বাংলাদেশে আসা হচ্ছে না নোরা ফাতেহির

আগামী ১৮ নভেম্বর ‘গ্লোবাল অ্যাচিভার অ্যাওয়ার্ড ২০২২’ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসার কথা ছিল বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির। তবে তাকে এই আয়োজনে অংশগ্রহন করার জন্য অনুমতি দেয়নি সরকার।

আজ সোমবার সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ খালেদ হোসেন স্বাক্ষরিত পরিপত্রে এ বিষয়ে জানানো হয়েছে। এতে বলা হয়, ‘বৈশ্বিক অবস্থার প্রেক্ষিতে দেশে বৈদেশিক মুদ্রার মজুত সুসংহত রাখার লক্ষ্যে উইমেন লিডারশিপ করপোরেশন ঢাকার ব্যবস্থাপনায় আগামী ১৮ নভেম্বর ২০২২ তারিখে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গ্লোবাল অ্যাচিভার অনুষ্ঠানে ভারতীয় অভিনেত্রী নোরা ফাতেহিকে অংশগ্রহণের অনুমতি প্রদান করা যাচ্ছে না। ’




জেলা পরিষদ নির্বাচনে বিজয়ী সৈকত মাহমুদ সামছু

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ

  ব্যাপক উৎসাহ উদ্দীপনা, প্রশাসনিক কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে লক্ষ্মীপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে তালা প্রতিক নিয়ে বিশাল ভোটে বিজয় লাভ করেন রামগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক, প্রাক্তন জেলা পরিষদের সদস্য সৈকত মাহমুদ সামছু। সকাল ৮টা থেকে শুরু হয় দুপুর ২টা পর্যন্ত চলে ভোট গ্রহন। ভোট গননা শেষে সৈকত মাহমুদ সামছু ১৩৫ ভোটে পেযে নির্বাচিত হোন তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি সাবেক উপজেলা যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন ভোট পেয়েছেন ১০ ভোট।

দরবেশপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ ইয়াছিন আলম, ইছাপুর ইউনিয়ন পরিষদের মেম্বার বিল্লাল হোসেন, ফারুক হোসেন, ভাটরা ইউনিয়ন পরিষদের মেম্বার ইয়াসিন আরাফাত ওয়াসিম, আলী আশ্রাফ মেম্বার জানান, সৈকত মাহমুদ সামছু তফসিল ঘোষণার পূর্বে থেকে ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন। আওয়ামীলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সমর্থন আদায়ে চেষ্টা করছেন।

বিজয়ী প্রার্থী সৈকত মাহমুদ সামছু বলেন, এ বিজয় রামগঞ্জ উপজেলার সবগুলো জনপ্রতিনিধি ভোটারদের বিজয়। এ বিজয় আমার নহে এ বিজয় সমস্ত উপজেলার জেলা পরিষদের ভোটারদের। তিঁনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন লক্ষ্মীপুর -১ রামগঞ্জ সংসদীয় আসনের এমপি ড. আনোয়ার হোসেন খাঁন এমপিকে, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মনির হোসেন চৌধুরী, মেয়র বীরমুক্তি যোদ্ধা আবুল খায়ের পাটোয়ারী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার,কাউন্সিলরদেরকে। জেলা পরিষদ থেকে রামগঞ্জ জনসাধারণের কল্যাণে কাজ করে সাফল্য মাধ্যমে আমার এ বিজয় স্বার্থকতা ফিরে আসবে।




নিবন্ধন পেতে ইসিতে এবি-পার্টির আবেদন

সংসদ নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধন পেতে আবেদন জমা দিয়েছে আমার বাংলাদেশ পার্টি।

আজ সোমবার (১৭ অক্টোবর) নির্বাচন ভবনে দলটির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী আবেদনটি ইসির উপ-সচিব মো. আব্দুল হালিম খানের কাছে জমা দেন।

আবেদন জমা দেওয়ার পর তিনি জানিয়েছেন, আমরা মোট ৪৫ হাজার ডকুমেন্ট ইসিতে জমা দিয়েছি। নিবন্ধন পেতে যত শর্ত আছে সব পূরণের চেষ্টা করেছি।

এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু জানান, জামায়াত কিংবা সরকার কারো আনুগত্যে নেই এবি পার্টি।

