Sunny Leone married again

বলিউড অভিনেত্রী সানি লিওন আবারও বিয়ে করলেন। তবে সানির জীবনে নতুন কোন পুরুষ আসেনি। স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গেই আবারও বিয়ের বন্ধনে নিজেকে বেঁধেছেন।

গত ৩১ অক্টোবর মালদ্বীপের সৈকতে সেজে উঠেছিল তাদের বিয়ে আসর। এদিন তারা সবাই সাদা পোশাকে সেজেছিলেন। সানি-ড্যানিয়েলের এই বিয়েতে তার পাশে ছিল তিন সন্তান নিশা, নোয়া ও আশের।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুসারে, সানি ও ড্যানিয়েল দুজনেই চাইছিলেন তাদের সন্তানরা একটু বড় হলে, নতুন করে বিয়ে করবেন। সন্তানদের বিয়ে সম্পর্কে গুরুত্ব বোঝানোর লক্ষ্যেই এমনটা করার ইচ্ছে ছিল দুজনের। সে কারণেই প্রথম বিয়ের ১৩ বছর পর বিয়ে করলেন সানি ও ড্যানিয়েল।




Classes begin on October 27 in Kuby

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে আগামী ২৭ অক্টোবর। বুধবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস ২৭ অক্টোবর শুরু হবে এবং এর আগে কোটার ফলাফল ৩ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এবং শিক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সব ইউনিটের কোটার সাক্ষাৎকার আগামী ৬ এবং ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকারের সময় মূল সনদ জমা দিতে হবে।
এছাড়াও ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।

কোটার ফলাফলের বিষয়ে জানতে চাইলে কুবি রেজিস্ট্রার বলেন, সব ধরনের কোটা বাতিল করা হয়েছে। তবে পোষ্য কোটা এখনো বহাল রয়েছে। সে কোটার সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে ৫ থেকে ২৭ অক্টোবরের মধ্যে ভর্তি চূড়ান্ত এবং ২০ অক্টোবর থেকে স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ের সুবিধা অনুযায়ী ২০২৩-’২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু করার নির্দেশনা দেওয়া হয়।

 




Tigers have a flying start to the World Cup

ঘরে এসে সিরিজ হারিয়ে গেছে আফগানিস্তান। ওই সিরিজই বিশ্বকাপ ম্যাচ নিয়ে বাড়তি হাইপ তুলেছে। হাইপ ওঠা ওই ম্যাচে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সে পানসে বানিয়ে ছেড়েছে বাংলাদেশ। ৬ উইকেটের বড় জয়ে দুই পয়েন্টের সঙ্গে ১.৪৮ বোনাস পয়েন্ট নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে।

শনিবার ধর্মশালা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে বল করতে নামে বাংলাদেশ। দুই আফগান ওপেনার ভালো শুরু করলেও ৩৭.২ ওভারে ১৫৬ রানে অলআউট হয়ে যায়। জবাব দিতে নেমে শুরুতে দুই উইকেট হারায় বাংলাদেশও। তিনে নামা মেহেদী মিরাজ ও চারে নামা নাজমুল শান্ত ওই ধাক্কা সামলে দলকে জয়ের প্রান্তে তুলে নেন। পরে মিরাজ ফিরলেও ফিফটি করে ম্যাচ জিতিয়ে ফেরেন শান্ত।

এর আগে দুই আফগান ওপেনার  রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান ৪৭ রানের জুটি দেন। সাবলীল শুরু করা ওই জুটি ভাঙতে সপ্তাম ওভারে বল হাতে নেন সাকিব আল হাসান। দলকে দরকারী ব্রেক থ্রু দেন।। তরুণ ওপেনার ইব্রাহিমকে ২২ রানে ক্যাচে পরিণত করেন তিনি। এরপর রহমত শাহকেও (১৮) তুলে নেন বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার সাকিব।

ওই ধাক্কা সামাল দেওয়ার লড়াইয়ে ব্যর্থ হন গুরবাজ ও হাসমতুল্লাহ শাহেদী। চারে নামা শাহেদী ১৮ রান করে মিরাজের বলে ক্যাচ দেন। দলের রান তখন ১১২। সেখান থেকে ১৪ রান হতেই আরও তিন উইকেট হারায় আফগানরা। ফিরে যান ৬২ বলে ৪টি চারের সঙ্গে এক ছক্কায় ৪৭ রান করা ওপেনার গুরবাজ। ব্যর্থ হন পাঁচে নামা নাজিবউল্লাহ (৫) ও ছয়ে নামা মোহাম্মদ নবী (৬)

ওই ধাক্কা সামাল দিতে পারেনি আফগানরা। অলআউট হয় ৩৭.২ ওভারে। জবাব দিতে নেমে ১৯ রানের মধ্যে ফিরে যান লিটন (১৩) ও তানজিদ তামিম (৫)। তিনে নামা মিরাজ ও চারে নামা শান্ত ৯৭ রানের জুটি দিয়ে ওই ধাক্কা কাটিয়ে ওঠেন। মিরাজ ৭৩ বলে পাঁচটি চারের শটে ৫৭ রান করে আউট হন। এরপর সাকিব ১৪ রান করে ফিরে যান। তাতে জয়ের পথ কঠিন হয়নি। শান্ত ৮৩ বলে তিনটি চার ও এক ছক্কায় ৫৯ রান করে ৯২ বল থাকলে দলকে জয় এনে দেন।

