প্রথম দল হিসেবে কোয়ার্টারে নেদার‌ল্যান্ডস

বিশ্বকাপের নক আউট পর্ব শুরু হয়েছে আজ। হারলেই বিদায় বলতে হবে ফুটবলের ২২তম আসরকে। আর জয় পেলে পরের পর্বের জন্য পা বাড়াবে সাথে রঙিন হয়ে উঠবে শিরোপা ছোঁয়ার স্বপ্ন। সে লক্ষ্যে শেষ ষোলোর লড়াইয়ে খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হয় নেদার‌ল্যান্ডস- যুক্তরাষ্ট্র।

ম্যাচের প্রথমার্ধের ২-০ গোলে এগিয়ে থাকা ডাচরা দ্বিতীয়ার্ধে ৮১ মিনিটে ডেনজেল ডামপ্রিস গোলে ৩-১ জয় নিয়ে শেষ আট নিশ্চিত করে ফ্রাং ডে বুর শিষ্যরা।

Details coming soon…




সেনবাগে আ. লীগ সম্পাদক কে ফুলের শুভেচ্ছা জানান ইউপি চেয়ারম্যান কাজল

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর সেনবাগ উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক মেঘনা ব্যাংকের চেয়ারম্যান সানজি ষ্টীল লিঃ কর্ণধার দেশের খ্যাতনামা শিল্পপতি লায়ন জাহাঙ্গীর আলম মানিক কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সেনবাগের ৮ নং বিজবাগ ইউপি চেয়ারম্যান সেলিম উদ্দিন ( কাজল)।




নোয়াখালী সেনবাগ উপজেলা আ.লীগের সভাপতি মোরশেদ আলম, সম্পাদক মানিক

মোঃ বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে নোয়াখালীর-২ (সেনবাগ-সোনাইমুড়ি) আসনের সাংসদ আলহাজ্ব মোরশেদ আলম এমপি কে সভাপতি এবং লায়ন জাহাঙ্গীর আলম মানিক কে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

এ সময় সহ-সভাপতি বাহার উল্লাহ বাহার, শওকত হোসেন কানন এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মো. গোলাম কবিরের নাম ঘোষণা করা হয়।
শনিবার (৩ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার সময় উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে উপজেলা হলরুমে এই নতুন কমিটির ঘোষণা করা হয়।

এর আগে, বেলা সাড়ে ১১টার সময় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ এ.এইচ.এম খায়রুল আনম সেলিম।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। সম্মেলনে সভাপতিত্ব করেন সেনবাগ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ্ব মোরশেদ আলম এমপি।
সেনবাগ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক লায়ন জাহাঙ্গীর আলম মানিক ও শওকত হোসেন কাননের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন, আওয়ামী লীগের কৃৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, যুগ্ম-আহ্বায়ক শিহাব উদ্দিন শাহীন, শহীদুল্লাহ খাঁন সোহেল, সদস্য ড. জামাল উদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো.জাহাঙ্গীর আলম, সেনবাগ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহম্মদ চৌধুরী, সেনবাগ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক মো.বাহার উল্ল্যা বাহার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.গোলাম কবির, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের দুলাল প্রমূখ।




সোনাইমুড়ী অম্বরনগরে বীজধান বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান দুলু

মোঃ বদিউজ্জামান ( তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার ৫ নং অম্বরনগর ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বীজধান ও সার বিতরণ করলেন বার বার নির্বাচিত জনপ্রিয় ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন দুলু। ৩ নভেম্বর বীজধান ও সার বিতরণে সার্বিকভাবে সহযোগিতা করেছেন ইউনিয়ন কৃষি উপসহকারী কর্মকর্তা মঈনুল হাসান অম্বরনগর ইউনিয়ন আওয়ামীলীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আসন্ন বোরো মৌসুমে চাষযোগ্য ১ইঞ্চি জমি ও যাতে খালি না থাকে সে উদ্যোগ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।




