Democracy, elections and the rule of law are all now questionable….. ASM Abdur Rab

 

কমলনগর প্রতিনিধি:
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, বিদ্যমান রাজনীতি, শাসন ব্যবস্থা, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং নির্বাচনী ব্যবস্থা সবকিছু আজ প্রশ্নবিদ্ধ। কারণ বিদ্যমান রাজনীতি দেশের জনগণের আকাংখা পূরণে ব্যর্থ হয়েছে। দেশের সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণেও এসব বিষয় উঠে এসেছে । আমরা অনেক পূর্ব থেকেই বিদ্যমান রাজনীতি, শাসন ব্যবস্থা, সমাজ ও সময়ের চাহিদার অনুপোযোগী এমনকি অকার্যকর-তা সুস্পষ্টভাবে মূল্যায়ন করে দেশ ও জনগণের কাছে রাষ্ট্রীয় রাজনীতিতে ব্যাপক সংস্কার, গুণগত পরিবর্তন করার লক্ষ্যে ১০ দফা জাতির সামনে উত্থাপন করেছি। আজ দেশের সার্বিক পরিস্থিতি ও সমাজ ব্যবস্থা নিয়ে আমাদের মূল্যায়ন-পর্যবেক্ষণ সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষনেই সঠিক প্রমাণিত হয়েছে। সুতরাং সকল দল ও মহলকে রাজনীতিতে আমূল পরিবর্তন-ব্যাপক সংস্কার ও সমাজ উপযোগী কর্মসূচী প্রণয়নে গুরুত্ব প্রদান করা জরুরী।

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপকূল কলেজে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি কমলনগর উপজেলা কর্তৃক আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব রব এসকল কথা বলেন।

উপজেলা জেএসডি’র সভাপতি অধ্যক্ষ অবদুল মোতালেব এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেএসডি’র কেন্দ্রিয় সহ-সভাপতি তানিয়া রব, জেলা জেএসডি’র সভাপতি এ্যাড. সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, উপজেলা জেএসডি’র সাধারন সম্পাদক শাহাদাত হোসেন নিরব, জেএসডি’র নেতা বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, লোকমান হোসেন বাবলু, আবুনুর সেলিম, হারুনুর রশিদ ডিলার, আবদুল বাতেন বাবুল মুন্সী, খুরশীদ আলম মেম¦ার, হাজী নজির আহম্মদ, বোরহান উদ্দিন রোমান, ইঞ্জি. মনিরুল ইসলাম মিঠু, হান্নান হাওলাদার, মাহমুদুর রহমান বেলাল, শিব্বির মাহমুদ দেওয়ান, আজাদ উদ্দিন বিপ্লব , আবদুল্লাহ আল নোমান, আসিবুল ইসলাম রিয়াজসহ কমলনগর-রামগতি উপজেলা জেএসডি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

 




The government is unable to find a way out of the mess... ASM Rab

জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, ভোটবিহীন নির্বাচন করে সরকার ক্ষমতা আকড়ে আছে কিন্তু ক্রমাগত সংকটে আবর্তিত হচ্ছে। সর্বশেষ আদালতের রায়ের প্রেক্ষিতে সরকার বেশ বেকায়দায় পড়েছে- উত্তোরণের কোন রাস্তা খুঁজে পাচ্ছে না। ফলে সরকার ও সরকারী দলেরর আচরন-বক্তব্যে চরম হতাশা ফুটে উঠেছে। আদালতকে কেন্দ্র করে যে সমস্ত বক্তব্য সরকার ও সরকার দলীয় নেতৃবৃন্দ উচ্চারন করে যাচ্ছে তা খুবই ভয়ংকর-যা রাষ্ট্রের মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করছে। আমরা আদালত নিয়ে কোন হীন রাজনীতি করতে চাই না।

রব আরও বলেন, বিদ্যমান সংবিধান যে অবস্থায় উপনীত হয়েছে তাতে আর কোন নির্দেশনা নেই। বিদ্যমান সংবিধানের আমুল পরিবর্তন করা জরুরী।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কালকিনি ইউনিয়ন যুব পরিষদ এর কাউন্সিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রব এসকল কথা বলেন।

যুব পরিষদ কমলনগর শাখার আহবায়ক মাহমুদুর রহমান বেলাল এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেএসডি’র কেন্দ্রিয় সহ-সভাপতি তানিয়া রব, উপজেলা জেএসডি’র সাধারন সম্পাদক শাহাদাত হোসেন নিরব, জেএসডি’র নেতা বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, লোকমান হোসেন বাবলু. অধ্যাপক মাহবুবুর রহমান স্বপন, এবিএম বাবুল মুন্সী, যুব পরিষদের নেতা শিব্বির মাহমুদ দেওয়ান, আসিবুল ইসলাম রিয়াজসহ কমলনগর-রামগতি উপজেলার জেএসডি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 




