The football of the week remains two, in a tight fight

সিরি আ: লড়াই চ্যাম্পিয়নস লিগের

২২ এপ্রিল মিলান ডার্বিতে এসি মিলানকে ২-১ গোলে হারিয়ে সিরি আ নিশ্চিত করে ইন্টার মিলান। এরপর আরও একটি ম্যাচ খেলেছে সিমোন ইনজাগির দল, তুরিনোর বিপক্ষে ম্যাচটিতে জিতেছে ২-০ ব্যবধানে। ইন্টার জয়ের মধ্যে থাকলেও সিরি আ-তে অন্য দলগুলো এতটা ছন্দে ছিল না গত সপ্তাহে।

এসি মিলান টানা দুই ম্যাচে ড্র করেছে, ড্র করেছে জুভেন্টাস, বোলোনিয়া আর রোমাও। এ বছর উয়েফার প্রতিযোগিতাগুলোয় ভালো করায় আগামী বছরের চ্যাম্পিয়নস লিগে ইতালির পাঁচটি দলের অংশগ্রহণ নিশ্চিত হয়ে গেছে। এখন পাঁচে থাকা রোমার পেছনে লড়াইয়ে আছে আতালান্তা (৫৭ পয়েন্ট) ও লাৎসিও (৫৫ পয়েন্ট)।

বুন্দেসলিগা: লেভারকুসেন অপরাজিতই

বুন্দেসলিগার ট্রফি জেতার পর লেভারকুসেনের লক্ষ্য এখন মৌসুমজুড়ে অপরাজিত থাকা। যে ধারা গত সপ্তাহেও বজায় রেখেছে জার্মান ক্লাবটি। বুন্দেসলিগায় স্টুটগার্টের বিপক্ষে হারতে হারতে ড্র করেছে লেভারকুসেন। প্রথম এক ঘণ্টার খেলায় ২-০ গোলে পিছিয়ে থাকার পর ৬১ মিনিটে একটি আর ৯৬ মিনিটে দ্বিতীয় গোল শোধ করে অপরাজিত-ধারা ধরে রেখেছে জাবি আলোনসোর দল।

শনিবার রাতে লা হাভরেকে হারাতে পারলে মাঠেই জয় উৎসব করতে পারত পিএসজি। কিন্তু ৩-৩ ড্র করায় সেটি হয়নি। তবে পরের রাতে দ্বিতীয় স্থানে থাকা মোনাকো লিঁওর কাছে হারতেই শিরোপা নিশ্চিত হয়ে যায় লুইস এনরিকের দলের। এ নিয়ে সর্বশেষ ১৩ আসরের ১০টিতেই লিগ আঁ জিতল পিএসজি।

প্রিমিয়ার লিগ: ত্রিমুখী লড়াই এখন দ্বিমুখী

প্রিমিয়ার লিগে শিরোপাজয়ের দৌড়ে দীর্ঘদিন শীর্ষে ছিল লিভারপুল। ম্যানচেস্টার সিটি আর আর্সেনাল তাদের পিছু নেওয়ায় লড়াইটা হয়ে উঠেছিল ত্রিমুখী। তবে গত সপ্তাহে শিরোপা-দৌড় থেকে অনেকটাই ছিটকে পড়েছে লিভারপুল। এ সময়ে এভারটন ও ওয়েস্ট হামের মাঠে নেমে দুটিতেই পয়েন্ট খুইয়েছে ইয়ুর্গেন ক্লপের দল। এভারটনের কাছে ২-০ আর ওয়েস্ট হামের সঙ্গে ২-২ ড্র করার পর লিভারপুলের পয়েন্ট দাঁড়িয়েছে ৩৫ ম্যাচে ৭৫।

