The football of the week remains two, in a tight fight
সিরি আ: লড়াই চ্যাম্পিয়নস লিগের
২২ এপ্রিল মিলান ডার্বিতে এসি মিলানকে ২-১ গোলে হারিয়ে সিরি আ নিশ্চিত করে ইন্টার মিলান। এরপর আরও একটি ম্যাচ খেলেছে সিমোন ইনজাগির দল, তুরিনোর বিপক্ষে ম্যাচটিতে জিতেছে ২-০ ব্যবধানে। ইন্টার জয়ের মধ্যে থাকলেও সিরি আ-তে অন্য দলগুলো এতটা ছন্দে ছিল না গত সপ্তাহে।
এসি মিলান টানা দুই ম্যাচে ড্র করেছে, ড্র করেছে জুভেন্টাস, বোলোনিয়া আর রোমাও। এ বছর উয়েফার প্রতিযোগিতাগুলোয় ভালো করায় আগামী বছরের চ্যাম্পিয়নস লিগে ইতালির পাঁচটি দলের অংশগ্রহণ নিশ্চিত হয়ে গেছে। এখন পাঁচে থাকা রোমার পেছনে লড়াইয়ে আছে আতালান্তা (৫৭ পয়েন্ট) ও লাৎসিও (৫৫ পয়েন্ট)।
বুন্দেসলিগা: লেভারকুসেন অপরাজিতই
বুন্দেসলিগার ট্রফি জেতার পর লেভারকুসেনের লক্ষ্য এখন মৌসুমজুড়ে অপরাজিত থাকা। যে ধারা গত সপ্তাহেও বজায় রেখেছে জার্মান ক্লাবটি। বুন্দেসলিগায় স্টুটগার্টের বিপক্ষে হারতে হারতে ড্র করেছে লেভারকুসেন। প্রথম এক ঘণ্টার খেলায় ২-০ গোলে পিছিয়ে থাকার পর ৬১ মিনিটে একটি আর ৯৬ মিনিটে দ্বিতীয় গোল শোধ করে অপরাজিত-ধারা ধরে রেখেছে জাবি আলোনসোর দল।
শনিবার রাতে লা হাভরেকে হারাতে পারলে মাঠেই জয় উৎসব করতে পারত পিএসজি। কিন্তু ৩-৩ ড্র করায় সেটি হয়নি। তবে পরের রাতে দ্বিতীয় স্থানে থাকা মোনাকো লিঁওর কাছে হারতেই শিরোপা নিশ্চিত হয়ে যায় লুইস এনরিকের দলের। এ নিয়ে সর্বশেষ ১৩ আসরের ১০টিতেই লিগ আঁ জিতল পিএসজি।
প্রিমিয়ার লিগ: ত্রিমুখী লড়াই এখন দ্বিমুখী
প্রিমিয়ার লিগে শিরোপাজয়ের দৌড়ে দীর্ঘদিন শীর্ষে ছিল লিভারপুল। ম্যানচেস্টার সিটি আর আর্সেনাল তাদের পিছু নেওয়ায় লড়াইটা হয়ে উঠেছিল ত্রিমুখী। তবে গত সপ্তাহে শিরোপা-দৌড় থেকে অনেকটাই ছিটকে পড়েছে লিভারপুল। এ সময়ে এভারটন ও ওয়েস্ট হামের মাঠে নেমে দুটিতেই পয়েন্ট খুইয়েছে ইয়ুর্গেন ক্লপের দল। এভারটনের কাছে ২-০ আর ওয়েস্ট হামের সঙ্গে ২-২ ড্র করার পর লিভারপুলের পয়েন্ট দাঁড়িয়েছে ৩৫ ম্যাচে ৭৫।
সমান ম্যাচ খেলে আর্সেনালের পয়েন্ট ৮০, আর এক ম্যাচ কম খেলে সিটির পয়েন্ট ৭৯। এ সময়ে আর্সেনাল চেলসিকে ৫-০ আর টটেনহামকে ৩-২ গোলে হারিয়েছে। সিটি নটিংহাম ফরেস্টকে ২-০ ব্যবধানে হারানোর আগে ব্রাইটনকে হারায় ৪-০ গোলে। প্রিমিয়ার লিগ থেকে এ সপ্তাহে অবনমন নিশ্চিত হয়েছে শেফিল্ড ইউনাইটেডের। আর চ্যাম্পিয়নশিপ থেকে পরের মৌসুমে লিগ খেলা নিশ্চিত করেছে ২০১৫-১৬ আসরের চ্যাম্পিয়ন লেস্টার সিটি।
লা লিগা: একটুর অপেক্ষা রিয়াল মাদ্রিদের
৩৬তম লিগ শিরোপা জয় থেকে অল্প দূরে রিয়াল মাদ্রিদ। গত সপ্তাহে রিয়াল সোসিয়েদাদকে ১-০ গোলে হারানো রিয়ালের পয়েন্ট এখন ৩৩ ম্যাচে ৮৪, সমান ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা জিরোনার পয়েন্ট ৭১, আর বার্সেলোনার ৩২ ম্যাচে ৭০। বার্সেলোনার ৩৩তম ম্যাচটি আজ রাতে।
ভ্যালেন্সিয়ার বিপক্ষে এই ম্যাচে বার্সা হারলে বা ড্র করলে রিয়াল শিরোপা জয়ের আরও কাছে চলে যাবে। সে ক্ষেত্রে ৪ মে কাদিজকে হারাতে পারলেই চ্যাম্পিয়ন হবে রিয়াল। আর বার্সেলোনা যদি ভ্যালেন্সিয়ার বিপক্ষে জিতে যায়, রিয়ালকে কাদিজের বিপক্ষে জয়ের পর একই দিনের জিরোনা-বার্সা ম্যাচের ফলের অপেক্ষায় থাকতে হবে।
লা লিগা: একটুর অপেক্ষা রিয়াল মাদ্রিদের
৩৬তম লিগ শিরোপা জয় থেকে অল্প দূরে রিয়াল মাদ্রিদ। গত সপ্তাহে রিয়াল সোসিয়েদাদকে ১-০ গোলে হারানো রিয়ালের পয়েন্ট এখন ৩৩ ম্যাচে ৮৪, সমান ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে থাকা জিরোনার পয়েন্ট ৭১, আর বার্সেলোনার ৩২ ম্যাচে ৭০। বার্সেলোনার ৩৩তম ম্যাচটি আজ রাতে।
ভ্যালেন্সিয়ার বিপক্ষে এই ম্যাচে বার্সা হারলে বা ড্র করলে রিয়াল শিরোপা জয়ের আরও কাছে চলে যাবে। সে ক্ষেত্রে ৪ মে কাদিজকে হারাতে পারলেই চ্যাম্পিয়ন হবে রিয়াল। আর বার্সেলোনা যদি ভ্যালেন্সিয়ার বিপক্ষে জিতে যায়, রিয়ালকে কাদিজের বিপক্ষে জয়ের পর একই দিনের জিরোনা-বার্সা ম্যাচের ফলের অপেক্ষায় থাকতে হবে।