UP chairman shot dead in Narsingdi

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জাচর ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল মানিককে (৫০) দিনে দুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৩ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে স্থানীয় শান্তিপুর বাজারে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে নিহত চেয়ারম্যান মানিকের ভাই বারসন মিয়া জানান, পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষ মির্জাচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ মিয়ার সমর্থকরা গুলি করে মানিককে হত্যা করেছে। তাঁর লাশ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত জাফর ইকবাল মানিক নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জাচর ইউনিয়নের মির্জাচর গ্রামের মৃত আব্দুল মোতালিব মিয়ার ছেলে। তিনি টানা দুইবার মির্জাচর ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং একই ইউনিয়নের আওয়ামী যুবলীগের সভাপতি ছিলেন তিনি। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছিলেন মোঃ ফিরোজ মিয়া। তাঁর সঙ্গে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন ইউনিয়ন যুবলীগ সভাপতি জাফর ইকবাল মানিক।

এরই জেরে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। পরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকে এলাকাছাড়া ছিল ফিরোজ সমর্থিত লোকজন।
গতকাল শুক্রবার এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে দুটি পক্ষ বৈঠক করে। সমঝোতা না মেনে সভা থেকে উঠে যায় ফিরোজের লোকেরা। আজ শনিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে শান্তিপুর বাজারে যান মানিক। এ সময় তাঁকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্বজনরা।
মির্জাচর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফিরোজ মিয়ার মুঠোফোনে একাধিকবার কল দিয়ে তা বন্ধ পাওয়া গেছে। এ কারণে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ বলেন চেয়ারম্যান নিহত হওয়ার খবর পেয়েছি, ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানাতে পারব।’




নরসিংদীতে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন

মোঃ মোবারক হোসেন ,নরসিংদী প্রতিনিধি

” অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনমুখী পদক্ষেপ প্রবেশগম্য ও সমতা ভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভূমিকা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে ৩১তম আন্তর্জাতিক ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার (৩রা ডিসেম্বর) সকাল ১১টায় নরসিংদী জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‍্যালীটি সার্কিট হাউজের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে আবার সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মাসুদুল হাসান তাপসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক এ এস এম ইবনুল হাসান ইভেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ এ এন এম মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শহিদুল ইসলাম সোহাগ ও নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যাপক মোহাম্মদ আলী।

প্রধান অতিথি শারীরিকভাবে ও মানসিকভাবে যাদের চ্যালেঞ্জ সমাজের সেই প্রিয় মানুষদের বিশ্ব বিখ্যাত সবচেয়ে মেধাবী প্রতিবন্ধী ব্যক্তি বিজ্ঞানের বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের উদাহরণ টেনে বলেন, সে কথা বলতে পারেনা কিন্তুু তার মস্তিষ্ক এতই সার্প এতই ধারালো যে তাঁর কথা না বলা বা শারীরিক চলাচল না করা কোন কিছুই তাঁর সাফল্যের বাঁধা হতে পারেনি। তিনি আরোও বলেন, প্রতিবন্ধীরা সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ।

অন্তর্ভূক্তিমূলক উন্নয়নে কাউকে পিছনে রেখে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। আলোচনা সভায় এনজিও ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বক্তব্য রাখেন, নরসিংদী সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়”দ্যুতিময় দুয়ার” এর প্রধান শিক্ষক স্পেশাল এডুকেটর মোঃ জসিমউদ্দিন সরকার, পাপড়ীর নির্বাহী পরিচালক আবুল বাছেদ, পিডিএস রায়পুরার মোঃ তাজুল ইসলাম, নরসিংদী লায়ন্স হাসপাতালের ইনক্লুশন অফিসার মোঃ আঃ রহিমসহ প্রতিবন্ধীদের পক্ষে সফল প্রতিবন্ধীগণ।




