লক্ষ্মীপুরে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী, এক দিনে ভর্তি ১০

 জেলায় এ মৌসুমে ১০ জন শিশুসহ ১৩৯ জন রোগীর ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে মঙ্গলবার (১ নভেম্বর) সদর হাসপাতালে ১০ জন রোগী ভর্তি হোন। ৩ জন শিশুসহ ১৪ জন রোগী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

সরেজমিনে দেখা যায় হাসপাতালে ইসমাইল হোসেন আলম (৫২), কুশাখালির কাঠালি গ্রামের সোহাগ (২১) জেলা শহরের আল হেকমা একাডেমি মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র তৌহিদুর রহমান ইমতিয়াজ (১২), রায়পুরের আফরিন জাহান (৫), সদরের ভবানীগঞ্জের আবু তালহা (৫) ও আবদুল কাদের লাবিবসহ (২৫) বিভিন্ন বয়সী ১৪ জন নারী-পুরুষকে চিকিৎসা নিতে দেখা যায়।

ডেঙ্গু আক্রান্ত ইমতিয়াজের মা শারমিন আক্তার জানান, মাদ্রাসার আবাসিকে থেকে ইমতিয়াজ পড়ালেখা করে। সেখানে জ্বরে আক্রান্ত হয়ে কয়েকবার বমি করেছিল। জানতে পেরে তাকে এনে হাসপাতালে পরীক্ষা করিয়েছি। পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানা গেছে, লক্ষ্মীপুরে এ মৌসুমে ১৩৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ১৩২ জন সদর হাসপাতালে ও ৭ জন কমলনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। শুধুমাত্র অক্টোবর মাসেই ৬৯ জন রোগী সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। সদর হাসপাতালে ৪ জন শিশুসহ ১৪ জন রোগীকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন জানান, গত ১ মাসে সদর হাসপাতালে ৬৯ জন রোগী ভর্তি হয়েছেন। এতে কয়েকজন শিশুও ছিল। অধিকাংশ রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।

লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন (সিএস) আহম্মদ কবির জানান, ডেঙ্গু মশাবাহিত রোগ। মশার কামড় থেকে এ রোগটি ছড়ায়। মশা নিয়ন্ত্রণ ও এডিস মশা ধ্বংসে আমরা জেলা প্রশাসক ও পৌর মেয়রের সঙ্গে সভা করেছি। এ ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে। ঘুমানোর সময় মশারি ব্যবহার করতে হবে।




শাওমির যে ফোনে মাত্র ৯ মিনিটে ফুল চার্জ

শাওমি তাদের রেডমি সিরিজে নতুন এক গুচ্ছ স্মার্টফোন এনেছে। নোট ১২ সিরিজে ফোনগুলো এসেছে। এর মধ্যে একটির মডেল রেডমি নোট ১২আই হাইপার চার্জ। এই ডিভাইসটিতে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এছাড়াও এতে সুপারফাস্ট চার্জিং প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। এতে ১২০ ওয়াটের ফাস্ট চার্জার দিয়েছে চীনের কোম্পানিটি

চীনে এই ফোনের দাম শুরু হয়েছে ২০৯৯ ইয়েন থেকে। শাওমি যে ফোনগুলিতে সুপারফাস্ট চার্জিং ব্যবহার হয় সেই ফোনগুলো হাইপার চার্জ সিরিজে লঞ্চ করেছে।

এই ফোনটি মাত্র ৯ মিনিটে ফুল চার্জ হবে। ডিভাইসটিতে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি ওলিড ডিসপ্লে। এই ফোনের ডিসপ্লেতে রয়েছে এইচডিআর ১০ প্লাস সাপোর্ট। এই ফোনে শক্তি জোগাবে মিডিয়াটেক ডায়মেনসিটি ১০৮০ মডেলের চিপসেট।

ফোনটি কেনা যাবে ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ। ডিভাইসটি চলবে হালনাগাদ অ্যানড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে। সঙ্গে থাকবে শাওমির নিজস্ব ইউজার ইন্টারফেস।




বেগমগঞ্জ উপজেলা  চেয়ারম্যানের ছেলে ইমরান নূর রফির উন্নয়ন কাজ পরিদর্শন

Md. Badiuzzaman (Tuhin), Noakhali Correspondent:

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহনাজ বেগমের নির্দেশে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’র স্বপ্নের গ্রাম কে শহরে রূপান্তরিত করতে বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহনাজ বেগম এর নির্দেশে