সমান ম্যাচ খেলে আর্সেনালের পয়েন্ট ৮০, আর এক ম্যাচ কম খেলে সিটির পয়েন্ট ৭৯। এ সময়ে আর্সেনাল চেলসিকে ৫-০ আর টটেনহামকে ৩-২ গোলে হারিয়েছে। সিটি নটিংহাম ফরেস্টকে ২-০ ব্যবধানে হারানোর আগে ব্রাইটনকে হারায় ৪-০ গোলে। প্রিমিয়ার লিগ থেকে এ সপ্তাহে অবনমন নিশ্চিত হয়েছে শেফিল্ড ইউনাইটেডের। আর চ্যাম্পিয়নশিপ থেকে পরের মৌসুমে লিগ খেলা নিশ্চিত করেছে ২০১৫-১৬ আসরের চ্যাম্পিয়ন লেস্টার সিটি।

লা লিগা: একটুর অপেক্ষা রিয়াল মাদ্রিদের

৩৬তম লিগ শিরোপা জয় থেকে অল্প দূরে রিয়াল মাদ্রিদ। গত সপ্তাহে রিয়াল সোসিয়েদাদকে ১-০ গোলে হারানো রিয়ালের পয়েন্ট এখন ৩৩ ম্যাচে ৮৪, সমান ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা জিরোনার পয়েন্ট ৭১, আর বার্সেলোনার ৩২ ম্যাচে ৭০। বার্সেলোনার ৩৩তম ম্যাচটি আজ রাতে।

ভ্যালেন্সিয়ার বিপক্ষে এই ম্যাচে বার্সা হারলে বা ড্র করলে রিয়াল শিরোপা জয়ের আরও কাছে চলে যাবে। সে ক্ষেত্রে ৪ মে কাদিজকে হারাতে পারলেই চ্যাম্পিয়ন হবে রিয়াল। আর বার্সেলোনা যদি ভ্যালেন্সিয়ার বিপক্ষে জিতে যায়, রিয়ালকে কাদিজের বিপক্ষে জয়ের পর একই দিনের জিরোনা-বার্সা ম্যাচের ফলের অপেক্ষায় থাকতে হবে।

লা লিগা: একটুর অপেক্ষা রিয়াল মাদ্রিদের

৩৬তম লিগ শিরোপা জয় থেকে অল্প দূরে রিয়াল মাদ্রিদ। গত সপ্তাহে রিয়াল সোসিয়েদাদকে ১-০ গোলে হারানো রিয়ালের পয়েন্ট এখন ৩৩ ম্যাচে ৮৪, সমান ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা জিরোনার পয়েন্ট ৭১, আর বার্সেলোনার ৩২ ম্যাচে ৭০। বার্সেলোনার ৩৩তম ম্যাচটি আজ রাতে।

ভ্যালেন্সিয়ার বিপক্ষে এই ম্যাচে বার্সা হারলে বা ড্র করলে রিয়াল শিরোপা জয়ের আরও কাছে চলে যাবে। সে ক্ষেত্রে ৪ মে কাদিজকে হারাতে পারলেই চ্যাম্পিয়ন হবে রিয়াল। আর বার্সেলোনা যদি ভ্যালেন্সিয়ার বিপক্ষে জিতে যায়, রিয়ালকে কাদিজের বিপক্ষে জয়ের পর একই দিনের জিরোনা-বার্সা ম্যাচের ফলের অপেক্ষায় থাকতে হবে।




Mushfiq-Mahmudullah did not really want to play the match of female umpire

কথাটা তাহলে কে বলেছেন? কে বলেছেন মোহামেডান ও প্রাইম ব্যাংক লিমিটেড কিংবা মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহরা নারী আম্পায়ার সাথিরা জাকিরের পরিচালনায় ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে চাননি?

