মহাকাশ উৎক্ষেপণের সফল পরীক্ষা চালিয়েছে ইরান

সফলভাবে স্যাটেলাইট ক্যারিয়ার গাইম-১০০ কে প্রথম সাবঅরবিটাল (নিম্নকক্ষপথ) পর্যায়ে পরীক্ষা করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। শনিবার তারা এ সফল পরীক্ষা সম্পন্ন করে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এসব তথ্য জানায়।

আইআরজিসি এরোস্পেস ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির হাজী হাজিজাদেহসহ ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের উপস্থিতিতে পরীক্ষাটি চালানো হয়েছিল।

গাইম-১০০ হলো একটি স্যাটেলাইট লঞ্চার যা আইআরজিসি এরোস্পেস বিজ্ঞানীদের দ্বারা তৈরি করা হয়েছে। এ স্যাটেলাইট ক্যারিয়ারে তিনটি ধাপে কঠিন জ্বালানি ব্যবহার করা হয়েছে। এটা স্যাটেলাইটকে পৃথিবীর পৃষ্ঠ থেকে ৫০০ কিলোমিটার ওপরের কক্ষপথে স্থাপন করতে পারবে।

এটা উৎক্ষেপণের সময় পাশে থাকা সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় হাজিজাদেহ বলেন, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের নাহিদ স্যাটেলাইটটিকেও একটি গাইম-১০০ লঞ্চার দিয়ে কক্ষপথে রাখা হবে।




ইভিএমে নেওয়া দুই বছর আগের ভোট পুনর্গণনা, একই ফলাফল পেল ইসি

ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি ওয়ার্ডের ইলেকট্রনিক ভোটিং মেশিনের ফলাফল পুনর্গণনা করে একই ফলাফল পাওয়া গেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনী ট্রাইব্যুনালের নির্দেশে এই ভোট ফের গণনা করা হয়।

ইসি জানিয়েছে , প্রথমবারের মতো এমন ভোট পুনর্গণনার ফলাফল প্রমাণ করে ইভিএমে ভোটগ্রহণ করা হলেও তা পুনর্গণনা করা যায়।

রোববার (৬ নভেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান এ তথ্য জানান।

নির্বাচন কমিশনের যুগ্মসচিব (পরিচালক জনসংযোগ) এস এম আসাদুজ্জামান জানান, গত ২০২০ সালের ১ ফেব্রুয়ারিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভোটগ্রহণ ইভিএমে অনুষ্ঠিত হয়। কিন্তু গত ৫ নভেম্বর নির্বাচনী ট্রাইব্যুনালের আদেশে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬নং সাধারণ ওয়ার্ডের ভোট পুনর্গণনা করা হয়েছে।




সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচ জিতলেই সেমিফাইনালে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।

অ্যাডিলেডে ম্যাচটি শুরু হবে সকাল দশটায়। ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। এই গ্রুপে দুই দলের পয়েন্টই চার। তাই ম্যাচটি যারাই জিতবে তারাই চলে যাবে আসরের শেষ চারে। আজকের ম্যাচে তিনটি পরিবর্তন আনা হয়েছে টাইগার একাদশে। শরিফুল ইসলাম, ইয়াসির আলী রাব্বি ও হাসান মাহমুদকে বাইরে রেখে দলে আনা হয়েছে সৌম্য, নাসুম আহমেদ ও ইবাদত হোসেনকে।

বাংলাদেশ একাদশ

নাজমুল শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মোসাদ্দেক সৈকত, নাসুম আহমেদ , নুরুল হাসান সোহান, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।