জমিদারহাট বাজারের সাধারণ ব্যবসায়ীদের নিয়ে সরজমিনে বাজারের বিভিন্ন সমস্যা পর্যবেক্ষন এবং পরিদর্শন করেন সাবেক জেলা ছাত্রলীগ নেতা উপজেলা চেয়ারম্যান শাহনাজ বেগমের সুযোগ্য সন্তান ইমরান নূর রফি

ইনশাআল্লাহ অচিরেই বাজার উন্নয়ন এর কাজগুলো সম্পন্ন হবে।




বলিউড বাদশাহ শাহরুখের জন্মদিন আজ

বলিউড বাদশাহ শাহরুখ খানের ৫৭তম জন্মদিন আজ। ১৯৬৫ সালের ২ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে জন্ম তার। নব্বইয়ের দশকে বলিউডে পা রাখার পর তিন দশকের চলচ্চিত্র ক্যারিয়ারে পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা আর সাফল্য। জন্মদিনে অসংখ্য ভক্ত ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন এই অভিনেতা।

শাহরুখ খান, অভিনয়ের প্রতি ভালোবাসা, নিষ্ঠা আর সাফল্যে পৌঁছেছেন শীর্ষস্থানে। হয়েছেন বলিউডের বাদশাহ।

মঞ্চ নাটকে অভিনয়ের হাতেখড়ি শাহরুখের। ক্যারিয়ার শুরু করেন ১৯৮৮ সালে টিভি সিরিয়ালে অভিনয় দিয়ে। ‘দিওয়ানা’ ছবির মাধ্যমে অভিষেক হয় বড় পর্দায়।




নভেম্বরের এলপিজির দাম পুনঃনির্ধারণ আজ

চলতি বছরের নভেম্বর মাসের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম পুনঃনির্ধারণ করা হবে আজ বুধবার (২ নভেম্বর)।

মঙ্গলবার (১ নভেম্বর) রাতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নির্দেশক্রমে জানানো যাচ্ছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত নভেম্বর ২০২২ মাসের সৌদি সিপি অনুযায়ী নভেম্বর মাসের জন্য ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজি’র মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের আদেশ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি ২ নভেম্বর বুধবার বিকেল ৩টায় কমিশন কর্তৃক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ঘোষণা করা হবে।

একইসঙ্গে নভেম্বর ২০২২-এর সৌদি সিপি অনুযায়ী নভেম্বর ২০২২ মাসের জন্য ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজি’র মূল্য সমন্বয় সংক্রান্ত কমিশনের আদেশ কমিশনের ওয়েবসাইট www.berc.org.bd এ আপলোড করা হবে।




Voting underway in over 100 upazilas, municipalities and UPs

উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ শতাধিক স্থানীয় সরকার নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এদিন সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে পৌরসভার নির্বাচনে সিসি ক্যামেরা থাকবে। ঢাকা থেকে নির্বাচন কমিশন ভোট মনিটরিং করছে। শতাধিক নির্বাচনের মধ্যে সাতটি উপজেলা, চার পৌরসভা, ১৯ ইউনিয়ন পরিষদে (ইউপি) সাধারণ, ১১ ইউপিতে চেয়ারম্যান পদে, স্থগিত ১ ইউপিতে (মৃত্যুজনিত কারণ) এবং ৫৮ ইউপিতে বিভিন্ন পদে উপনির্বাচন হবে।

নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান জানিয়েছেন, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন। কেন্দ্রে পৌঁছে গেছে ভোটের উপকরণ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ভোটের এলাকায় অবস্থান নিয়েছে।

যেসব ইউপিতে নির্বাচন:
বুধবার ১৯ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাধারণ নির্বাচনের অনুষ্ঠিত হচ্ছে। সেগুলো হলো- জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়তারা ও তুলসীগঙ্গা, কুষ্টিয়া সদরের জিয়ারথী ও কাঞ্চনপুর, মিরপুরের চিথলিয়া ও ধুবইল, জামালপুরের মেলান্দহের আদ্রা ও ফুলকোচা, ঢাকার দোহার উপজেলার রাইপাড়া।

মাহমুদপুর ও সুতারপাড়া, নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ও পাঁচগ্রাম, সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং, গোয়াইনঘাট, পূর্ব জাফলং ও মধ্য জাফলং, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর।