কাল সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে ও সব জায়গায় খোঁজ নিয়ে অভিযোগটা অমূলকই মনে হয়েছে। ২৫ এপ্রিল মিরপুরে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগের আলোচিত ম্যাচের দুই ক্লাব, খেলোয়াড়, বিসিবির লিগ পরিচালনাকারী বিভাগ সিসিডিএম—সব পক্ষই বলেছে, এ রকম কোনো আপত্তি ম্যাচের আগে বা ম্যাচ চলাকালেও তোলা হয়নি।

যোগাযোগ করা হলে প্রথম আলোকে মুশফিকুর রহিম বলেছেন, ‘আমি বা আমাদের কোনো খেলোয়াড় এ নিয়ে কোনো প্রশ্ন তুলিনি এবং কোনো আপত্তিও জানাইনি। আমি বরং এটা দেখে খুবই আনন্দিত হয়েছি যে একজন নারী আম্পায়ার এত দূর এসেছেন এবং আমাদের দেশ থেকে তিনি আইসিসির প্যানেল আম্পায়ার হয়েছেন। এ জন্য আমি তাঁকে অভিনন্দনও জানিয়েছি।’

মুশফিক বলেছেন, দুই ক্লাবের পক্ষ থেকে যদি কিছু বলা হয়েও থাকে, সেটা সাথিরা জাকির নারী আম্পায়ার বলে নন, তা হতে পারে এ রকম বড় ম্যাচে লিগে কারও অন ফিল্ড আম্পায়ার হিসেবে অভিষেক হচ্ছে দেখে। ‘তিনি মেয়ে বলে নন, এই ম্যাচে একজন পুরুষ আম্পায়ারের অভিষেক হলেও হয়তো প্রশ্নটা উঠত,’ বলেছেন জাতীয় দলের এই ক্রিকেটার।

মাহমুদউল্লাহরও বক্তব্য একই। চট্টগ্রাম থেকে কাল রাতে মুঠোফোনে জাতীয় দলের এই ক্রিকেটার হতাশ কণ্ঠে বলেন, ‘ম্যাচ শেষে আমি তো ওনাকে (সাথিরা জাকির) আরও অভিনন্দন জানালাম! সাধুবাদ জানিয়ে বলেছি, “খুব ভালো আম্পায়ারিং করেছেন।” আমি মুশফিক, তামিম…আমরা এত বছর ধরে ক্রিকেট খেলছি, সবাই নিশ্চয়ই বুঝবেন, আমরা এ রকম কিছু করার মানুষ নই। তারপরও কী চিন্তা করে এসব বলা হয়, বুঝি না। এটা ক্রিকেটার হিসেবে আমাদের এবং বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তির জন্যও ক্ষতিকর।’

মুশফিক বলেছেন, দুই ক্লাবের পক্ষ থেকে যদি কিছু বলা হয়েও থাকে, সেটা সাথিরা জাকির নারী আম্পায়ার বলে নন, তা হতে পারে এ রকম বড় ম্যাচে লিগে কারও অন ফিল্ড আম্পায়ার হিসেবে অভিষেক হচ্ছে দেখে। ‘তিনি মেয়ে বলে নন, এই ম্যাচে একজন পুরুষ আম্পায়ারের অভিষেক হলেও হয়তো প্রশ্নটা উঠত,’ বলেছেন জাতীয় দলের এই ক্রিকেটার।

মাহমুদউল্লাহরও বক্তব্য একই। চট্টগ্রাম থেকে কাল রাতে মুঠোফোনে জাতীয় দলের এই ক্রিকেটার হতাশ কণ্ঠে বলেন, ‘ম্যাচ শেষে আমি তো ওনাকে (সাথিরা জাকির) আরও অভিনন্দন জানালাম! সাধুবাদ জানিয়ে বলেছি, “খুব ভালো আম্পায়ারিং করেছেন।” আমি মুশফিক, তামিম…আমরা এত বছর ধরে ক্রিকেট খেলছি, সবাই নিশ্চয়ই বুঝবেন, আমরা এ রকম কিছু করার মানুষ নই। তারপরও কী চিন্তা করে এসব বলা হয়, বুঝি না। এটা ক্রিকেটার হিসেবে আমাদের এবং বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তির জন্যও ক্ষতিকর।’