কোম্পানীগঞ্জে মোশাররফ ফজিলাতুন্নেসা ফাউন্ডেশন এর উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মোঃ বদিউজ্জামান  ( তুহিন), নোয়াখালী প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল  কাদেরের  পিতা মাতার নামে মোশাররফ ফজিলাতুন্নেসা ফাউন্ডেশন বৃত্তি  পরীক্ষা ২০২২ কোম্পানীগঞ্জের বসুরহাট  এ. এইচ. সি সরকারি  উচ্চ বিদ্যালয়ে  ৫ (শনিবার) নভেম্বর  অনুষ্ঠিত হয়েছে ।
হল পরিদর্শন করেন কোম্পানীগঞ্জের মাটি ও মানুষের নেতা বসুরহাট  পৌরসভার বার বার নির্বাচিত মেয়র সেতুমন্ত্রী  ওবায়দুল  কাদেরের  ছোট ভাই আবদুল  কাদের  মির্জা সহ এলাকার গুণীজন । 



তজুমদ্দিনে ৫১তম সমবায় দিবস পালিত

রুবেল চক্রবর্তী, ভোলা প্রতিনিধি:

বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তজুমদ্দিন সমবায় বিভাগ উপজেলার আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে।

শনিবার (০৫ নভেম্বর) দিবসটি উপলক্ষে সকাল ১১টার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের সাথে নিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন শেষে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভায় সমাবেত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন দুলাল ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দিন পোদ্দার, কহিনুর বেগম শিলা উপজেলা সমবায় কর্মকর্ত আবদুল জব্বার।

এসময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায় অফিসের স্টাফ, স্থানীয় গণ্যমান ব্যক্তিবর্গ, উপজেলার বিভিন্ন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি/সম্পাদক ও সদস্য, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ প্রমুখ।




এবার এক ট্রলারে এলো ৯৫ মণ ইলিশ, ১২ লাখে বিক্রি

Md. Badiuzzaman (Tuhin), Noakhali Correspondent:
এবার বঙ্গোপসাগরে এক ট্রলারে ৯৫ মণ ইলিশ ধরা পড়েছে। মাছগুলো নিলামে ১১ লাখ ৮৭ হাজার টাকায় বিক্রি হয়েছে। এতে আনন্দিত জেলেরা। শুক্রবার (৪ নভেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হাতিয়ার চেয়ারম্যান ঘাটের মেঘনা ফিশিংয়ে এসব ইলিশ বিক্রি করা হয়।

জানা গেছৈ, ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে ভোলার ২২ জন জেলেকে নিয়ে বঙ্গোপসাগরে যায় এফবি হাসান নামে একটি ট্রলার। পাঁচদিন মাছ ধরে তারা হাতিয়ার চেয়ারম্যান ঘাটে আসেন। শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হাতিয়ার চেয়ারম্যান ঘাটের মেঘনা ফিশিংয়ে এসব ইলিশ বিক্রি করা হয়। ১২ হাজার ৫০০ টাকা মণে এসব মাছ ১১ লাখ ৮৭ হাজার টাকায় বিক্রি করেন জেলেরা।

ট্রলারের মালিক কামাল কোম্পানির ছেলে মো. রায়হান বলেন, দরিয়ায় মাছ আছে। নিষেধাজ্ঞার পর ভালো মাছ মিলছে। ২২ জন জেলে মিলে আমরা ৯৫ মণ ইলিশ পেয়েছি। এভাবে ইলিশ মিললে জেলেদের সুখের দিন আসবে।

ট্রলারের সারেং জহির উদ্দিন মাঝি বলেন, একসঙ্গে এতো মাছ আমরা পাই না। যখন মাছ কম হয় তখন আমাদের লোকসান হয়। আবার যখন ভালো মাছ পাই, তখন লাভ হয়। জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় আমাদের হিমশিম খেতে হয়।

ফেনী জেলা থেকে ঘুরতে আসা আরিফুল ইসলাম আকাশ বলেন, অনেক ইলিশ মাছ একসঙ্গে দেখিনি। এতো ইলিশ দেখে আমার ঘুরতে আসা স্বার্থক হয়েছে।