যেভাবে সেমিফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা

সমীকরণ অনুযায়ী মাত্র দুই ম্যাচ জিতলেই কাতার বিশ্বকাপের সেমিফাইনালে দেখা হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার।এই বিশ্বকাপে দুদলের একই সঙ্গে ফাইনালে খেলার কোনো সুযোগই নেই। ফলে অনেক ভবিষ্যদ্বাণীই এখন মিথ্যা প্রমাণিত হয়ে গেছে।

শনিবার দিবাগত রাত ১টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এ ম্যাচ জিতলে কোয়ার্টারফাইনালে দেখা হবে নেদারল্যান্ডস/যুক্তরাষ্ট্রের। এটিও হবে সহজ প্রতিপক্ষ। ফলে দ্বিতীয় পর্বের অস্ট্রেলিয়া ও কোয়ার্টারফাইনালে নেদারল্যান্ডস/যুক্তরাষ্ট্রকে হারালেই মেসিরা চলে যাবে সেমিফাইনালে। আবার আগামী ৫ ডিসেম্বর রাত ১টায় দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। দ্বিতীয় পর্বের এই ম্যাচটি যদি ব্রাজিল জিতে যায়, তাহলে কোয়ার্টারফাইনালে মুখোমুখি হবে জাপান/ক্রোয়েশিয়ার। এবার যদি ব্রাজিল কোয়ার্টারফাইনালেও জয় পায়, তবে উঠে যাবে সেমিতে। এখানেই দেখা হবে আর্জেন্টিনার বিপক্ষে।

ফলে ব্রাজিল ও আর্জেন্টিনার লড়াই দেখতে হলে ভক্তদের দুটি জয় কামনা করতে হবে। আর এমন সেমিফাইনাল হলে ফুটবল ইতিহাসে কাতার এক অনন্য সময়ের সাক্ষী হতে পারবে। তবে দুর্ভাগ্য এতটুকু যে, ব্রাজিল-আর্জেন্টিনা একই সঙ্গে কাতার বিশ্বকাপের ফাইনালে খেলতে পারবে না। আগামী ১৩ ডিসেম্বর রাত ১টায় লুসাইল স্টেডিয়ামে প্রথম সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।




রাজশাহীর গণসমাবেশের মঞ্চে মির্জা ফখরুল


রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর বিএনপির বিভাগীয় গণসমাবেশের মঞ্চে উঠেছেন দলের মহাসচিব ও সমাবেশের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দুপুর ১টার দিকে রাজশাহীর মাদ্রাসা মাঠের এই সমাবেশের মঞ্চে ওঠেন তিনি। সঙ্গে আছেন কেন্দ্রীয় নেতারাও। সমাবেশের মূল মঞ্চ ছাড়িয়ে আশপাশের সড়কে মানুষজন ছড়িয়ে পড়েছে।

সমাবেশস্থল ও আশপাশ ঘুরে দেখা গেছে, সমাবেশকে ঘিরে মামলা, গ্রেপ্তারে দীর্ঘদিন কোণঠাসা বিএনপির নেতা-কর্মীরা উজ্জীবিত।

বেলা ১১টার দিকে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে¡ শুরু হয়।
বিএনপির পূর্বঘোষিত এই সমাবেশে আসতে পরিবহন-সংকট এবং পুলিশের বাধার মুখে পড়তে হয়েছে নেতা-কর্মীদের। এ অবস্থাতেই নানা কৌশলে সমাবেশে যোগ দিতে রাজশাহীতে ঢোকেন তারা।




দ্বিতীয় রাউন্ডে; জেনে নিন কোন দলের খেলা কখন

কাতার বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা শেষ। সুপার সিক্সটিনের ১৬ দল র্ধারিত হয়ে গেছে।

এবার এক নজরে দেখে নেওয়া যাক শেষ ষোলোতে কোন দলের খেলা কখন?