ক্লাবের ম্যানেজার শিকদার আবুল হাশেমও জানিয়েছেন, নারী আম্পায়ারের পরিচালনায় ম্যাচ খেলতে তাঁদের কোনো আপত্তি ছিল না এবং এ নিয়ে কারও কাছে কোনো অভিযোগও করা হয়নি। মোহামেডান ক্লাবের কর্মকর্তা তারিকুল ইসলাম বলেছেন, ‘নারী আম্পায়ারের অধীনে খেলব না, এমন কিছু আমরা বলিনি। এ ব্যাপারে কারও কাছে কোনো অভিযোগও মোহামেডান করেনি। পুরোটাই মনগড়া।’
তবে দুজনই বলেছেন, বড় ম্যাচ ছিল বলে এই ম্যাচে অভিজ্ঞ আম্পায়ার আশা করেছিল দুই ক্লাব। সাথিরা যদিও এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিং করেছেন, তবে প্রিমিয়ার লিগে এর আগে অন ফিল্ড আম্পায়ারিং করেননি। সে জন্যই মাঠে তাঁকে দেখে অবাক হয়েছিলেন তাঁরা। তবে এ নিয়ে কারও আনুষ্ঠানিক কোনো অভিযোগ ছিল না।
তাহলে দুই ক্লাব বা তাদের ক্রিকেটাররা নারী আম্পায়ারের পরিচালনায় খেলতে চান না—এ আলোচনার সূত্রপাত কোথা থেকে? এই বারুদে আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়েছে আসলে বিসিবির আম্পায়ার্স কমিটির প্রধান ইফতেখার আহমেদের একটি বক্তব্য। সংবাদমাধ্যমে তিনি বলেছেন, ‘বিসিবি মহিলা আম্পায়ার নিয়োগ করায় তারা (দুই ক্লাব) অসন্তুষ্ট হয়েছে।’ সঙ্গে যোগ করেছেন, ‘তারা (দুই ক্লাব) আমার কাছে অভিযোগ করেনি। তবে সিসিডিএমের কাছে অভিযোগ করেছে।’
কিন্তু ইফতেখার আহমেদের এমন বক্তব্যের দায় নিতে চাইছে না সিসিডিএম। সিসিডিএম প্রধান মোহাম্মদ সালাহ উদ্দিন চৌধুরী কাল প্রথম আলোকে বলেছেন, ‘সিসিডিএমের কাছে কোনো ক্লাব বা ক্রিকেটার কোনো অভিযোগ করেনি এবং সিসিডিএমও এমন কোনো অভিযোগের কথা আম্পায়ার্স কমিটির কাউকে জানায়নি।’ একই কথা বলেছেন ম্যাচের দিন মাঠে থাকা সিসিডিএমের অন্য কর্মকর্তারাও।

তাহলে আম্পায়ার্স কমিটির প্রধান কোথা থেকে জানলেন, নারী আম্পায়ার নিয়ে দুই ক্লাব সিসিডিএমে অভিযোগ করেছে? কাল এ ব্যাপারে জানতে চাওয়া হলে ইফতেখার আহমেদ বলেন, ‘মাঠে যাঁরা ছিলেন, তাঁরাই আমাকে এটা জানিয়েছেন। সিসিডিএম থেকেও আমি শুনেছি। তবে কে বলেছে, তার নাম বলা যাবে না।’

তবে ইফতেখার আহমেদও বলেছেন, এ নিয়ে কোনো ক্রিকেটারের দিক থেকে কোনো আপত্তি ছিল না, ‘ক্রিকেটারদের দিক থেকে কোনো সমস্যা ছিল না। ম্যাচ শেষে মুশফিক, মাহমুদউল্লাহ, তামিমরা জেসিকে (সাথিরা জাকির) অভিনন্দন জানিয়ে বলেছে—ওয়েল ডান।’