এবি পার্টির নেতারা বলেন, নির্বাচন কমিশনের প্রদত্ত শর্তানুযায়ী দলের গঠনতন্ত্র, প্রস্তাবিত পতাকা ও প্রতীক, কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা ও মালিকানা বা ভাড়ার দলিল বা চুক্তিপত্র, কেন্দ্রীয় কমিটি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির তালিকা, ন্যূনতম   এক তৃতীয়াংশ (২২টি) জেলা কমিটি, ১০০টি উপজেলা কমিটি, ১০০টি উপজেলার ন্যূনতম ২০০ করে অর্থাৎ সর্বমোট ২২ হাজার নিবন্ধিত ভোটার সদস্যের তালিকা, তাদের ভোটার নম্বর ও দলে যোগদানের প্রমাণ পত্র, জেলা ও উপজেলা মিলিয়ে ১২২টি দলীয় অফিসের ঠিকানা ও মালিকানা বা ভাড়ার দলিল বা চুক্তিপত্র, দলের ব্যাংক হিসাব ও সর্বশেষ লেনদেনের স্থিতিসহ সব প্রামান্য দলিল জমা দেওয়া হয়েছে।

চলতি মাসের ২৯ তারিখ পর্যন্ত নতুন দলগুলো নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। ইতোমধ্যে ২০টির মতো দল আবেদন করেছে বলে জানা যায়।




৪৭ রানে ৭ উইকেট হারালো বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে নিজেদের হারিয়ে খুঁজছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে একের পর এক উইকেট হারিয়ে হারের পথে এগোচ্ছে টাইগাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫০ রান।

রান তাড়ায় ব্যাটিংয়ে নেমে ১২ রানেই উইকেট হারান নাজমুল হাসান শান্ত। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। সৌম্য সরকার ১ রান করে ফেরেন মুজিব উর রহমানের বলে। এরপর ব্যাট করতে নামা সাকিব আল হাসান ১ ও আফিফ হোসাইন ০ রানে পরপর দুই বলে উইকেট হারান।  একপ্রান্তে থিতু হয়ে থাকা মিরাজকে সঙ্গ দিতে নেমে কিছুক্ষণ টিকে থাকেন নুরুল হাসান সোহান। ৮ বলে ১৩ রান করে তিনিও বিদায় নেন ফরিদ আহমেদের বলে। এরপর মিরাজও আর থিতু হতে পারেননি। ৩১ বলে ১৬ রান করে নাভিন উল হকের শিকার হন তিনি।

সোমবার (১৭ আগস্ট) ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ১৬০ রানের সংগ্রহ পায় আফগানিস্তান।




করোনায় আরও ১ জনের মৃত্যু, শনাক্ত ৩৮৯

করোনাভাইরাসের আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৪০২ জনে। এ সময় আরও ৩৮৯ জনের দেহে করোনা শনাক্ত হয়।

সোমবার (১৭ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ৮৮২টি করোনা পরীক্ষাগারে মোট পাঁচ হাজার ৬৪১টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় মোট পাঁচ হাজার ৬২৫টি নমুনা। পরীক্ষায় আরও ৩৮৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩২ হাজার ৮৩২ জনে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার দাঁড়িয়েছে শতকরা ৬ দশমিক ৯২ ভাগ।

এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬০ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ১৫ ভাগ। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৫ ভাগ।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হন ৬৪৪ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ লাখ ৭৪ হাজার ৮৫২ জনে।




আয়ারল্যান্ডকে ১৭৫ রানের টার্গেট দিল জিম্বাবুয়ে

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছে আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে। হোবার্টে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় আইরিশরা। শুরুতে ভালো বোলিং করলেও মিডেল ওভারে সিকান্দার রাজার ঝড়ো ইনিংসে বড় সংগ্রহ পায় জিম্বাবুয়ে।

অলরাউন্ডার রাজার ৪৮ বলে ৮২ রানের দুর্দান্ত ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৪ রানের করে ক্রেইগ আরভিনের দল।

