গুজরাটে দ্বিতীয় দফা ভোটগ্রহণ, ভোট দিলেন মোদি

গুজরাট বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ভোটগ্রহণ চলছে। আহমেদাবাদের রানিপে গিয়ে ভোট দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ভোট দিতে সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ রানিপের নিশান পাবলিক স্কুলে পৌঁছন মোদি। আসার সময় জনতাকে নিজস্ব কায়দায় হাত নেড়ে এবং নমস্কার জানিয়ে শুভেচ্ছা জানান তিনি।

বুথ পর্যন্ত হেঁটে যাওয়ার সময় রাস্তার দু’পাশে থাকা জনগণকে ‘মোদি, মোদি’ বলে সমস্বরে স্লোগান দিতেও দেখা গিয়েছে।

গুজরাটের দ্বিতীয় দফার ভোটদান পর্বে প্রধানমন্ত্রীর পাশাপাশি ভোট দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাটেল। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এদিন ভোট দেবেন।




নিষেধাজ্ঞা রাশিয়ার ওপর চাপ তৈরি করছে: যুক্তরাষ্ট্র

পশ্চিমা নিষেধাজ্ঞা রাশিয়ার ওপর চাপ সৃষ্টি করছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞায় তাদের ক্ষতি প্রতিদিনই বাড়ছে। যার ফলে ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধ এগিয়ে নিতে মস্কোর জন্য তার অস্ত্রশস্ত্র পুনরায় সংগ্রহ করা আরও কঠিন হয়ে পড়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের আরোপিত বাণিজ্য নিয়ন্ত্রণগুলোর পর রাশিয়া ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ধ্বংস হয়ে যাওয়া অস্ত্রসমুহ ঠিক করতে বা আরও অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ আমদানি করতে পারবে না। খবর এপির




মিরাজ-মুস্তাফিজ জুটিতে টাইগারদের ঐতিহাসিক জয়

ঘরের মাটিতে ভারতকে হারিয়ে আবারাও ইতিহাস লিখল বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে কোহলি- রোহিতদের বেঁধে দেওয়া ১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় টাইগাররা। ম্যাচে জয়ের নায়ক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

বিস্তারিত আসছে…




রামগঞ্জে স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কমিটি অনুমোদন

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ
রামগঞ্জ উপজেলার ৯ নং ভোলাকোট ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (০৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ সোহেল রানা ও যুগ্ম আহবায়ক দেওয়ান ফয়সাল এবং রাশেদ আলম ভূঁইয়ার যৌথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে ইমাম হোসেন রনি কে আহবায়ক, এস এম রাশেদ আলম ও শামীম ভূঁইয়াকে যুগ্ম আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটি ঘোষনার পরপরই ৯নং ভোলাকোট ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দলীয় নেতা-কর্মী ও জনসাধারন নতুন নেতৃত্বকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছাস প্রকাশ করেন।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ বলেন, নতুন কমিটি গঠনকল্পে গত ০৩ সেপ্টেম্বর ০৯ নং ভোলাকোট ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কর্মীসভা করা হয়েছে। সেই ধারাবাহিকতায় আগামী তিন (০৩) মাসের জন্য আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত নেতাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রত্যেকটি ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের কমিটি সম্মেলনের মাধ্যমে সম্পন্ন করে সংগঠনকে আরো গতিশীল করতে নির্দেশ দেওয়া হয়েছে।




নোয়াখালীতে ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার।

মোঃ বদিউজ্জামান, নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ ও সোনাইমুড়ী উপজেলায় অভিযান চালিয়ে তিন মাদক কারবারি কে গ্রেফতার করেছে র‍্যাব।
এ সময় তাদের কাছ থেকে ১,০০৮ পিস ইয়াবা, ১টি সিএনজি, ৮টি সীম, ৫টি মোবাইল, ১টি পাওয়ার ব্যাংক ও নগদ ২ হাজার ৩৭৭ টাকা উদ্ধার করা হয়।
রোববার (৪ ডিসেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব-১১।

এর আগে, গত দু’দিন পৃথক অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে গ্রেফতার করে র‍্যাব।
গ্রেফতার মো. রুবেল ওরফে পরি রুবেল (২৮) চৌমুহনী পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের করিমপুর এলাকার কাশেম মিয়ার বাড়ির নুর মোহাম্মদের ছেলে, মো. বোরহান (৪৫) সোনাইমুড়ী উপজেলার ৭নং বজরা ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের বাড়ই নগর এলাকার মিস্ত্রী বাড়ির মৃত বুলু মিয়ার ছেলে, মো. বাবর (৩০) বেগমগঞ্জ উপজেলার ৪নং আলাইয়াপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ অভিরামপুর এলাকার মসজিদ বাড়ির আলতাফ হোসেনের ছেলে।
র‍্যাব-১১ সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তিন ইয়াবা কারবারিকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসামিরা নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় পাইকারি ও খুচরা মূল্যে মাদক ক্রয়-বিক্রয় করে আসছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




তজুমদ্দিনে ভোলা ডেভেলপমেন্ট ফোরামের নতুন কমিটি

ভোলা প্রতিনিধি:

তজুমদ্দিনে ভোলা ডেভেলপমেন্ট ফোরাম (বিডিএফ) এর নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ভোলার সরকারী শেখ ফজিলেতুন্নেছা কলেজের বাংলা বিভাগের প্রভাষক এম হালিম-কে আহবায়ক ও তজুমদ্দিন প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম, নুরুন্নবীকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠিত হয়।

