Bollywood praise to the ordnance, in the face of Rica

এক সময় তিনিই ছিলেন জাতীয় ক্রাশ। তার মিষ্টি হাসি, সুন্দর মুখশ্রীর প্রেমে হাবুডুবু খেয়েছে কতোই না পুরুষ হৃদয়। কিন্তু কিছুদিন ধরে এক নাগাড়ে সমালোচিত হয়ে চলেছেন রাশমিকা মানদানা। ‘পুষ্পা’র শ্রীভাল্লিকে নিয়ে বিতর্কের অন্ত নেই। বরং বলা ভালো, তার মন্তব‍্য নিয়ে।

এবার নিজের ইন্ডাস্ট্রিকে অসম্মান করে ট্রোলড হলেন তিনি।

সদ‍্য বলিউডে পা রেখেছেন রাশমিকা। ডেবিউ ছবিতেই অভিনয় করেছেন অমিতাভ বচ্চনের মতো মেগাস্টারের সঙ্গে। কার্যত আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো অবস্থা তার। কয়েকমাসের বিরতির পরেই মুক্তি পেতে চলেছে ‘মিশন মজনু’। এই ছবিতে তার বিপরীতে সিদ্ধার্থ মালহোত্রা।




The minimum temperature was recorded at Tetuliya, 8.7 degrees Celsius

হিমালয়ের পাদদেশে অবস্থিত পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজকের তাপমাত্রা অনুযায়ী স্থানীয়ভাবে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলে যাচ্ছে।

শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় সারাদেশে মধ্যে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৮.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

জানা গেছে, উত্তরের হিমেল হওয়ায় শীতের তীব্রতা বেড়েই চলেছে। শীতে চরম দুর্ভোগে পড়েছেন রিকশা-ভ্যান চালকসহ শ্রমজীবীরা। দৈনন্দিন আয় কমে গেছে দিনমজুরসহ খেটে খাওয়া মানুষের। পরিবার-পরিজন নিয়ে তারা কষ্টে দিনযাপন করছে।

বিভিন্ন এলাকায় খড়কুটো জ্বালিয়ে বাড়ির আশপাশে এবং পথঘাটে শীতার্তদের শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যেবক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ্ বলেন,এ জেলায় মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাওয়ার কারনে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে। আজকে সকাল ৯ টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৭ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল ছিল একই ৮.৭ ডিগ্রি সেলসিয়াস। তবে সামনের দিকে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।




BM Sagar of Lakshmipur “Best Correspondent” of Anand TV

নিজস্ব প্রতিনিধি:

বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভির শ্রেষ্ঠ প্রতিবেদক নির্বাচিত হয়েছেন লক্ষ্মীপুরের জেলা প্রতিনিধি বেলাল উদ্দিন সাগর।

বুধবার (২১ ডিসেম্বর) রাতে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র অডিটরিয়ামে এ সম্মাননার পুরস্কার বিএম সাগরের হাতে তুলে দেন আনন্দ টিভির ব্যবস্থাপনা
পরিচালক জনাব, হাসান তৌফিক আব্বাস।

আনন্দ টিভির জেলা প্রতিনিধিদের নিয়ে কক্সবাজারে আনন্দ উৎসবের আয়োজনের মধ্যদিয়ে এ
সম্মাননার পুরস্কার দেওয়া হয়। সারা দেশ থেকে আনন্দ টেলিভিশনে কর্মরত ২০জন সাংবাদিককে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
বেলাল উদ্দিন সাগর আনন্দ টিভির লক্ষ্মীপুর জেলাে প্রতিনিধি এবং সাপ্তাহিক
“নতুন পথ”পত্রিকার সম্পাদক ও একাত্তর কন্ঠ অনলাইন পত্রিকার প্রকাাশক
ওসম্পাদক।

