নেত্রকোণায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি:

আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২। দিবসটি উদযাপন উপলক্ষ্যে শনিবার জেলা প্রশাসন ও বি আর টিয়ের আয়োজনে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সকালে শহরের মোক্তারপাড়া মাঠ থেকে একটি বনার্ঢ্য র‍্যালি বের হয়ে মোক্তারপাড়া মগড়া নদীর ব্রিজ পার হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দিবসটির উদ্যেশ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আব্দুল্লাহ আল মনসুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো.ফয়েজ আহমেদ, সিভিল সার্জন ডা. মো সেলিম মিঞা।

সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা বিআরটিএ সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) আব্দুর রশিদ। এছাড়াও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিআরটিএ ও অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ, মোটরযান মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক প্রতিনিধিগণসহ বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




National Road Day-2022 celebrated in Narsingdi

Md. Mobarak Hossain, Narsingdi Correspondent:

“আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো নরসিংদীতেও জাতীয় সড়ক দিবস-২০২২ উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মাহমুদাবাদ রাজিউদ্দিন আহমেদ রাজু উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও বিআরটিএ নরসিংদী সার্কেলের আয়োজনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও বিআরটিএ নরসিংদীর ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট বোর্ডের সভাপতি এ এস এম ইবনুল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান। প্রধান অতিথি বলেন, দুর্ঘটনা রোধে সবচেয়ে বেশি দায়িত্ব আমাদের নিজেদের। আমরা যদি যার যার অবস্থান থেকে আরোও সচেতন হই তাহলে দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব হবে।

আমরা অফিস আদালতে অথবা স্কুল কলেজে যাবার জন্য সময় নিয়ে বের হবো এবং তাড়াহুড়ো করে গাড়ী চালাবনা। দ্রুত পৌছানোর চেয়ে নিরাপদে গন্তব্য পৌছাবো। এসময় আরোও উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই নরসিংদী জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।




নোয়াখালীতে নিরাপদ সড়কের দাবিতে শোভাযাত্রা ও আলোচনা সভা

মো. বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ

আইন মেনে সড়কে চলি নিরাপদে ঘরে ফিরি এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ সড়ক পরিবহন কতৃপক্ষ (বিআরটিএ) নোয়াখালী সার্কেলের আয়োজনে এক বণ্যাঢ্য শোভাযাএা ২২অক্টোবর সকাল ১০ টায় নোয়াখালী ডিসি কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।পরে ডিসি কার্যালয়ের সভা কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোর্ওাহীন বিল্লাহ। বক্তব্য রাখেন জেলার বিআরটিএ সার্কেল সহকারী পরিচালক ইন্জিনিয়ার উসমান সরওয়ার আলম।

বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার। বক্তব্য রাখেন নোয়াখালী জেলা মালবাহী ট্রাক,ট্রাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মোঃ আবুল বাহার আরো উপস্থিত ছিলেন সুধারাম থানার ট্রাফিক ইন্সপেক্টর সিরাজ উদ্দৌলা।উপস্থিত ছিলেন জেলার বর্ষীয়ান সাংবাদিক দৈনিক বাংলাদেশ সমাচার ও পল্লী নিউজ এর বিশেষ প্রতিনিধি মোঃবদিউজ্জামান তুহিন, দৈনিক বিজয় বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি ও স্বদেশ কন্ঠ প্রতিদিনের চট্টগ্রাম ডিভিশনাল চীফ রিপোর্টার মোঃরিয়াজুল সোহাগ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃনাজিমুল হায়দার।




অ্যালেন-কনওয়ে ঝড়ে ২০০ রানের পুঁজি নিউজিল্যান্ডের

সিডনিতে তাসমান পারের দুই দেশের মধ্যে বিশ্বকাপের মূল পর্বের লড়াই শুরু হয়েছে আজ। টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ওপেনাররা উড়ন্ত সূচনা করে। চতুর্থ ওভারেই ওপেনার ফিন অ্যালেনের তান্ডবে দলীয় অর্ধশতক পূরণ করে ফেলে কিউইরা। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বোলাররা সুবিধা আদায় করতে পারেনি। পুরো ইনিংস জুড়ে কেন উইলিয়ামসনদের দাপট দেখেছে এসসিজির দর্শকেরা। নির্ধারিত ২০ ওভার শেষে ডেভন কনওয়ের ৯২ রানের ইনিংসে ৩ উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ পেয়েছে নিউজিল্যান্ড।

বিস্তারিত আসছে…..  




Clear up: deep in the sea, Go Ban

আন্দামান সাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে বলে জানায় আবহাওয়া অধিদফতর। এটি আরও ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানায় সংস্থাটি।

এছাড়াও চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে পরবর্তী নির্দেশনা সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেইসঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়।

এদিকে গতকাল শুক্রবার (২১ অক্টোবর) রাতে ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়াবিদ মো. বজুলুর রশিদ জানান, আন্দামান সাগর এবং তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে।

তিনি আরও বলেন, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী দুই দিনে বাংলাদেশের উপকূলীয় এলাকায় আবহাওয়া পরিস্থিতির অবনতি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। গতকাল সন্ধায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সন্দ্বীপে ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও রাজধানীর তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।




খুলনায় বিএনপির সমাবেশ জড়ো হচ্ছে হাজার হাজার মানুষ!