Only 4 parties in upazila polls in party symbols

নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত রাজনৈতিক দল আছে ৪৪টি। এর মধ্যে এবারের উপজেলা পরিষদ নির্বাচনে এখন পর্যন্ত চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে প্রার্থী দিয়েছে মাত্র চারটি দল। প্রথম ও দ্বিতীয় ধাপ মিলিয়ে জাতীয় পার্টি, জেপি, জাসদ ও ওয়ার্কার্স পার্টি—এই চারটি দলের মোট ৯ জন দলীয় প্রতীকে প্রার্থী আছেন।

তবে প্রধান দুই দল এবার রাজনৈতিক বা দলগতভাবে ভোটের মাঠে নেই। বিরোধী দল বিএনপি সংসদ নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও বর্জন করেছে। ফলে এই নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীক নেই। অবশ্য দলটির অনেক নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী হওয়ায় এ পর্যন্ত ৭৬ জনকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। দলটির সঙ্গে আন্দোলনে থাকা অন্য দলগুলোও উপজেলা ভোটে অংশ নিচ্ছে না।




Ban on journalists in Bangladesh Bank to hide the loot: Rizvi

Ruhul Kabir made these remarks at a brief rally after a protest march organized in front of the BNP office in Nayapaltan in the capital on Sunday. The march was organized by former leaders of the Chhatra Dal and Swechchhasebak Dal to demand the release of BNP Chairperson Khaleda Zia and imprisoned leaders and activists.

Calling the current government a 'loot' government, Ruhul Kabir Rizvi said, "Those who are robbing banks, looting, and occupying rivers, canals, and canals are walking around with great pomp. It is proven that they are all members of the ruling party. If this government is in power, it will also sell the houses of the people of the country."

Referring to Awami League General Secretary Obaidul Quader, BNP Senior Joint Secretary General Rizvi said, "They (Awami League) say BNP is in league with Pakistan. Whatever BNP says is true and clear. And they (Awami League) say it's a matter of degrees. They are in league with degrees. This is Obaidul Quader's language, not ours."

The rally was attended by BNP Central Organizing Secretary Abdus Salam Azad, Jubo Dal Vice President Zakir Hossain, former acting president of Chhatra Dal Rashed Iqbal Khan, former vice president of Swechchhasebak Dal Rafiq Howlader, Abul Kalam Azad and others.




BNP leaders wearing black glasses cannot see the development of the country: Obaidul Quader

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কালো চশমা পরা বিএনপি নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না। বাংলাদেশকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির লজ্জা পাওয়া উচিত।
আজ রোববার সকালে শহীদ শেখ জামালের ৭১তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের এ কথা বলেন।

‘বাংলাদেশের উন্নতি দেখে এখন লজ্জিত হই’ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের এমন মন্তব্য উদ্ধৃত করে ওবায়দুল কাদের বলেন, পাকিস্তান আজ বাংলাদেশের উন্নয়ন দেখতে পায়। তবে বিএনপি নেতারা দেশের উন্নয়ন দেখতে পায় না।




Parliamentary committee satisfied with Maheshkhali-Matarbari project

‘মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রম’ প্রকল্পের কাজের অগ্রগতি আশানুরূপ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। আজ রোববার জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠকে প্রকল্পটি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে জানানো হয়, দেশের কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ‘মহেশখালী-মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের ১৪ দশমিক ৩ কিলোমিটার দীর্ঘ, ৩৫০ মিটার প্রস্থ ও ১৮ দশমিক ৫ মিটার গভীর চ্যানেল, সি-ওয়ালসহ আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ, কয়লা ও তেল খালাসের জন্য জেটি, ২৭৫ মিটার উচ্চতাসম্পন্ন চিমনি নির্মাণ শেষ হয়েছে। কয়লাভিত্তিক প্রথম ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। ইতিমধ্যে দ্বিতীয় ইউনিটের পরীক্ষামূলক উৎপাদনও শুরু হয়েছে।