৩ ডিসেম্বর (শনিবার) বিকেল ৩ টায় তজুমদ্দিন প্রেসক্লাবের সভাপতি রফিক সাদীর সভাতিত্বে প্রেসক্লাব কার্যালয়ে এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স-এ বক্তব্য রাখেন বিডিএফ এর প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক এম জহিরুল ইসলাম, বিডিএফ এর ভোলা জেলা সভাপতি রাজীব হায়দার, সাধারন সম্পাদক মীর মোসারফ অমি, তজুমদ্দিন প্রেসক্লাবের সাবেক সভাপতি গাজী আব্দুল জলিল ও সাবেক সাধারন সম্পাদক মোঃ ফারুক হোসাইন প্রমূখ।

সভায় সর্বসম্মতিতে গঠিত ২১ সদস্যের কমিটিতে অন্যান্যরা হলেন, যুগ্ম আহবায়ক সেলিম রেজা, মিরাজ হোসাইন, গিয়াস উদ্দিন মমিন, মহিবুল্যাহ ফিরোজ ও সালাউদ্দিন আহম্মেদ।
উল্লেখ্য, ভোলার এই সংগঠনটি দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন সুযোগ-সুবিধা ও উন্নয়ন নিয়ে কাজ করছে।




নরসিংদীতে প্রতিবন্ধী দিবস উপলক্ষে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মোঃ মোবারক হোসেন, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীতে ৩১তম আন্তর্জাতিক ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে নরসিংদী বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে ।

রবিবার (৪ ডিসেম্বর) সকাল ১১টা থেকে ২টা পর্যন্ত নরসিংদী সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নরসিংদী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিস ও ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স হাসপাতালের সার্বিক সহযোগিতায় ৫০জন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম শিক্ষার্থীদের মাঝে চক্ষু, ডেন্টাল ও শিশুরোগের চিকিৎসা প্রদান করা হয়েছে।

মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডাঃ মোঃ আবু কাউছার সুমন এর প্রতিনিধি, ডাঃ সঞ্জয় কুমার সাহা। শিশুদের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য অংশগ্রহণ করেন, ডাঃ মোঃ আবদুল্লাহ আল মামুন, ও ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সুব্রত কুমার দাস ।

ক্যাম্পে শিক্ষার্থীদের মাঝে চুক্ষ রোগীদের বিনামূল্য ঔষধ প্রদান করা হয়। মেডিকেল ক্যাম্পে সভাপতিত্ব করেন, নরসিংদী সুইড বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালশের প্রধান শিক্ষক, মোঃ জসিম উদ্দিন সরকার। সার্বিক তত্বাবধানে ছিলেন, মোঃ আঃ রহিম, ইনক্লুশন অফিসার, ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতাল।




নরসিংদীতে তরুণীর রহস্যজনক মৃত্যু

মোঃ মোবারক হোসেন,নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী পৌর শহরের ব্যাংক কলোনী এলাকার একটি বাসা থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় সুরভী আক্তার (২৮) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৪ ডিসেম্বর) বেলা পৌনে ১১ টার দিকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। কএর আগে, শনিবার দুপুরে ওই বাসায় বেড়াতে আসে তরুণী। শনিবার দিবাগত রাতের কোনো এক সময় এই ঘটনা ঘটে বলে ধারনা করছে পুলিশ।

নিহতের স্বজনরা জানায়, কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার মৃত সোহেল মিয়ার মেয়ে সুরভী গতকাল বৃহস্পতিবার দুপুরে তার দুস্পর্কের চাচা বাহাদুর মিয়ার বাসা নরসিংদীর ব্যাংক কলোনীতে বেড়াতে আসে। ভোরে, দুস্পর্কের চাচা বাহাদুর নিজেই তরুণীর ফাঁস নিয়ে আত্মহত্যার বিষয়টি নিহতের বাড়িতে ফোন করে জানায়। পরে, স্বজনরা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নরসিংদী মডেল থানার অফিসার ইনর্চাজ আবুল কাসেম জানান, মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য নেয়া হয়েছে। এদিকে, বাড়ির মালিক তরুণীর দুস্পর্কের চাচা বাহাদুর পলাতক আছে। আসল ঘটনা ময়নাতদন্তের পর জানা যাবে ।




সাকিব ঝড়ে ১৮৬ রানে অলআউট ভারত

দীর্ঘ দিন পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে এসেছে রোহিত শর্মার দল। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন দাস। ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই বিপাকে পড়েছে টিম ইন্ডিয়া।

পাওয়ার প্লেতে সাকিব আল হাসানের জোড়া উইকেট শিকারের পর লোকেশ রাহুলের ব্যাটে ঘুরে দাঁড়ায় ভারত। এরপর নিয়মিত বিরতিতে দ্রুত উইকেট হারিয়ে মাত্র ১৮৬ রানেই গুটিয়ে যায় ভারত।

বিস্তারিত আসছে…




প্রথম ওয়ানডেতে টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ

দীর্ঘ দিন পর মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ওয়ানডে সিরিজ। ৭ বছর পর বাংলাদেশের মাটিতে ওয়ানডে খেলতে এসেছে রোহিত শর্মার দল। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস কুমার।

ভারত একাদশ

রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, দীপক চাহার, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ সেন।

বাংলাদেশ একাদশ

লিটন দাস (অধিনায়ক), এনামুল হক, নাজমুল হোসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও ইবাদত হোসেন।