Jubo League holds Eid Purnamilani and meeting in Lakshmipur Kamalnagar

লক্ষ্মীপুরের কমলনগরে যুবলীগের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে হাজিরহাট উপকূল কলেজ মাঠে নব-গঠিত যুবলীগ ঈদ পূর্ণমিলনী ও সভার আয়োজন করেন।

কমলনগর উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন বাপ্পীর সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-৪ রামগতি-কমলনগরের এমপি মোঃ আবদুল্লাহ্ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক এ কে এম সালাহ্ উদ্দিন টিপু, যুগ্ম আহ্বায়ক বায়েজীদ ভুঁইয়া।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় শ্রমিকলীগ নেতা এডভোকেট মোঃ আনোয়ারুল হক, রামগতি উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন ভিপি হেলাল, তোরাবগঞ্জ ইউপি চেয়ারম্যান ফয়সাল আহম্মদ রতন, কমলনগর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ফজলুল হক সবুজ।

উক্ত সভা পরিচালনা করেন কমলনগর উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ আহসান উল্লাহ হিরন। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে অাগত যুবলীগের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।




Pushing the state towards a terrible disaster….. ASM Rab

Lakshmipur:

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, সংবিধান হচ্ছে জনগণের অভিপ্রায়ের বহি:প্রকাশ। উচ্চ আদালত কর্তৃক সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়কে কেন্দ্র করে সরকার এবং সরকারী দল যে সকল বক্তব্য-কর্মকান্ড পরিচালনা করছে তার মধ্যদিয়ে সংবিধানের বিরুদ্ধে তাদের অনাস্থাই প্রকাশ পাচ্ছে। বিচার বিভাগের সাথে সরকারের স্ব-ঘোষিত যুদ্ধ রাষ্ট্রকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। যা দেশবাসীর কাম্য নয়। সংবিধানের আওতায় থেকেই রাষ্ট্র পরিচালনা করতে হবে-সংবিধান বর্হিভূতভাবে নয়।

রব বলেন, রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান দুর্বল ও অকার্যকর হয়ে যাওয়ার পথে। যা থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে শাসন-প্রশাসনে আমূল সংস্কার। জেএসডি উত্থাপিত ১০ দফাই আমূল সংস্কারের কর্মসূচী। এই কর্মসূচী বাস্তবায়নের কোন বিকল্প নেই।

সোমবার (৪সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুরের রামগতিতে  ৮নং বড়খেরী ইউনিয়ন ও ৯নং চর গাজী ইউনিয়ন জেএসডি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মীর গোলাম আজম ফারুক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেএসডি সহ-সভাপতি বেগম তানিয়া রব, এ্যাড. সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, এ্যাড. কাউছার নিয়াজী, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, শাহদাত হোসেন নিরব, লোকমান হোসেন বাবলু, বোরহান উদ্দিন রোমান, ইঞ্জি. মনিরুল ইসলাম মিঠু, এহসান রিয়াজ, আবদুলাহ আল নোমান, আসিবুল ইসলাম রিয়াজসহ রামগতি উপজেলা জেএসডি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।




Journalist Rafiqul Islam Montu receives the title of "Coastal Friend"

বাংলাদেশে সর্বপ্রথম সমগ্র উপকূল নিয়ে গণমাধ্যমে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ “উপকূল বন্ধু” উপাধি পেলেন উপকূল সাংবাদিকতার পথিকৃত সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু। সোমবার ( ৪ সেপ্টেম্বর) বিকেলে “উপকূল বন্ধু” উপাধি খচিত সম্মানার বিশেষ স্মারকটি তাঁর হাতে তুলে দেন লক্ষ্মীপুর-৪ ( রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও অনুষ্ঠানের প্রধান অতিথি আবদুল্লাহ আল মামুন। রামগতির বিবিরহাটের অনুষ্ঠিত এক অনুষ্ঠানে রামগতি-কমলনগর অনলাইন এ্যাক্টিভিষ্ট ফোরাম এ সম্মাননা প্রদান করে। সাংবাদিক রফিকুল ইসলাম মন্টুর বাড়ি উপকূলীয় জেলা বরগুনায়। ইতোপূর্বে তিনি আরো প্রায় ১৫টি জাতীয় ও আর্ন্তজাতিক পুরস্কার লাভ করেন। অনুষ্ঠানে সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে স্থানীয় সাংসদ আবদুল্ললাহ আল মামুন, মুুুুক্তিযোদ্ধাসহ আরো ১০জন কে দেয়া হয় বিশেষ সম্মাননা স্মারক। ফোরামের সহ সভাপতি মো: বেলালের সভাপতিত্বে এবং সাইফ রাশেদর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, রামগতি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাসান মাহমুদ ফেরদৌস, ইউপি চেয়ারম্যান তাওহিদুল ইসলাম সুমন, জেলা পরিষদের সদস্য মুজাহিদুল ইসলাম দিদার, সমাজে সেবক খালেদ আমিন রাশেদ, শিক্ষক কামাল উদ্দিন ওসমান, প্রবাসি ব্যবসায়ী হাজী নাজিম উদ্দিন, ব্যবসায়ী রিয়াজ উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হাসান ইবনে আবদুল কাইয়ুম এবং মাসুদ সুমন প্রমুখ।