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিদ্যুৎ প্রকল্পের ভৌত এবং আর্থিক অগ্রগতি আশানুরূপ হওয়ায় কমিটি সন্তোষ প্রকাশ করে।

কমিটির সভাপতি এম এ মান্নানের সভাপতিত্বে কমিটির সদস্য ও পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম, রফিকুল ইসলাম, মো. শহীদুজ্জামান সরকার, মো. আবদুস সবুর, এ কে এম মোস্তাফিজুর রহমান এবং খালেদা বাহার বৈঠকে অংশ নেন।

 




Government has destroyed democracy, human rights, law: AB Party

গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসনসহ রাষ্ট্রের সব প্রতিশ্রুতি ধ্বংসের জন্য বর্তমান সরকারকে দায়ী করেছে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি। যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে বাংলাদেশ পরিস্থিতি বিষয়ে মিডিয়া ব্রিফিংকালে এই অভিযোগ করে দলটির নেতারা।

রাজধানীর বিজয়নগরে আজ রোববার বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ওই মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন পার্টির যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম ও যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান।




Government not respectful of opposition opinion: Mirza Fakhrul

ক্ষমতাসীন আওয়ামী লীগ বিরোধী দল ও মতের প্রতি শ্রদ্ধাশীল নয় বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই আওয়ামী সরকার বিরোধী দল ও মতের প্রতি শ্রদ্ধাশীল নয়।

আজ রোববার এক বিবৃতিতে এমন অভিযোগ তোলেন বিএনপির মহাসচিব। মৌলভীবাজার জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের ১৪ নেতা-কর্মীকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে মির্জা ফখরুল এ বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসহ দেশের বিরোধী দলগুলোর নেতা-কর্মীদের অব্যাহত গতিতে গ্রেপ্তার এবং কাল্পনিক কাহিনি তৈরি করে মামলা দেওয়া আওয়ামী সরকারের প্রতিদিনের কর্মসূচিতে পরিণত হয়েছে।

‘একতরফা’ নির্বাচনের পর ক্ষমতার দাপট আওয়ামী সরকারকে আরও বেশি মাত্রায় হিংস্র করে তুলেছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, রাষ্ট্রক্ষমতা চিরকাল ভোগ করার অপচেষ্টার অংশ হিসেবে বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর নানাবিধ জুলুম-নির্যাতন ও দমন–পীড়ন চালিয়ে যাচ্ছে এই সরকার। এরই ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উল্লিখিত নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়েছে।

মির্জা ফখরুল বিবৃতিতে বলেন, আওয়ামী লীগ সরকারের দুঃশাসনে সারা দেশ জুলুমের নগরীতে পরিণত হয়েছে। তবে সরকারের ভয়াবহ দুঃশাসনে ক্রোধান্বিত হয়ে উঠেছে জনগণ। এই শাসকগোষ্ঠীর পতন না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না।

বিবৃতিতে মৌলভীবাজার জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের গ্রেপ্তার হওয়া ১৪ নেতা-কর্মীর নাম-পরিচয় দেওয়া হয়েছে। তবে ঠিক কবে গ্রেপ্তার করা হয়েছে, তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

বিএনপির দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.মিজানুর রহমান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোহিতুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, স্বেচ্ছাসেবাবিষয়ক সম্পাদক স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আহমেদ আহাদ, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ নিশাত, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, প্রথম যুগ্ম আহ্বায়ক আবদুল হান্নান, যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ, পৌর যুবদলের সদস্যসচিব জায়েদ আহমদ ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রুহেল আহমদ।

বিএনপির মহাসচিবের বিবৃতিতে গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ মামলা করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এসব মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার নেতা-কর্মীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিও জানানো হয়েছে।