মেঘনা ফিশিংয়ের ম্যানেজার মো. হাবিব ভূঁইয়া বলেন, এফবি হাসান নামক ট্রলারে ৯৫ মণ ইলিশ মিলেছে। নদীতে মাছ ধরা পড়ায় ইলিশের সঙ্গে জড়িত সবাই উপকৃত হচ্ছেন। সবার মাঝে আনন্দের জোয়ার বইছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম হোসেন বলেন, নিষেধাজ্ঞাকালে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করেছি। তার সুফল মিলছে এই ইলিশ পাওয়ার খবরে। আশা করি জেলেরা লাভবান হবেন।

এর আগে বৃহস্পতিবার (৩ নভেম্বর) এফবি রায়হান- নামে একটি ট্রলারে ১১৭ মণ ইলিশ পান জেলেরা। মাছগুলো নিলামে ১৪ লাখ ৫৬ হাজার টাকায় বিক্রি করা হয়।




সেমির লড়াইয়ে টসে হেরে বোলিংয়ে ইংল্যান্ড

টি টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। শেষ চারের টিকিট পেতে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই জস বাটলারদের।

সিডনিতে দুপুর দুটায় মুখোমুখি হবে এই দুই দল। ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। মূল পর্বে এখন পর্যন্ত মাত্র দুটি ম্যাচে জয় পেয়েছে  শ্রীলঙ্কা। চার পয়েন্ট নিয়ে আছে টেবিলের চার নম্বর স্থানে।

ইংল্যান্ড একাদশ:
জস বাটলার (উইকেটরক্ষক, অধিনায়ক), অ্যালেক্স হেলস, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, হ্যারি ব্রুক, বেন স্টোকস, স্যাম কারান, ডেভিড মালান, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড

শ্রীলঙ্কা একাদশ:
পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), ধনাঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, মহেশ থিকশানা, লাহিরু কুমারা, কাসুন রাজিথা।




বিএনপির সমাবেশে যাওয়ার পথে কার্গোচাপায় যুবকের মৃত্যু

মইনুল আবেদীন খান,বরগুনা প্রতিনিধিঃ

বিএনপির-সমাবেশে-যাওয়­ার-পথে-কার্গোচাপায়-য­ুবকের-মৃত্যুসগীর মিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে।
চিকিৎসক মো. শামসুজ্জোহা শামস বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বুকের বাম পাশে এবং মাথার বাম দিকে জখমের চিহ্ন রয়েছে।’

বিএনপির বরিশাল বিভাগীয় মহাসমাবেশে যোগ দেয়ার পথে কার্গোচাপায় এক যুবক নিহত হয়েছেন।

বরগুনা সদর উপজেলার ললটোলা ইউনিয়নের বিষখালী নদীর নলটোনা পয়েন্টে শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

নিহত ২৬ বছর বয়সী সগীর মিয়া নলটনা ইউনিয়নের গর্জন বুনিয়া এলাকার ইদ্রিস মিয়ার ছেলে।

বিএনপির সমাবেশে যোগ দিতে পানিতে চলাচলকারী কার্গোতে ওঠার সময় কার্গো ও নৌকার চাপে পৃষ্ট হয়ে মারা যান ওই যুবক।

নলটোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কবির জানান, বিএনপি সমর্থিত নলটোনা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুজ্জামান মাহফুজ নলটোনা থেকে বরিশাল বিভাগীয় মহাসমাবেশে লোক নিতে কার্গো ঠিক করে রাখেন। ওই কার্গোটি পাথরঘাটা থেকে ছেড়ে বিষখালী নদীর নলোটোনা পয়েন্টে ভেড়ার সময় সেখানে থাকা একটি নৌকা সরাতে গিয়ে কার্গো ও নৌকার চাপে পিষ্ট হয়ে সগীর মিয়া আহত হন। পরে লোকজন ধরাধরি করে তাকে তীরে তুললে সেখানেই সগীরের মৃত্যু হয়।