Details coming soon…




TI Siraj-ud-Daula's fearless role in resolving traffic congestion in Noakhali

মো. বদিউজ্জামান  ( তুহিন), নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর শহর মাইজদীতে একদিকে   যত্রতত্র গাড়ি পার্কিং অন্যদিকে ভ্রাম্যমান দোকান বসিয়ে ফুটপাত দখল এবং ফোরলেন সড়ক নির্মানাধীন থাকার কারণে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে।
এছাড়াও ব্যাটারিচালিত অটোরিকশার   কারনে যানজট আরও তীব্র হয়ে উঠছে। এসময় নোয়াখালীর ট্র্রাফিক বিভাগের   ইন্সপেক্টর   হিসেবে যোগদান করেন  সিরাজ-উদ-দৌলা। নোয়াখালী পুলিশ সুপার শহীদুল ইসলাম পিপিএম এর দিকনির্দেশনায় নোয়াখালীর   সড়ককে  যানজট মুক্ত করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। প্রতিদিন তাকে রাস্তা থেকে   যানজট নিরসনসহ ট্রাফিক বিভাগে দায়িত্বরত সার্জেন্ট ও কনস্টেবলদের দিক নির্দেশনা দিতে দেখা যায়। এর আগে নোয়াখালীর ট্রাফিক বিভাগের দায়িত্বরত টিআইগণকে যানজট   নিরসনে এমন ভূমিকায় দেখা যায় নি।
নোয়াখালী পুলিশ সুপার শহীদুল ইসলাম পিপিএম  এর দিকনির্দেশনা টিআই সিরাজ-উদ-দৌলা যোগদানের পর থেকে নোয়াখালী শহরের যানজটের দৃশ্য বদলাতে শুরু করে। যানজটের বিষয়ে সিএনজি চালক আকবর বলেন এখন আগের মতো সড়কে যানজট হয়না, আমরাও যত্রতত্র গাড়ি পার্কিং করিনা। বাসচালক বাবুল   বলেন,সোনাপুর থেকে ছেড়ে আসা বাস মাইজদী শহরে ঢুকলে যানজটের কারনে আমরা বের হতে পারতাম না। এখন ট্রাফিক পুলিশের কারনে বের হতে তেমন একটা বেগ পেতে হয় না।   এ বিষয়ে ট্রাফিক ইন্সপেক্টর(টিআই) সিরাজ-উদ-দৌলা বলেন, নোয়াখালী শহরে যানজট মুক্ত করতে প্রতিদিন হিমসিম খাচ্ছি। তারপরও আমরা প্রাণপণ চেষ্টা করে যাচ্ছি নোয়াখালী  শহরকে যানজট মুক্ত   করতে।
একাজে সবার সহযোগিতা পেলে শতভাগ যানজট মুক্ত একটি পরিচ্ছন্ন শহর উপহার দিতে পারব।বর্তমান ট্রাফিক পুলিশের   কর্মকান্ডের ব্যাপক প্রশংসা   কুড়িয়েছে   নোয়াখালী সুধী মহলে। জেলা শহরের   পরিবেশবিদ্  প্রতিভ দাস বলেন,   টিআই   সিরাজ-উদ-দৌলার পরিচ্ছন্ন পুলিশিং কার্যক্রমে সড়কে শৃঙ্খলা ফিরেছে। এক্ষেত্রে পুলিশের   পাশাপাশি পৌর মেয়র এবং রাজনীতিবিদদের   সমন্বিত সহযোগিতায় শতভাগ যানজটমুক্ত নোয়াখালী উপহার দেওয়া সম্ভব।



Attempt to evict Hindu family in Ramganj through threats

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের উত্তর নোয়াগাঁও গ্রামের ধুপিবাড়ির ৪/৫ টি পরিবারের হিন্দু সম্প্রদায়ের লোকজনকে উচ্চেদের চেষ্টা চালিয়ে আসছে যশোরের বসবাসকারী নুরুল হক। সে যশোরে অবস্থান করলেও নোয়াগাঁও গ্রামের মোহাম্মদ আলী ও তার ভাড়াটিয়া লোকজন প্রতিনিয়ত হিন্দু সম্প্রদায়ের লোকজনকে হয়রানি করে আসছে যেন তারা নিজ বাড়িঘর সম্পত্তি ছেড়ে অন্যত্রে চলে যায়।
প্রায় তিন একর ছিয়াশি শতাংশ সম্পত্তি মধ্যে ১ একর সাড়ে ৯৪ শতক সম্পত্তির মধ্যে নুরুল হক ১৯৬৭ সালের বায়নাচুক্তির একটি কাগজ দেখিয়ে নিজকে মালিক দাবি করে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে উচ্ছেদের জন্য হয়রানি করে আসছে।
অথচ উক্ত সম্পত্তির ডিএস,এমাআর ও আরএসসহ সকল রেকর্ডপত্র গোপাল দাস ও তার পূর্বপুরুষগনের নামেই রয়েছে।

রবিবার ১৬ অক্টোবর ২০২২ইং সরজমিন গেলে ভুক্তভোগী পরিবারের লোকজন ও স্হানীয় লোকজন জানান, একটি প্রভাবশালী গ্রুপ হুমকী-ধামকী আর ভাড়াটিয়া লোকজন দিয়ে মাদকের নেশার আখড়া বসিয়ে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ধুপী বাড়ি থেকে কয়েকটি সনাতন ধর্মাবলম্বী পরিবারকে উচ্ছেদের পায়তারা করা হচ্ছে বলে অভিযোগ করেন গোপাল দাসসহ ঐ বাড়ির লোকজন। সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিয়ে জনৈক বাদী নুরুল হকের পক্ষ নিয়ে স্থানীয় মোহাম্মদ আলী লোকবল নিয়ে ওই হুমকী-ধামকী আর মাদক ও নেশার আখড়া চালিয়ে আসছেন বলে জানিয়েছেন ভূক্তভোগী পরিবারের লোকজন। এমতাবস্থায় পরিবার গুলোর নারী শিশু সদস্যরা দৈনন্দিন চলাচলসহ পুকুরে গোসল করা দূরহ হয়ে পড়েছে।