বিএম সাগর বলেন, দির্ঘদিন আনন্দ টিভিতে সৎ এবং নিষ্ঠার সাথে কাজ
করায় আমার প্রিয় প্রতিষ্ঠান আনন্দ টিভির যোগ্যতার মাপকাটিতে আমাকে
সম্মাননা প্রদান করছেন। আনন্দ টিভি আমাকে এই সম্মাননায় প্রদান করায়
প্রতিষ্ঠানটি প্রতি আমি চিরকৃতজ্ঞ। তার সাথে সাথে আনন্দ টিভির “শেষ্ঠ
প্রতিবেদক ২০২২”হতেপেরে মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ
করছি।

এবং গভীর শ্রদ্ধার সাথে স্মরন করছি আমার প্রাণের প্রতিষ্ঠান দেশের জন
প্রিয় বেসকারী স্যাটেলাইট টেলিভিশনের স্বপ্ন দ্রষ্টা প্রতিষ্ঠাতা
চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা মরহুম আব্বাস উল্যাহ সিকদার মহদয়ের কে। এর সাথে
আরও কৃতজ্ঞা এবং ধন্যবাদ জানায় আনন্দ টিভির মাননীয় ব্যাবস্থাপনা পরিচালক
হাসান তৌফিক আব্বাস মহদয়ের প্রতি যার হাত ধরে এগিয়ে চলছে আনন্দ
টিভি। সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি এস আর এডমিন জনাব সাইফুল
ইসলাম মহদয়ের প্রতি ।

বার্তা বিভাগের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ ও নিউজ
প্রেজেন্টার প্রিয় মোস্তফাা কামাল তোহা ভাই এবং এমডি স্যারের পিএস
জনাব জাহিদ ভাই সহ আনন্দ টিভির সকল কর্মকর্তা কলাকৌশলী ও সহকর্মীদের
প্রতি। এ ছাড়া ও কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি আমার সহকর্মী প্রতি যারা
সবসময় আমাকে পাশে থেকে সহযোগিতা ও উৎসাহ দিয়ে থাকেন।

অতিতের ন্যায় আগামীতেও সৎ এবং নিষ্ঠার সাথে আনন্দ টিভিতে কাজ করে
যাবেন বলে তিনি জানিয়েছেন




Debris of helicopter found underground in Lakshmipur

লক্ষ্মীপুরে মাটি কাটার সময় বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ (রোটারসহ পাখার একাংশ) পাওয়া গেছে। সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের বড় বল্লভপুর গ্রামে ইটভাটার জন্য একটি ক্ষেতে মাটি কাটার সময় এটি পাওয়া যায়।

এ নিয়ে স্থানীয়দের মাঝে কৌতূহল সৃষ্টি হয়েছে। তারা বলছেন, এটি ব্রিটিশ আমলের বা মুক্তিযুদ্ধকালীন বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ হতে পারে। স্থানীয় মা ব্রিকসের কর্মকর্তা মুরাদ হোসেন উদ্ধার হওয়া পাখাটি ১ হাজার ৬০০ টাকায় ভাঙারি ব্যবসায়ীর কাছে বিক্রি করে দিয়েছেন।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে বিক্রির বিষয়টি মুরাদ নিজেই সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

অন্যদিকে হেলিকপ্টারের ধ্বংসাবশেষটি ইতিহাসের সাক্ষী বলে মনে করছেন সচেতনমহল। বিষয়টি জানতে পেরে সাংবাদিকরা ঘটনাস্থল যান। বিক্রির কারণ জানতে চাইলে মুরাদ হোসেন সাংবাদিকদের সঙ্গে অশোভনীয় আচরণ করেন।

স্থানীয় বাসিন্দা রুহুল আমিন ও আফজাল হোসেন জানান, উদ্ধার হওয়া পাখাটি তারা দেখেছেন। রোটারসহ পাখার একাংশ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে ইটভাটার জন্য মাটি কাটার সময় এটি উদ্ধার হয়। পরে ইটভাটার লোকজন তা নিয়ে গেছে। এ পাখাটি ব্রিটিশ আমল অথবা মুক্তিযুদ্ধের সময়ে বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ হতে পারে।