অন্যদিকে লালমনিরহাট সদরের বড়বাড়ী, বগুড়ার শাজাহানপুরের আশেকপুর, যশোর সদরের আরবপুর, বাগেরহাট সদরের রাখালগাছি, মোল্লারহাটের উদয়পুর, খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর, পটুয়াখালীর মির্জাগঞ্জের আমড়াগাছিয়া, টাঙ্গাইলের গোপালপুরের নগদা শিমলা, নেত্রকোনার মদনের নায়েকপুর, মানিকগঞ্জের হরিরামপুরের সুতালড়ী, কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল ও মুন্সীগঞ্জের গজারিয়ার হোসেন্দী ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচনও অনুষ্ঠিত হবে।

যেসব পৌরসভায় নির্বাচন:
চট্টগ্রাম, জামালপুর, দিনাজপুর ও সিলেট জেলায় মোট চারটি পৌরসভায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। পৌরসভাগুলো হলো- চট্টগ্রামের ফটিকছড়ি, জামালপুরের হাজরাবাড়ী, দিনাজপুরের পার্বতীপুর ও সিলেটের বিশ্বনাথ পৌরসভা।

সাত উপজেলা:
তিন উপজেলায় সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সেগুলো হলো- চট্টগ্রামের কর্ণফুলি, সুনামগঞ্জের জগন্নাথপুর ও সিলেটের ওসমানীনগর। এছাড়া নেত্রকোনা সদর উপজেলা, কুড়িগ্রামের রৌমারী ও চিলমারী এবং কুষ্টিয়ার খোকসা উপজেলায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ করা হচ্ছে।




উপসচিব হলেন ২৫৯ কর্মকর্তা

প্রশাসনে উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন ২৫৯ জন কর্মকর্তা। সিনিয়র সহকারী সচিব থেকে তাদের এ পদে পদোন্নতি দিয়ে মঙ্গলবার (০১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক দু’টি প্রজ্ঞাপন জারি করা হয়।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ১০ জন বিদেশের বিভিন্ন দূতাবাসে কর্মরত আছেন। তাদের পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। পরে তাদের পদায়ন করা হবে।

এবার প্রশাসন ক্যাডারের ১৯৩ জন কর্মকর্তা এ পদে পদোন্নতি পেয়েছেন। এছাড়া অন্যান্য ক্যাডার থেকে উপসচিব হয়েছেন ৬৬ কর্মকর্তা।

সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদের পদোন্নতির ক্ষেত্রে মূল বিবেচ্য বিষয় ছিলো বিসিএস ২৮তম ব্যাচ। এছাড়া এর আগের পদোন্নতি বঞ্চিত বিভিন্ন ব্যাচের কর্মকর্তারাও উপসচিব পদে পদোন্নতির তালিকায় এসেছেন বলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা যায়।




Hundreds of local government elections today

সাতটি উপজেলা, চারটি পৌরসভাসহ স্থানীয় সরকারের শতাধিক নির্বাচন আজ বুধবার (২ নভেম্বর) অনুষ্ঠিত হবে। এর মধ্যে পৌরসভার নির্বাচনে সিসি ক্যামেরা থাকবে।

ঢাকা থেকে নির্বাচন কমিশন ভোট মনিটরিং করবে। শতাধিক নির্বাচনের মধ্যে সাতটি উপজেলা, চার পৌরসভা, ১৯ ইউনিয়ন পরিষদে (ইউপি) সাধারণ, ১১ ইউপিতে চেয়ারম্যান পদে, স্থগিত ১ ইউপিতে (মৃত্যুজনিত কারণ) এবং ৫৮ ইউপিতে বিভিন্ন পদে উপনির্বাচন হবে। এদিন সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান জানিয়েছেন, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন। কেন্দ্রে পৌঁছে গেছে ভোটের উপকরণ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ভোটের এলাকায় অবস্থান নিয়েছে।




টসে জিতে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে

টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামছে জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডস। বিশ্বকাপের মূল পর্বে এসে এখনও কোনো ম্যাচ জিততে পারেনি ডাচরা।

অ্যাডিলেডে দিনের প্রথম ম্যাচে সকাল দশটায় মাঠে নামবে দুই দল। ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভাইন।

Details coming soon…




ইউএস ট্রেড শোর সেরা প্যাভিলিয়নের পুরস্কার পেল স্কিন কেয়ার ব্র্যান্ড সিওডিল

সদ্য সমাপ্ত ইউএস ট্রেড শোর সেরা প্যাভিলিয়নের পুরস্কার জিতেছে স্কিন কেয়ার ব্র্যান্ড সিওডিল। মেলার শেষ দিনে নৈশভোজ সভায় সেরা প্যাভিলিয়নের পুরস্কারটি ঘোষণা করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হ্যাস।