বরগুনা জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. শামসুজ্জোহা শামস বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বুকের বাম পাশে এবং মাথার বাম দিকে জখমের চিহ্ন রয়েছে।’

বরগুনার সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, ‘আমরা যতটুকু শুনেছি, বিভাগীয় মহাসমাবেশে যোগ দিতে পাথরঘাটা থেকে একটি কার্গো ছেড়ে এসেছিল। ললটোলা থেকে আরও লোকজন নেয়ার জন্য সেটি তীরে ভেড়ার সময় সগীর মিয়া নামের এক ব্যক্তি কার্গোর চাপায় আঘাতপ্রাপ্ত হয়। পরে তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।’

বরগুনা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মেদ আরো বলেন, ‘এ ঘটনায় পরিবারের কেউ এখনো থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে।’




রাজিবপুরে জাতীয় সমবায় দিবস পালিত

সাব্বির মামুন, কুড়িগ্রাম সংবাদদাতাঃ

বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন এই প্রতিপাদ্যকে আলোকে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় জাতীয় সমবায় দিবস উদযাপন করেছে উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয় ও সমবায়ী বৃন্দ।

৫ নভেম্বর২২(শনিবার) বেলা সাড়ে ১১ টায় জাতীয় ও সমবায় সমিতির পতাকা উত্তলন করে দিবসটির কর্মসূচি শুরু হয়।পরে একটি মিছিল বের করে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কোরআন তেলাওয়াত মাধ্যমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় কর্মকর্তার সঞ্চালনায় ও
উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাসান সাদিক মাহমুদের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সমবায় সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামিলীগের সভাপতি আব্দুল হাই সরকার,উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা আমিন ও সাংবাদিকবৃন্দসহ প্রমুখ।

বক্তব্য বক্তাগণ বলেন,এই দেশকে উন্নয়ন করতে গেলে সমবায়ের কোনো বিকল্প নেই।আমরা সমবায় পদ্ধতিতে গোটা উপজেলাকে পরিবর্তন করতে পারি।শুধু তাই নয় আমরা সমবায় পদ্ধতি ব্যবহার করে গ্রামকে শহরে পরিনত করতে পারি।




বিশ্বের ১’শ প্রভাবশালী জলবায়ু যোদ্ধার তালিকায় দুই বাংলাদেশী

জুনাইদ আল হাবিব-

জলবায়ু সংকট নিয়ে ভাবেন এবং সংকট উত্তরণে কাজ করেন, বিশ্বব্যাপী এমন ১০০ প্রভাবশালী ক্লাইমেট ইনফ্রুয়েন্সারের তালিকায় স্থান পেয়েছে দুই বাংলাদেশির নাম। এদের একজন ব্রিটিশ বাংলাদেশি বিজ্ঞানী ড. সালিমুল হক এবং অন্যজন উপকূল সাংবাদিকতা নিয়ে বিশ্বব্যাপি কাজ করা বাংলাদেশী সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু।

এই তালিকায় রয়েছে জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস, বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া মটলে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইয়াং ক্লাইমেট একটিভিস্ট গ্রেটা থুনবার্গ, সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিদের নাম।
শুক্রবার (৪ নভেম্বর) রাতে তালিকাটি প্রকাশ করে বৃটেনের অলাভজনক সংস্থা ‘এপলিটিক্যাল ফাউন্ডেশন’। এ বছর ৬ থেকে ১৮ নভেম্বর মিশরের শার্ম আল-শেখে অনুষ্ঠিতব্য ২৭তম জাতিসংঘ জলবাযু সম্মেলন (কপ২৭ বা কনফারেন্স অব পার্টিজ) সামনে রেখে তালিকাটি প্রকাশ করা হয়েছে।

তালিকাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগে শুক্রবার রাতে সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে বলে এপলিটিক্যাল ফাউন্ডেশন ই-মেইল পেয়েছেন বলে জানিয়েছেন।