মা ব্রিকসের স্বত্বাধিকারী খোরশেদ আলম সুমন জানান, আমি ঢাকাতে আছি। উদ্ধার হওয়া পাখাটি আমাদের হেফাজতে আছে। অফিস চলাকালীন সময় এটি জেলা প্রশাসকের কার্যালয়ে পৌঁছে দেবো।

হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম বাবুল বলেন, উদ্ধার হওয়া পাখাটি আমি ফেসবুকে দেখেছি। এটি ব্রিটিশ আমলের হতে পারে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম বলেন, ঘটনাটি আমার জানা ছিল না। কেউ আমাকে জানায়নি। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে।

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেন বলেন, ঘটনাটি আমি জেনেছি। থানার ওসিকে হেলিকপ্টারের পাখাটি উদ্ধারের জন্য বলা হবে। দ্রুত সময়ের মধ্যেই এটি উদ্ধার করা হবে।




Rebekahs bring welfare to society: Minister Rezaul Karim

পিরোজপুরের নেছারাবাদে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়েছেন শতাধিক সাধারণ মানুষ। শুক্রবার(৩০ ডিসেম্বর) সকালে স্বরুপকাঠি এলাকায় ডাক্টার শামসুল হুদা ও আঞ্জুমান আরা সেবাকেন্দ্রের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ সময় অর্ধশত শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর রেবেকা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী স ম রেজাউল করিম। মন্ত্রী বলেন,নারীরা সবখানে এগিয়ে।

আজকে তারা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর,সচিব হচ্ছেন-সর্বত্র তাদের মেধার পরিচয় হচ্ছেন। একজন রেবেকার মত সন্তানকে বিকশিত করতে হলে,সমাজ ব্যবস্থায় মনে রাখতে হবে;মানুষের কল্যাণে আত্ম উৎসর্গ করাই সৃষ্টির শ্রেষ্ঠ জীবের কাজ।

দীর্ঘদিন যাবৎ ডাক্টার শামসুল হুদা ও আঞ্জুমান আরা সেবাকেন্দ্রের উদ্যোগে গ্রামের সাধারণ মানুষদের চিকিৎসা সেবা দেয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। এর আগে স্থানীয় সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলম,পৌরসভার মেয়র গুলাম কবির,নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোহিত বক্তব্য রাখেন। উল্লেখ্য ২০১২ সাল থেকে প্রয়াত বাবা-মায়ের নামে সেবাকেন্দ্রটি প্রতিষ্ঠা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রফেসর ডক্টর রেবেকা সুলতানা। এরপর থেকেই প্রতিবছর এলাকার সাধারণ মানুষকে বিনামূল্য চিকিৎসা সেবা দিয়ে আসছে সেবাকেন্দ্রটি।




In Kalmakanda of Netrakona, people's life has been disturbed by the force of winter

আব্দুর রহমান ঈশান, নেত্রকোণা প্রতিনিধি:

ঘন কুয়াশা আর শীতের কারণে ভোগান্তিতে পড়ছেন কলমাকান্দার খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষেরা। পুরো উপজেলা কুয়াশার চাদরে ঢাকা পড়ায় রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর, রাজমিস্ত্রীসহ নানা শ্রেনী পেশার মানুযেরা চরম ভোগান্তি পোহাচ্ছেন।

গত বোধবার সকাল থেকে শুরু হওয়া ঘন কুয়াশায় সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দার বিভিন্ন বাজার মোড়, সড়ক এলাকার রোডঘাট গুলোতে ঘন কুয়াশার কারণে ধীরগতিতে যান চলাচল করতে দেখা গেছে।

এছাড়া দিনের অধিকাংশ সময়ই সূর্যের দেখা মেলেনি। ফলে শীতের দাপটে জনজীবনে দূর্ভোগের পাশাপাশি কর্মহীন হয়ে পড়েছেন এখানকার খেটে খাওয়া সাধারণ মানুষগুলো।