সাংবাদিক রফিকুল ইসলাম মন্টুর কাজের ক্ষেত্র বাংলাদেশের সমগ্র উপকূলের ১৬ জেলা।সারাবছরই তিনি উপকূলের প্রান্তিক জনপদ ঘুরে তুলে আনেন বিপন্ন মানুষের জীবনচিত্র, সমস্যা, সম্ভাবনা, জলবায়ু পরিবর্তন, পরিবেশ পরিস্থিতি, উন্নয়ন-অপউন্নয়ন, নাগরিক সেবা, শিক্ষা-সংস্কৃতিসহ নানা বিষয়ের খবর। যা প্রকাশ করেন গনমাধ্যমে।

জানা যায়, তিনি বিভিন্ন সময় দৈনিক প্রথম আলো, বাংলানিউজটোয়েন্টিফোর, দৈনিক সমকাল, দৈনিক কালের কণ্ঠ, বার্তা সংস্থা ইউএনবি, দৈনিক মানবজমিন, রাইজিংবিডি, দৈনিক ভোরের কাগজ, দৈনিক সংবাদ, দৈনিক দেশ, দৈনিক জনতা, বাংলাদেশ টাইমস, বাংলাবাজার পত্রিকাসহ কয়েকটি পত্রিকায় কাজ করেন।



North Korea has developed a hydrogen bomb

উত্তর কোরিয়া জানিয়েছে আরও উন্নত প্রযুক্তির পারমাণবিক অস্ত্র তৈরি করেছে তারা। আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রে বহনযোগ্য এ হাইড্রোজেন বোমাটি পরিদর্শন করেছেন কিম জং উন।

‘ব্যাপক ধ্বংসাত্মক ক্ষমতাসম্পন্ন’ এই হাইড্রোজেন বোমাটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রে সংযোজন করা যাবে বলে দাবি উত্তর কোরিয়ার।

রোববার সকালে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির সরবরাহ করা এক ছবিতে দেখা যায়, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ক্ষুদ্র সংস্করণের ওই হাইড্রোজেন বোমাটি পরিদর্শন করছেন।

তবে স্বাধীন কোনো সূত্র থেকে উত্তর কোরিয়ার এ দাবির বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে আল জাজিরা ও বিবিসি।

এদিকে, উত্তর কোরিয়ার হাতে উন্নত প্রযুক্তি থাকার দাবি করলেও বিশেষজ্ঞদের এ নিয়ে সন্দেহ ছিল। রোববার দেশটির হাইড্রোজেন বোমার ঘোষণা এরইমধ্যে কোরীয় উপদ্বীপ ও ওয়াশিংটনে আতঙ্ক তৈরি করেছে। এর মাধ্যমে দেশটি পারমাণবিক অস্ত্রের দিক দিয়ে তার লক্ষ্যস্থলের কাছাকাছি পৌঁছেছে বলে মনে করা হচ্ছে।

বোমাটি পরিদর্শনে এসে সংশ্লিষ্টদের কিছু নির্দেশনা দেন কিম। এ সময় তিনি বলেন, এ বোমার ব্যাপক বিধ্বংসী ক্ষমতা রয়েছে। শতভাগ দেশীয় তৈরি উপকরণে ও নিজস্ব প্রযুক্তিতে এটি তৈরি করা হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপ উপেক্ষা করেই দেশটি পারমাণবিক অস্ত্রের বিকাশ ঘটাচ্ছে। এরইমধ্যে তারা ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে, যা যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম।