Awami League Executive Parliament meeting on Tuesday

আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম কার্যনির্বাহী সংসদের বৈঠক বসছে আগামী মঙ্গলবার। ওই দিন সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচনে মন্ত্রী–সংসদ সদস্যদের স্বজনদের ভোটে অনড় থাকার বিষয়ে কী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়, সেটি নিয়ে সিদ্ধান্ত হতে পারে বলে দায়িত্বশীল সূত্র জানিয়েছে।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী সূত্র জানিয়েছে, মন্ত্রী–সংসদ সদস্যদের সন্তান, নিকটাত্মীয় ও স্বজনদের মধ্যে কারা দলের নির্দেশ উপেক্ষা করে শেষ পর্যন্ত ভোটে আছেন, এর তালিকা তৈরি করেছেন আট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকেরা। আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তরেও তৃণমূল থেকে এ ব্যাপারে অনেক তথ্য–অভিযোগ এসেছে। মঙ্গলবারের বৈঠকে এই তালিকা উপস্থাপন করা হবে। কেন মন্ত্রী–সংসদ সদস্যদের স্বজনেরা দলীয় সিদ্ধান্ত মেনে ভোট থেকে সরে দাঁড়াননি, সে বিষয়ে আলোচনার পর শাস্তির বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

আওয়ামী লীগের দলীয় সূত্র জানায়, প্রথম পর্বে ৫০ জনের মতো মন্ত্রী–সংসদ সদস্যের স্বজনদের প্রার্থী হওয়ার তথ্য পাওয়া গেছে। দ্বিতীয় পর্বেও কাছাকাছি সংখ্যায় মন্ত্রী–সংসদ সদস্যদের স্বজনেরা ভোটের মাঠে আছেন। সাংগঠনিক সম্পাদকেরা নিজ নিজ বিভাগের প্রতিবেদন তুলে ধরবেন বৈঠকে। এর ওপর আলোচনা হবে। স্বজনদের ভোটে দাঁড় করানোর অভিযোগ ওঠা মন্ত্রী–সংসদ সদস্যদের কয়েকজন কেন্দ্রীয় কমিটিতেও আছেন। তাঁদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হতে পারে বলে দলীয় সূত্র জানিয়েছে।

মন্ত্রী–সংসদ সদস্যদের স্বজনদের ভোট থেকে সরে দাঁড়াতে ১৮ এপ্রিল নির্দেশ দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত মাত্র ৩ জন সরে দাঁড়ান। বাকিরা এখনো ভোটের মাঠে আছেন। এর মধ্যে মন্ত্রী–সংসদ সদস্যদের সন্তান, ভাই, শ্যালকসহ অন্যান্য আত্মীয় রয়েছেন।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন প্রথম আলোকে বলেন, কার্যনির্বাহী সংসদের বৈঠকে সাংগঠনিক অ্যাজেন্ডা আলোচনায় আসবে। উপজেলা নির্বাচনে মন্ত্রী–সংসদ সদস্যদের স্বজনদের বিষয়টি তোলা হবে কি না, তা দলের সাধারণ সম্পাদক দলীয় সভাপতির সঙ্গে আলোচনা করে ঠিক করবেন।




China is trying to interfere in the US election: Anthony Blinken

যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে প্রভাব বিস্তার ও হস্তক্ষেপের চেষ্টা চালাচ্ছে চীন। অভিযোগ নয় বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে প্রমাণও আছে। এমন দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

তিনদিনের চীন সফরের শেষ দিন গত শুক্রবার বেইজিংয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের কাইলি অ্যাটউডকে দেওয়া এক সাক্ষাতকারে চীনের বিরুদ্ধে এ অভিযোগ তোলেন অ্যান্টনি ব্লিঙ্কেন।

চীন সফরে দেশটির প্রেসিডেন্ট সি চিন পিংসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন অ্যান্টনি ব্লিঙ্কেন। নানা বিষয়ে দ্বিপক্ষীয় সম্পর্কে চলমান টানাপোড়েনের মধ্যেই চীন সফরে গিয়েছিলেন তিনি।