নিন্ম আয়ের মানুষেরা জানান, তীব্র কুয়াশা আর শীতের কারণে মানুষ ঘরের বাইরে কম বের হচ্ছে। জরুরী প্রয়োজন ও অফিসগামী মানুষ ছাড়া বাইরে তেমন লোকজনের আনাগোনা নেই।

রিক্সাচালক আজাদ রহমান বলেন, দিনের অধিকাংশ সময়েই কুয়াশা থাকছে। এ কারণে জরুরী প্রয়োজন আর অফিসগামীরা ছাড়া রাস্তায় কেউ বের হচ্ছে না। দিনের অনেকটা সময় যাত্রী অভাবে বসে থাকতে হচ্ছে। ভাড়ার রিক্শা নিয়ে তেমন আয় করতে না পারায় ভোগান্তিতে আছি।




Football legend Pele is no longer

ফুটবল কিংবদন্তি পেলে আর নেই। ৮২ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে ওপারে পাড়ি দিলেন ফুটবলের রাজা। বৃহস্পতিবার দিবাগত রাত একটায় (বাংলাদেশ সময়) সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পেলের মেয়ে কেলি নাসিমেন্তোর বরাতে যুক্তরাজ্যভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্স এই তথ্য নিশ্চিত করে।

ফুটবল বিশ্বে পেলেই একমাত্র খেলোয়াড় যার তিনটি (১৯৫৮, ১৯৬২, ১৯৭০) বিশ্বকাপ জয়ের রেকর্ড আছে। ১৯৫৮ সালে মাত্র ১৭ বছর বয়সে প্রথম বিশ্বকাপ খেলতে গিয়েই বড় ধরনের রেকর্ড করে বসেন তিনি। এমনকি সেই বছর ব্রাজিলের প্রথম বিশ্বকাপ জয়ের নায়ক বনে যান তিনি।




Why should I be a victim of your smoking?

প্রধানমন্ত্রীর অঙ্গীকার অনুযায়ী ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে তামাকমুক্ত করার দৃঢ় প্রত্যয় বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণে কার্যরত বেসরকারী সংগঠনগুলোর সম্মিলিত মঞ্চ “বাংলাদেশ তামাক বিরোধী জোট” সারা দেশে বিভিন্ন সময়ে তামাক বিরোধী জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।

আমরা জানি, বিসিএস কম্পিউটার সিটি শুধুমাত্র একটি শপিং কমপ্লেক্সই নয় বরং এটি দেশের আইটি শিল্পের অন্যতম কেন্দ্রস্থল। ২৯ ডিসেম্বর ২০২২ থেকে ৭ জানুয়ারী ২০২৩ পর্যন্ত এই বিসিএস কম্পিউটার সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের বৃহত্তম কম্পিউটার মেলা-“সিটি আইটি মেগা ফেয়ার-২০২২”। উক্ত মেলায় সারাদেশ থেকে বহু মানুষ ইলেকট্রনিক পণ্য ক্রয়ের উদ্দেশ্যে একত্রিত হবেন। যেখানে বিভিন্ন বয়সের নারী, শিশু, তরুণসহ অনেক অধূমপায়ী মানুষের সমাগম ঘটবে। কিন্তু শীতাতপ নিয়ন্ত্রিত ভবনটি আইনানুযায়ী ধূমপানমুক্ত হলেও কোনো ধূমপায়ীর কারণে জনস্বাস্থ্য যেন ঝুঁকির সম্মুখীন না হয় সে বিষয়টিতে বিশেষ নজরদারী রাখা প্রয়োজন। উক্ত বিষয়টিকে প্রাধান্য দিয়ে আজ ২৯ ডিসেম্বর ২০২২, বেলা ২.৩০ টায় বিসিএস কম্পিউটার সিটির আইডিবি ভবনে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে “তরুণদের রক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও দ্রুত সংশোধনের আহবান” শীর্ষক একটি ক্যাম্পেইনের আয়োজন করা হয়। উক্ত ক্যাম্পেইনে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন (২০১৩) এর সংশোধনী প্রস্তাবনা অনুসারে ধূমপানের জন্য নির্দিষ্ট স্থান নির্মাণ বাতিল, খুচরা তামাকজাত দ্রব্য বিক্রয় নিষিদ্ধকরণ, তামাকজাত দ্রব্য বিক্রয়ে বাধ্যতামূলক লাইসেন্সিং ব্যবস্থা, বিক্রয়স্থলে তামাকপণ্যের প্রদর্শন বন্ধ, রাজস্ব আয় বিষয়ক তামাক কোম্পানির মিথ্যাচার, তামাক কোম্পানির সিএসআর নিষিদ্ধকরণ, সচিত্র সতর্কবার্তার আকার বৃদ্ধি বিষয়ে মেলায় আগত দর্শনার্থীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