উল্লেখ্য, মার্কিন সহকারী বাণিজ্যমন্ত্রী অরুণ ভেঙ্কেটেরমন সিওডিলের প্যাভিলিয়ন উদ্বোধন করার পরপরই শুরু হয় ক্রেতা সাধারণের ভিড়। পাশাপাশি ডার্মাটোলজিস্টদের জন্যও আকর্ষনীয় এই প্যাভিলিয়নটি ছিল ব্যতিক্রম। সরাসরি স্কিন বিশেষজ্ঞদের কাছ থেকে মতামত গ্রহণ করতে পেরেছেন মেলায় আগত দর্শনার্থীরা। বিশেষ আকর্ষণ ছিল স্কিন এনালাইজার। চিত্র নায়িকা বর্ষাসহ সেলিব্রেটিরা তাদের স্কিন এনালাইজ করেন।

ঢাকার হোটেল সোনারগাঁওয়ে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ আয়োজিত এই প্রদর্শনীতে প্রথম বারের মত অংশ নিয়েছে আমেরিকান স্কিন কেয়ার ব্র্যান্ড সিওডিল। বিশিষ্ট ডার্মাটোলজিস্ট ও উজ্জ্বলার স্কিন ফ্যাকাল্টি ড. শারমিনা হক বলেন, স্কিন এ·পার্টসদের দ্বারা ফরমুলেটেড এই ব্র্যান্ড ইতোমধ্যেই বিশ্বজুড়ে ভোক্তাদের মন জয় করেছে। আমেরিকান এই ব্র্যান্ড অ্যাকনি, এজিং, ড্রাইনেসসহ স্কিনের যাবতীয় সমস্যা সমাধানের পাশাপাশি ভোক্তাদের উদ্বুদ্ধ করছে নিজের ত্বক সম্পর্কে সচেতন হতে । সিওডিল এর স্কিন ক্যালকুলেটর এবং স্কিন অ্যানালাইজার ত্বকের ধরণ নির্ধারণে দারুণ কার্যকর। যার মাধ্যমে যে কেউ নিজের ত্বকের ধরণ সম্পর্কে জেনে, সমস্যা সমাধানে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। তিনি বলেন, সিওডিলের পণ্যগুলো সব ধরণের ত্বকের উপযোগী, তাই বাংলাদেশীদের জন্য এটা খুবই ইতিবাচক।

সংশ্লিষ্টরা জানান, সিওডিল ব্র্যান্ড গ্রনবার্গ ল্যাবরেটরিজ এলএলসি, ইউএসএ ও রিমার্ক এলএলসি, ইউএসএ’র যৌথ প্রয়াস। পণ্যের গুণগতমান বজায় রাখতে উৎপাদন থেকে প্যাকেজিংয়ে নেয়া হয়েছে বাড়তি ও সতর্কতা। ত্বকের জন্য নিরাপদ ও কার্যকরী উপাদান বেছে নিয়ে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে উৎপাদিত হয়েছে সিওডিল ব্র্যান্ড এর প্রতিটি পণ্য। এই ব্র্যান্ড এর প্রতিটি লাইন আপ এমনভাবে সাজানো যাতে করে ভোক্তা তার প্রয়োজনীয় পণ্যটি বেছে নিতে পারেন সহজেই।

অ্যান্টি-এজিং, অ্যান্টি-অ্যাকনি, ময়েশ্চারাইজিং, ব্রাইটেনিং লাইনসহ এই ব্র্যান্ডে আরও আছে এক্সফোলিয়েটর টোনার এবং বায়োটিন থিকেনিং শ্যাম্পু।

বিখ্যাত ইনফ্লুয়েন্সার আয়েশা আক্তার তোশি বলেন, “আমি অনেকদিন ধরে অ্যাকনি সমস্যায় ভুগছিলাম। অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট ব্যবহার করলেও প্রবলেমটা কিছুতেই সলভ হচ্ছিল না। সিওডিল অ্যান্টি-অ্যাকনি লাইন আপ ইউজ করার পর আমার স্কিন এখন কমপ্লিটলি অ্যাকনি ফ্রি। আসলে ত্বকের যেকোনো সমস্যা সমাধানে ডার্মাটোলজিস্ট অ্যাপ্্রুভড ব্র্যান্ড শুড বি দ্য ফার্স্ট চয়েস।”