্মান করা হয়েছে কিন্তু আমাদের খোজ কেউ নিচ্ছে না। বতর্মানে আমার সন্তানদের লেখাপাড়া ও বসতঘর নিয়ে আমি দুঃচিন্তায় আছি। যদি সরকার বীর শহীদ মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমানের নাতি ও নাতনিদের পড়ালেখার দায়িত্ব নেয় ও তাদের মাথা গোজার একটু ঠাই দেয় তাহলে এই শহীদের আত্মা শান্তি পাবে বলে আমি মনে করি।




১৫ জানুয়ারির মধ্যে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের নির্বাচন

নিজস্ব প্রতিবেদক : আগামি ৩১ডিসেম্বরের মধ্যে লক্ষ্মীপুর প্রেসক্লাবের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ও নির্বাচন কমিশন গঠন করা হবে। ১৫ জানুয়ারির মধ্যে গোপন ব্যালটে নির্বাচন। নির্বাচনকে ঘিরে ভোটের হাওয়া বইতে শুরু করেছে। সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছেন। ভোটে জয়ী হতে কৌশলে প্রচারনা চালাচ্ছেন প্রার্থীরা।
শনিবার সন্ধ্যায় জেলা পরিষদ মিলনায়তনে লক্ষ্মীপুরের কর্মরত সকল সাংবাদিকদের নিয়ে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় অতীতের সকল রাগ-অভিমান ভুলে গিয়ে সবাই ঐক্যবদ্ধ প্রেসক্লাব গঠনের লক্ষ্যে একমত হন। এসময় পূর্বের আবেদনের প্রেক্ষিতে কয়েকজনকে প্রেসক্লাবের সদস্য করা হয়। তাদের নামও ঘোষণা করা হয়। এছাড়াও সভায় সর্বসম্মতিক্রমে চারটি প্রস্তাব গৃহীত হয়। এরমধ্যে রয়েছে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন, আগামি ৩১ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, নির্বাচন কমিশন গঠন, ১৫ জানুয়ারীর মধ্যে নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা।
প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক নতুন চাঁদ পত্রিকার সম্পাদক ও ইনকিলাবের বিশেষ প্রতিনিধি হোসাইন আহাম্মদ হেলালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও আজীবন সদস্য প্রবীণ সাংবাদিক এমএ মালেক, সাবেক সভাপতি আ হ ম মোস্তাকুর রহমান, সাধারণ সম্পাদক মো.কাউছার, মো. কামাল হোসেন, সহ-সভাপতি অধ্যাপক গাজী গিয়াস, এম জে আলম, মহি উদ্দিন ভূঁইয়া মুরাদ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম স্বপন, সাংবাদিক অধ্যাপক আজিজুল হক, মো. তৌহিদুর রহমান রেজা, জহির উদ্দিন, জান্নাতুল ফেরদাউস নয়ন, মোহাম্মদ রফিকুল ইসলাম, মাহবুবুর রহমান, এম এ মালেক, কামাল হোসেন, ইসমাইল হোসেন জবু, সাঈদ হোসেন নিক্সন ও সাইদুল ইসলাম পাবেল প্রমুখ।
জেলাবাসীর স্বার্থে লক্ষ্মীপুরের সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে বক্তারা বলেন, সাংবাদিকদের কল্যাণে ঐক্যবদ্ধ প্রেসক্লাব জরুরী ছিল। দীর্ঘদিন পরে হলেও সবাই একমত হতে পেরেছি; আমাদের বন্ধন অটুট থাকবে।
প্রসঙ্গত, গত কয়েক বছর থেকে প্রেস ক্লাবের কমিটি নিয়ে অচলাবস্থা ও মামলাসহ নিজদের মধ্যে বিরোধ চলে আসছিলো। সিনিয়র সাংবাদিকদের উদ্যোগে ওই পরিস্থিতির অবসান হচ্ছে। সাংবাদিকদের এমন ঐক্যে প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা অভিনন্দন জানিয়েছে।




কমলনগরে লেগুনার ধাক্কায় ২ মাদ্রাসা ছাত্র গুরুতর আহত

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরের কমলনগরে দ্রুতগতির লেগুনার ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. তারেক (১৫) ও শরিফ (১৫) নামের দুই মাদ্রাসা ছাত্র গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৫ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে রামগতি-লক্ষ্মীপুর সড়কের হাজিরহাট বাজারে উত্তর পাশে এই দুর্ঘটনা ঘটে।
তারেক উপজেলার পাটারিরহাট ইউনিয়নের আবদুচ সাত্তারের ছেলে, শরিফ আবদুল মালেকের ছেলে। তারা দুইজন ফলকন সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র। আহত তারেককে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। শরিফকে লক্ষ্মীপুরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীর জানায়, তারেক-শরিফ দুই বন্ধু মোটরসাইকেলে করে হাজিরহাট বাজার উত্তর পাশে সিটিসেল টাওয়ারের সামনে পৌঁছলে বিপরিত দিক থেকে আসা দ্রুতগতির নিবন্ধন বিহীন যাত্রীবাহী লেগুনা (জমিদার-১) মুখোমুখি ধাক্কা দেয়। এতে তারা দুইজন গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাদের হাসপাতালে পাঠায়।
কমলনগর থানার উপ পরিদর্শক (এসআই) মো. হান্নান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লেগুনাটি আটক করা হয়েছে। পালিয়ে যাওয়ায় চালককে আটক করা সম্ভব হয়নি। আহতদের স্বজনদের থানায় এসে অভিযোগ দিতে বলেছি। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, লক্ষ্মীপুর-রামগতি-কমলনগর সড়কে অনুমোদনহীন লেগুনা বেপরোয়াভাবে যাত্রীনিয়ে চালাচল করে আসছে। এসব লেগুনার চালকের আসনে অদক্ষ ও লাইসেন্স বিহীন চালক-হেলফার। যে কারণে এই সড়কে আশঙ্কাজনকহারে দুর্ঘটনা বেড়েছে। অকালে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয়রা বিভিন্নস্থানে একাধিকবার লেগুনা বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেন।