উক্ত ক্যাম্পেইনে বাংলাদেশ তামাক বিরোধী জোটের পাশাপাশি এক্টিভেট ওয়েলফেয়ার সোসাইটি, ডাস্, আইডিএফ ও ডাবব্লিউবিবি ট্রাস্ট -এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। আমরা আশাবাদী ক্যাম্পেইনটি মেলা চলাকালীন সময়ে জনসমাগমস্থলটিকে ধূমপানমুক্ত রাখার পাশপাশি তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে।

সৈয়দা অনন্যা রহমান

সচিবালয়, বাংলাদেশ তামাক বিরোধী জোট




Distribution of clothes, sewing machines and cash among the needy in Ramganj

আবু তাহের,রামগঞ্জ প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে গরীব, অসহায় ও দুস্থদের মাঝে ২০০ বান ঢেউটিন, ৩৫টি সেলাই মেশিন ও নগদ অর্থ সহ ২০লাখ টাকার অর্থসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার, (২৯ ডিসেম্বর) সকালে উপজেলা ৫নং চন্ডিপুর ইউনিয়নের দক্ষিণ চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ১১টায় আয়োজিত অনুষ্ঠানে চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল ইসলাম সুমনের সভাপতিত্বে, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সোহেল রানার সঞ্চালনায় এবং বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক আবুল কালামের সার্বিক সহযোগিতায় এই সেলাই মেশিন, টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর ২ (রায়পুর)আসনের সংসদ সদস্য ও লক্ষ্মীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। বিশেষ অতিথি ছিলেন, রামগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র বেলাল আহমেদ, লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান মাসুদ, রামগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক শৈকত মাহমুদ শামছু, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও পৌর ৩নং ওয়ার্ডের কাউন্সিলর রাশেদুল হাসান রাশেদ, বিশিষ্ট ব্যবসায়ী টিটু চৌধুরীসহ প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, দক্ষিণ চন্ডিপুর মেম্বার মহিববুল্লাহ স্বপন, ২নং ওয়ার্ডের মেম্বার রেজাউল করিম তসলিম, ৭নং ওয়ার্ডের মেম্বার মাসুদ আলম, হুমায়ূন কবিরসহ আওয়ামী লীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অন্যান্য নেতৃবৃন্দ।




Mahi collected nominations to be a candidate of Awami League

উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে লড়তে এ মনোনয়ন পত্র কিনেছেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে তিনি আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বিএনপির সিদ্ধান্তের কারণে দলটির সংসদ সদস্য পদত্যাগ করলে চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, ভোলাহাট, নাচোল) আসন শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ফলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা থেকেই নির্বাচন কমিশন দেশের পাঁচটি আসনে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে।

২০২৩ সালের ১ ফেব্রুয়ারি জাতীয় সংসদের ওইসব আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। আর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৫ জানুয়ারি, বাছাই ৮ জানুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৫ জানুয়ারি।

সম্প্রতি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন অভিনেত্রী মাহি। আগামী দুই বছরের জন্য তিনি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।