Rape of daughter after beating parents in Subarnachar, case registered at police station, 2 arrested
মোঃ বদিউজ্জামান ( তুহিন),নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বাবা-মাকে মারধর করে ঘরের বাইরে আটক রেখে মেয়েকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে।
সোমবার (৭ নভেম্বর) রাতে ওই কিশোরীর মা বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে উপজেলার চরজব্বার থানায় মামলাটি দায়ের করেন। এ ঘটনায় পুলিশ মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন—পশ্চিম চর মজিদের হাসান আহম্মদের ছেলে মোয়াজ্জেম হোসেন (৩৫) ও মফিজুর রহমানের ছেলে দিদার হোসেন (৩০)।
সুবর্ণচরের পশ্চিম চর মজিদ আশ্রয়ণ প্রকল্প এলাকায় গত রোববার রাতে স্থানীয় একদল সন্ত্রাসী ভুক্তভোগীদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। সন্ত্রাসীরা গৃহকর্তা ও তার স্ত্রীকে ঘর থেকে বের করে বেদম মারধর করে। এক পর্যায়ে ঘরে থাকা তাদের মেয়েকে দুইজন পালাক্রমে ধর্ষণ করে। পরে ৯৯৯ নম্বরে ফোন দিলে চরজব্বার থানার পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
চরজব্বার থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন জানান, মামলার এজাহারে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে। রাতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত মোয়াজ্জেম হোসেন ও দিদার নামে ২ আসামিকে গ্রেফতার করে পুলিশ। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।