তালিকা প্রকাশকারী সংস্থা এপলিটিক্যাল ফাউন্ডেশন থেকে ড. সালিমুল হকের অবদান প্রসঙ্গে বলা হয়, ড. সালিমুল হক ‘বাংলাদেশ সেন্টার ফর ক্লাইমেট চেইঞ্জ এন্ড ডেভলপমেন্ট’-এর পরিচালক। তিনি বৈশ্বিক জলবায়ু প্রশমন এবং অভিযোজন নিয়ে শক্ত ভূমিকার জন্য সুপরিচিত। তিনি জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তঃসরকার প্যানেলের প্রধান লেখক। তিনি মহাকাশ নিয়ে অসংখ্য প্রতিবেদন এবং নিবন্ধ প্রকাশ করেছেন এবং বার্টনি পুরস্কারে ভূষিত হয়েছেন। তার কাজ জলবায়ু পরিবর্তনের অভিযোজন বিজ্ঞানে অসামান্য অবদানের স্বীকৃতি দেয়।
রফিকুল ইসলাম মন্টুর অবদান প্রসঙ্গে তালিকা প্রকাশকারী সংস্থা বলেছে, উপকূলীয় জলবায়ু সাংবাদিকতা এবং ফটোগ্রাফির জন্য বিশ্ব ব্যাপী সুপরিচিত বাংলাদেশী সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু। তিনি বাংলাদেশের ডুবে যাওয়া উপকূলীয় জনগোষ্ঠীর উপর জলবায়ু পরিবর্তনের উদ্ভাসিত প্রভাব নথিভুক্ত করার জন্য নিখুঁত, অবিচ্ছিন্ন লিখে যাচ্ছেন এবং ফটোগ্রাফি করছেন। তার কাজ কপ-২৬ এ জলবায়ু অভিযোজনের জন্য জরুরী যোগাযোগের অবিচ্ছেদ্য অংশ ছিল।

যে সকল সংস্থা, গোষ্ঠী এবং ব্যক্তি নিজ উদ্যোগে জলবায়ু সমাধান খুঁজে বের করেছে এবং বাস্তবায়নে কঠোর পরিশ্রম করেছে তাদের তালিকা করা হয়েছে। এ তালিকাটি গ্রিন ফাইন্যান্স থেকে আদিবাসী ভূমি সক্রিয়তা পর্যন্ত, এই তালিকাটি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সংগ্রামে সাফল্য অর্জনকারী ব্যক্তিদের কে উৎসাহিত করবে।
সংস্থাটি বলেছে, প্রত্যেক দেশের সরকার জলবায়ু কর্মের অগ্রভাগে রয়েছে। কিন্ত এ তালিকা প্রকাশের লক্ষ্য জলবায়ু নীতিনির্ধারকদের প্রোফাইল বাড়ানো। এই তালিকাটি গ্লোবাল সাউথ এবং তৃণমূল প্রচারাভিযানের কণ্ঠস্বর সহ জলবায়ু কর্মের নায়কদের উপরও দৃষ্টি নিবদ্ধ করে।
কপ-২৭ হল জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসি) কনফারেন্স অব দ্য পার্টির ২৭তম সভা। এই বার্ষিক সভাটি বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সমন্বিত পদক্ষেপ গ্রহনের উদ্দেশে আলোচনায় বসতে ইউএনএফসিসি কনভেনশনের ১৯৮ জন সদস্যকে একত্রিত করে থাকে।
বৈঠকে, বিভিন্ন দেশের প্রতিনিধিরা জলবায়ু পরিবর্তন প্রশমন জলবায়ু পরিবর্তনের কারণে পরিবেশগত প্রভাবগুলির সাথে অভিযোজন, জীবাশ্ম জ্বালানি ব্যবহার থেকে সরে আসা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবের সাথে মানিয়ে নিতে আরো দুর্যোগ সহনশীল হবার ক্ষেত্রে সম্ভাব্য সহায়তার পথ চিহ্নিত করার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়ে থাকে।