বিভাগীয় গণসমাবেশ ঘিরে রাজনৈতিক মাঠে উত্তেজনা এখন তুঙ্গে। চট্টগ্রাম ও ময়মনসিংহের পর আজ শনিবার খুলনায় গণসমাবেশ করতে যাচ্ছে বিএনপি।

দুপুর ২টায় শহরের সোনালী ব্যাংক চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশ সামনে রেখে গতকাল শুক্রবার সকাল থেকে খুলনায় শুরু হয়েছে পূর্বঘোষিত পরিবহন ধর্মঘট। তবে দলটির সমর্থকরা ওসব পাত্তা না দিয়ে সমাবেশ স্থলে জড়ো হতে শুরু করেছে।

বেশির ভাগ নেতা–কর্মী ট্রেনে ও ট্রলারে করে সমাবেশের আগের রাতেই সমাবেশস্থলে হাজির হন। রাতে উপস্থিত নেতা–কর্মীরা সমাবেশস্থলের রাস্তায় আর ফুটপাতে প্লাস্টিকের বস্তা, পাটি পেতে ঘুমিয়েছেন।

সকালেও অনেকেকে সেখানে ঘুমিয়ে থাকতে দেখা গেছে। দলের বিভিন্ন নেতার পক্ষ থেকে সকালের নাশতা দেওয়া হচ্ছে।

Details coming soon…




43 arrested in police raid in Dhaka!

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৩ জনকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। ডিএমপির বিভিন্ন থানায় গ্রেপ্তারদের বিরুদ্ধে ৩৪টি মামলা করা হয়েছে।

আজ শনিবার (২২অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ফারুক হোসেন এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৬৩১ পিস ইয়াবা, ২৬ গ্রাম ৩০ পুরিয়া হেরোইন, ২ কেজি ৪৪০ গ্রাম ২৫০ পুরিয়া গাঁজা ও ২০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা  হয়েছে বলেও তিনি জানান।




ময়মনসিংহে হকার্স মার্কেটের আগুন নিয়ন্ত্রণে

ময়মনসিংহ নগরীর গাঙ্গিনারপাড় এলাকায় হকার্স মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয় ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

 শনিবার (২২ অক্টোবর) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট। তাদের চেষ্টায় সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি আগুন নিভে সকাল ১০টার দিকে।

জানা যায়, সকাল পৌনে ৯টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দুইটি দোকানের সব মালামাল পুড়ে গেছে। এছাড়া আশপাশের বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন।




যুবদল নেতা দিদার হত্যা মামলার আসামি একযুগ পর গ্রেফতার!

লক্ষ্মীপুরে যুবদল নেতা শিক্ষানবিশ আইনজীবী দিদারুল আলম হত্যার একযুগ পর মো. হিরন ভূঁইয়া নামে এক আসামিকে গ্রেফতার করেছেন পুলিশ।

গতকাল শুক্রবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের মির্জাপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন  বিষয়টি জানিয়েছেন। হিরন একই এলাকার ভূঁইয়া বাড়ির রফিক উল্যা ভূঁইয়ার ছেলে।

মামলা সূত্র জানায়, ২০১২ সালের ৩০ অক্টোবর জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল খায়ের ভূঁইয়া ও খালেদা জিয়ার সাবেক প্রধান নিরাপত্তা সমন্বয়কারী কর্নেল (অব.) আবদুল মজিদের অনুসারীদের মধ্যে উত্তর হামছাদী ইউনিয়নের কালিবাজার এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।

ওইদিন সংঘর্ষে দিদার নিহত হন। এ ঘটনায় পরদিন দিদারের স্ত্রী রেহানা আক্তার বাদী হয়ে কর্নেল মজিদসহ ২৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

আজ শনিবার (২২ অক্টোবর) সকাল ৮টার দিকে লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান জানান, দিদার হত্যা মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

ওসি মোসলেহ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হত্যা মামলার আসামি হিরনকে গ্রেফতার করা হয়েছে। তিনি থানা পুলিশ হেফাজতে রয়েছে।




Today's game on T-Sports

বাংলাদেশের প্রথম স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস। দেশের খেলাধুলার পাশাপাশি এই চ্যানেল সার্বক্ষণিকভাবে সম্প্রচার করে যাচ্ছে বিভিন্ন ক্রীড়া ইভেন্ট।

আজ টি স্পোর্টসে যা দেখতে পারবেন…

ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপ
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড

সরাসরি, দুপুর ১টা

ইংল্যান্ড-আফগানিস্তান
সরাসরি, বিকেল ৫টা