কিম জং উনের ক্ষমতারোহণের পর থেকেই পরমাণু অস্ত্রের দিকে আরও এগিয়ে যায় দেশটি। এ নিয়ে নিয়মিত হুমকি-ধমকিতে ব্যস্ত ওয়াশিংটন ও পিয়ংইয়ং। সম্প্রতি কয়েক দফা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে এবং প্রশান্ত মহাসাগরীয় মার্কিন ঘাঁটি গুয়ামে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ঘোষণা দেন কিম। এতে কোরীয় অঞ্চলে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে।




Prime Minister seeks prayers to move the country forward

দেশকে মধ্যম আয় থেকে উন্নত বিশ্বের দেশে রূপান্তর করতে পবিত্র ঈদুল আজহার দিন দেশবাসীর দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার গণভবনে ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই দোয়া চান।

এ সময় তিনি দেশকে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের অভিশাপ থেকে মুক্ত করতে সবার সহযোগিতা কামনা করেন। বিশেষ করে অভিভাবক, শিক্ষক, মসজিদের ইমাম ও আলেম-ওলামার প্রতি বিশেষ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘দেশ যে গতিতে এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ একদিন বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে যুক্ত হবে।’

এ সময় প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শান্তিপূর্ণ দেশ। সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে তার সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথাও তুলে ধরেন শেখ হাসিনা।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবনে দলীয় নেতাকর্মী, বিচারক ও বিদেশি কূটনীতিকসহ সর্বস্তরের জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

সকাল সাড়ে ৯টা থেকে ১১টা পর্যন্ত গণভবনে দলীয় নেতা-কর্মী, কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক ও বুদ্ধিজীবীসহ সর্বস্তরের জনগণ ও পেশাজীবীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।

বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত প্রধানমন্ত্রী একই স্থানে বিচারক ও বিদেশি কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন।

শুভেচ্ছা বিনিময়কালে ছোটবোন শেখ রেহানাসহ পরিবারের সদস্য ও দলের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।




Genocide underway in Rakhine: Turkish President

মায়ানমারের মুসলিম অধ্যুষিত রাখাইনে রোহিঙ্গা নিধনকে গণহত্যা বলে দাবি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইয়েপ এরদোয়ান। তিনি আরও বলেছেন, যেসব দেশ গণতন্ত্রের দুয়া তুলে এ গণহত্যা দেখেও দেখছে না তারাও মায়ানমারের এ গণহত্যায় ইন্ধন দিচ্ছে।
তারাও সমান দোষে দোষী।

ঈদুল আজহা উপলক্ষ্যে তুরস্কের ইস্তানবুলে বক্তব্য দেয়ার সময় এরদোয়ান আরও বেশি রোহিঙ্গাদের প্রবেশের জন্য সীমান্ত খুলে দিতে বাংলাদেশের প্রতি আহ্বান জানান। তিনি এ বিষয়ে চলতি বছরে রোহিঙ্গাদের মানবিক সহায়তার বিষয়ে একটি সম্মেলন আয়োজনের ঘোষণা দেন। রোহিঙ্গাদের তুরস্কও সহায়তা দেবে বলে অঙ্গীকার করেছেন এরদোয়ান। সূত্র : গার্ডিয়ান




Chief Justice exchanges Eid greetings with Prime Minister

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

শনিবার সকাল ১০টার দিকে প্রধান বিচারপতি গণভবনে যান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন ও বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধান বিচারপতি।

অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার, বিচারপতিগণ ও সশস্ত্রবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ, দলীয় নেতা-কর্মী, বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকসহ গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকা টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ে নেতৃত্ব দেয়া সাকিব আল হাসানের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এসময় সাকিবকে নিজ হাতে খাইয়ে দেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ছোট মেয়ে ও শেখ হাসিনার বোন শেখ রেহানা, প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা হোসেন পুতুল, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ফারুক খান ও দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।




Four people, including father and son, killed in Lakshmipur bus crash

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে বাস চাপায় বাবা ও ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। তারা সবাই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী। এতে গুরুতর আহত হয়েছেন আরো দু’জন।
শনিবার (০২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-রায়পুর আঞ্চলিক সড়কের সদর উপজেলার মান্দারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই দু’জন এবং হাসপাতালে নেওয়ার পথে আরো দু’জনসহ মোট চারজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- সদর উপজেলার আবিরখিল গ্রামের মো. ইউছুফ ও তার ছেলে ইকবাল সাকিব ও পূর্ব জামিরতলী গ্রামের মিজানুর রহমান ও অটোরিকশার চালক মমিন উল্যাহ। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা রায়পুরগামী জোনাকী পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছলে সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দু’জন ও হাসপাতালে নেওয়ার পথে আরো দু’জনের মৃত্যু হয়।
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।