লক্ষ্মীপুরে আনন্দ উৎসবে বড় দিন উদযাপিত

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে আনন্দ উৎসবের মধ্য দিয়ে খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্টের জন্মদিন তথা খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন উদযাপিত হচ্ছে। রবিবার (২৪ ডিসেম্বর) রাত ১০ টার দিকে জেলা শহরের বাগবাড়ীস্থ সেন্ট জোসেফ চার্চ গীর্জায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে দিবসটির শুভ সুচনা করা হয়। এসময় গীর্জার ফাদার গর্ডন ডায়েস যিশুখ্রিস্টের গুণকীর্তন করে প্রার্থনা করেন। পরে সংগীতানুষ্ঠান উপভোগ করেন সকলে। এতে খ্রিস্টান ধর্মাবলম্বী শিশু কিশোরসহ অর্ধশতাধিক লোক অংশ নেন। গীর্জা প্রাঙ্গণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা ছিল লক্ষনীয়।এদিকে বড়দিন সম্পর্কে জানতে চাইলে গর্ডন ডায়েস বলেন, প্রভু যিশুখ্রিস্টের যে বাণী ‘ভালোবাসো মানুষকে’ এ কথাটি এই দিনে নবায়ন করা হয়, নতুন করে দীক্ষা ও প্রতিজ্ঞা নেয়া হয় যে ভালোবাসার শক্তি সবাইকে এক করে তোলে, আর হিংসা বিদ্বেষ বিচ্ছেদ এনে দেয়, বড়দিনে উপসনালয়ে যিশু বিশ্ববাসীরা নিজেদের অন্তরকে নবীকরণ করে সকলের সঙ্গে ভালো আচার, ব্যবহার ও কার্যক্রমের প্রতিজ্ঞা নেন বলে জানান গীর্জার ফাদার।




কমলনগরে ৪ জলদস্যু আটক

লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মতিহাট ইলিশ ঘাট সংলগ্ন মেঘনায় নদী থেকে ৫ জেলে অপরহণ করে পালিয়ে যাওয়ার সময় ৪ জলদস্যু কে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। রবিবার (২৪ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো, লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের ৯ নং ওর্য়াডের মোঃ শাহে আলম (৪৫), জামাল (২৮), তারেক (৩০), শিপন (২৮)। এ সময় অপহৃত জেলেদের উদ্ধার করা হয়। এর আগে শনিবার সন্ধ্যায় রামগতির চরগজারিয়া এলাকার মেঘনা নদীতে মাছ শিকারে গেলে দস্যুদের হামলার শিকার হন জেলেরা। উদ্ধারকৃত জেলে আনু মাঝি ও জুয়েল জানান, মাছ শিকারে গেলে হঠাৎ ১০/১২ জনের এক দল জলদস্যু তাদেরসহ ৫টি মাছ ধরার ট্রলারে আক্রমন করে।
এ সময় ট্রলার গুলোতে থাকা মাছ, জাল, সোলার প্যানেল, তেলসহ আনুমানিক ২০ লাখ টাকার বিভিন্ন সরঞ্জমাদি লুট করে তারা। একই সঙ্গে তাদেরকেসহ ৫ জন জেলেকে অপহরণ করে ব্যবহৃত মুঠোফোন থেকে পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপন দাবী করে। রবিবার সকালে স্থানীয় মতির হাট মাছ ঘাটে দস্যুদের ট্রলার থামিয়ে মাছ বিক্রি করতে আসলে লোকজনের উপস্থিতি টের পেয়ে চিৎকার করেন অপহৃতরা। এ সময় স্থানীয়রা ৪ জলদস্যুকে আটক করে পুলিশ খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।




কমলনগরে ছাত্রলীগের হামলায় ছাত্রদল নেতা আহত

নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরের কমলনগরে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলা করেছে ছাত্রলীগ। এতে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সহ-সভাপতি মো. রাশেদ আহত হয়েছে। শুক্রবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার করইতলা বাজারে এ হামলার ঘটনা ঘটে।
আহত রাশেদের ভাই সেলিম জানান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু রামগতি থেকে ঢাকা ফেরার পথে কমলনগরের করইতলা বাজারে পৌঁছলে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা তার সাথে সাক্ষাত করেন। বাবুকে বিদায় দেওয়ার পর হঠাৎ করে ছাত্রলীগ নেতাকর্মীরা ছাত্রদলের ওপর হামলা করে। এতে ছাত্রদল নেতা রাশেদ আহত হয়। পরে করইতলা বাজার কমিটির লোকজন পরিস্থিতি স্বাভাবিক করেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. মাঈন উদ্দিন বলেন, কে বা কারা ছাত্রদলের নেতাকর্মীর ওপর হামলা করেছে; বিষয়টি আমার জানা নেই।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আলমগীর হোসেন বলেন, বিষয়টি আমি অবগত নয়। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।