দ্বিতীয় রাউন্ড

৩ ডিসেম্বর, নেদারল্যান্ডস-যুক্তরাষ্ট্র রাত ৯টা
৩ ডিসেম্বর, আর্জেন্টিনা- অস্ট্রেলিয়া রাত ১টা
৪ ডিসেম্বর, ফ্রান্স- পোল্যান্ড রাত ৯টা
৪ ডিসেম্বর, ইংল্যান্ড- সেনেগাল রাত ১টা
৫ ডিসেম্বর, জাপান- ক্রোয়েশিয়া রাত ৯টা
৫ ডিসেম্বর, ব্রাজিল-দক্ষিণ কোরিয়া রাত ১টা
৬ ডিসেম্বর, মরক্কো- স্পেন রাত ৯টা
৬ ডিসেম্বর, পর্তুগাল- সুইজারল্যান্ড রাত ১টা

আট দল যাবে কোয়ার্টার ফাইনালে। সেখানকার সেরা চারে হবে সেমিফাইনাল। আর সেমি জয় করা সেরা দুই লড়বে ট্রফির জন্য।

১৮ ডিসেম্বর পর্দা নামবে বিশ্বকাপের এবারের আসরের।




আমদানি বাড়াতে ডলার দেবে কেন্দ্রীয় ব্যাংক

রোজা শুরু হতে বাকি মাত্র সাড়ে তিন মাস। আগামী মার্চে শবে বরাত, এর ১৫দিন পর শুরু হবে রমজান মাস। এ হিসাবে রোজা-নির্ভর পণ্যের আমদানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

ডলার সংকটে যাতে আমদানি ব্যাহত না হয় সে ব্যাপারে ইতোমধ্যে ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

রেমিট্যান্স ও রপ্তানির খাতের যে ডলার ব্যাংকের হাতে থাকবে তা দিয়ে এসব পণ্যের আমদানির এলসি খুলতে হবে। একই সঙ্গে এ খাতে আরও ডলারের প্রয়োজন হলে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে জোগান দেবে। রোজা-নির্ভর পণ্যের মধ্যে ডাল, ছোলা, পেঁয়াজ, ফল, চিনি, দুধ, ভোজ্যতেল বেশি আমদানি করতে হয়। অন্য সময়ের তুলনায় রোজা উপলক্ষ্যে এসব পণ্যের চাহিদা বেড়ে যায়। যে কারণে সরবরাহও বাড়াতে হয়। এ লক্ষ্যে রমজান মাস শুরুর কমপক্ষে ৪ মাস আগে থেকেই এ ধরনের পণ্য আমদানির এলসি খুলতে হয়। সেগুলো আমদানি হয়ে পরিশোধনের মাধ্যমে বাজারে যেতে কমপক্ষে ৩ থেকে চার মাস সময় লাগে।

রোজা শুরুর আগেই বিশেষ করে শবে বরাতের সময় থেকে এসব পণ্যের চাহিদা বেড়ে যায়। এ হিসাবে হাতে সময় তিন মাস। ইতোমধ্যে দুগ্ধ জাতীয় পণ্য ও ভোজ্যতেলের এলসি এবং আমদানি দুটোই বেড়েছে। ডালের এলসি বেড়েছে, আমদানি কমেছে। চিনির এলসি কমেছে, আমদানি বেড়েছে। ফল ও পেয়াজের এলসি ও আমদানি দুটোই কমেছে।

বৈশ্বিক মন্দার মধ্যেই এবার রমজান আসছে। ডলারের সংকটের কারণে একদিকে কেন্দ্রীয় ব্যাংক আমদানি নিয়ন্ত্রণ করছে, অন্যদিকে রোজা-নির্ভর পণ্যের আমদানি বাড়াতে হচ্ছে। ফলে এ খাতে এবার বিশেষ নজর দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ইতোমধ্যে প্রধানমন্ত্রীও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে নির্দেশ দিয়েছেন, খাদ্যপণ্যের এলসি খোলা যাতে বাধাগ্রস্ত না হয় সেদিকে নজর দিতে। এসব পণ্যের এলসি খুলতে ডলারের জোগান বাড়ানোরও নির্দেশ দেন তিনি। তার ওই নির্দেশ পেয়ে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে এ বিষয়ে সতর্ক করেছে।