জানাযায়, উক্ত সম্পত্তি নিয়ে নুরুল হক ১ একর সাড়ে ৯৪ শতক সম্পত্তি নিজ মালিকানা দাবি করে ১৯৯২ইং সালে লক্ষ্মীপুর আমলি আদালতে একটি মামলা দায়ের করে যাহা ১৯৯৭ইং বাদীর আরজি যথাযথ নয় বলে খারিজ করে দেয়। ঐ বছরই উক্ত মামলা লক্ষ্মীপুর জজকোর্টে বাদী আপিল করেন, যাহা ১৯৯৮ইং সালে নিম্ন আদালতের রায় বহাল রেখে মামলাটি পূনরায় খারিজ করে দেয়। বর্তমানে মামলাটি হাইকোর্টে চলমান রয়েছে।

ভুক্তভোগী গোপাল দাস আরো বলেন, দীর্ঘ বেশ কয়েকযুগ থেকে আমরা বংশনুক্রমে উক্ত সম্পত্তিতে বসবাস ও ভোগদখল করে আসছি। হঠাৎ গত ত্রিশ বছর থেকে নুরুল হক একটি বায়না চুক্তি নিয়ে মোহাম্মদ আলী ও তার ভাড়াটিয়া লোকজন আমাদের অযথা হয়রানি করে আসছে।

অভিযুক্ত মোহাম্মদ আলী বলেন, উক্ত সম্পত্তি নিয়ে হাইকোর্টে মামলা চলমান। রায়ের পরই বলা যাবে এই সম্পত্তি কার? অপরদিকে মামলার বাদীর কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই। এজন্য আদালত যে সিদ্ধান্ত দিবে সেটাই আমরা মেনে নিবো।




Those who won the district council elections

In the Laxmipur Zilla Parishad election, Monirul Islam Ripu won the general member post of Kamalnagar (Ward No. 5) by getting 46 votes (lock). His rival candidate Gias Uddin Molla (Water Tap) received 45 votes, while the other candidate Faisal Ahmed Ratan (Elephant) received 25 votes. Monirul Islam Ripu was elected by getting 01 more votes privately.

Meanwhile, in Ramgati Upazila (Ward No. 4), Mejbah Uddin (VP Helal) received 63 votes each for the general member post (electric fan) and Amjad Hossain (lock) received 44 votes each. Mejbah Uddin (VP Helal) was elected privately by getting 19 more votes.

Among the reserved (Ward No. 2) female candidates (Football), Sharmin Jahan Orin was elected unofficially, receiving 146 votes each.

Md. Anwar Hossain Akand, the returning officer for the District Commissioner and District Council elections, confirmed the matter.




Severe floods in Nigeria: Death toll exceeds 600

নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় ৬০০ জনেরও বেশি মানুষ মারা গেছেন। দেশটির সরকারি কর্মকর্তারা এমন তথ্য জানিয়েছেন। তারা জানিয়েছেন যে এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশটি।

নাইজেরিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রী বলেছেন, ‘নাইজেরিয়ায় সাম্প্রতিক বন্যা একটি অপ্রতিরোধ্য প্রাকৃতিক দুর্যোগে পরিণত হয়েছে।

অনেক রাজ্য সতর্কতা সত্ত্বেও এমন ভয়াবহ বন্যার জন্য সঠিকভাবে প্রস্তুত ছিলো না। পশ্চিম আফ্রিকার দেশটিতে এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ বন্যায় ৬০০ জনেরও বেশি মানুষ মারা গেছেন। প্রায় ১৩ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং দু’লাখের বেশি বাড়ি ধ্বংস হয়েছে। নভেম্বরের শেষ পর্যন্ত বন্যা অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।‘

দেশটিতে গ্রীষ্মের শুরুতে বন্যা হওয়ার পর থেকে সেখানকার চাষের জমির বড় একটি অংশ ধ্বংস হয়ে গেছে। এছাড়া সেখানে রোগের বিস্তারের বিষয়ে আশঙ্কা রয়েছে এবং খাদ্য ও জ্বালানি সরবরাহও ব্যাহত হয়েছে।

রোববার একটি সংবাদ সম্মেলনে নাইজেরিয়ার মানবিক বিষয় ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী সাদিয়া উমর ফারুক দেশটির স্থানীয় কর্তৃপক্ষকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী লোকদের সরিয়ে নেওয়ার আহ্বান জানান।

তিনি আরো জানান, কর্তৃপক্ষ ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের খাদ্য ও অন্যান্য সহায়তা দিচ্ছে। সমন্বিত প্রচেষ্টা এবং প্রাথমিক সতর্কতা সত্ত্বেও অনেক রাজ্য সরকার বন্যার জন্য প্রস্তুতি নেয়নি।’