বাংলাদেশের পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন দুই অলরাউন্ডার সাকিব ও মেহেদী মিরাজ। সঙ্গে ফিফটি করে মিরাজ ম্যাচ সেরা হয়েছেন। দুই উইকেট দখল করেছেন বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। বাকি দুই উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। আফগানদের হয়ে তিন পেসার ফারুকি, নাভিন উল ও ওমরজাই একটি করে উইকেট নিয়েছেন। রশিদ খান কিংবা মুজিব উরকে উইকেট দেয়নি বাংলাদেশ।




Mirage wants to bring back that U-19

আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ছয় বছর কাটিয়ে দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। শুরুতে ছিলেন ডানহাতি অফ স্পিনার। সেখান থেকে টুকটাক ব্যাট চালাতে পারা অলরাউন্ডার। গেল দুই বছর আট নম্বরে ব্যাট করতে পারা অলরাউন্ডার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন তিনি।

অথচ মিরাজ বিশ্বাস করেন তিনি পরিপূর্ণ অলরাউন্ডার। যিনি ২০১৬ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। ব্যাট হাতে ২৪২ রানের সঙ্গে ১২ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন।

এবার ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে টপ-মিডলে নিয়মিত ব্যাট করার সুযোগ পেতে পারেন মিরাজ। আফগানিস্তানের বিপক্ষে যেমন তিনি ওয়ান ডাউনে ব্যাট করে ৫৭ রানের দারুণ কার্যকরী ইনিংস খেলেছেন। তার আগে বল হাতে ৩ উইকেট নেওয়ায় ম্যাচ সেরা হয়েছেন। রাজকীয় পারফরম্যান্সের পর মিরাজ জানিয়েছেন, তিনি অনূর্ধ্ব-১৯ এর সেই বিশ্বকাপের মতো পারফরম্যান্স দিতে চান।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘আমি যদি বিশ্বকাপের মতো বড় মঞ্চে অলরাউন্ড পারফরম্যান্স করতে পারি, তবে সেটা আমার ও দলের জন্য বড় অর্জন হবে। ২০১৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মতো পারফরম্যান্স দেখানোর স্বপ্ন দেখি আমি।’

ঘরের মাঠে গত বছর আফগানিস্তানের বিপক্ষে লোয়ারে নেমে ম্যাচ জয়ী ৮১ রানের ইনিংস খেলেছিলেন মিরাজ। ভারতের বিপক্ষে গত বছর খেলেছেন ১০০ রানের হার না মানা ম্যাচ জয়ী ইনিংস। এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জেতানো সেঞ্চুরির পর বিশ্বকাপের দুই প্রস্তুতি ম্যাচ টপ অর্ডারে ব্যাট করে ফিফটি পেয়েছেন মিরাজ।

সব মিলিয়ে ব্যাট হাতে এখন তিনি আত্মবিশ্বাসী, ‘ভারত সিরিজ থেকে রান পেতে শুরু করি। এরপর ব্যাটিং নিয়ে আমি অনেক পরিশ্রম করেছি। কীভাবে আরও ভালো ব্যাট করতে পারি এবং দলে অবদান রাখতে পারি তা নিয়ে ভেবেছি। ভিন্ন ভিন্ন পজিশনে আমি ব্যাট করেছি, সেজন্য দল আমাকে দারুণ সমর্থন দিয়েছে।’

ব্যাট হাতে রান পেলেও কোন ম্যাচে কোন অর্ডারে কী পরিস্থিতি ব্যাট করতে হবে এখনও নিশ্চিত নন মিরাজ। যেকোন ব্যাটিং অর্ডারের জন্য তিনি প্রস্তুত। তবে উপরে খেলতে পারা বড় সুযোগ মানছেন তিনি, ‘ভিন্ন পজিশন মানে ভিন্ন পরিস্থিতি। তবে দল যেহেতু সুযোগ দিয়েছে, আমি সেটা নিতে চাই। আমার বিশ্বাস, আমি ব্যাট করতে পারি। আটে ব্যাটিংয়ের চেয়ে টপ-মিডলের যেকোন ব্যাটিং অর্ডারে খেলা অনেক বড় সুযোগ।




Trump rejects Kamala Harris' October debate invitation

যুক্তরাষ্ট্রে আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে অক্টোবরে দ্বিতীয় বিতর্কে অংশ নিতে কমলা হ্যারিসের আহ্বান প্রত্যাখ্যান করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইতোমধ্যে কয়েকটি রাজ্যে আগাম নির্বাচন চলছে। তাই দ্বিতীয় বিতর্কের জন্যে এটি খুব দেরি হয়ে গেছে।

এর আগে কমলা হ্যারিসের প্রচারণা শিবির থেকে বলা হয়, সম্প্রচার কেন্দ্র সিএনএন থেকে ২৩ অক্টোবর একটি বিতর্কে অংশ নেওয়ার আমন্ত্রণ তিনি গ্রহণ করেছেন। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ কথা জানিয়েছে।

কমলা হ্যারিসের প্রচারণা শিবিরের প্রধান জেন ও’ম্যালি ডিলন এক বিবৃতিতে বলেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দ্বিতীয় বিতর্ক দেখার সুযোগ আমেরিকান জনগণের প্রাপ্য।

এ ছাড়া কমলাও এক্স-এ পোস্ট করে বলেছেন, ‘আমি আশা করি (ট্রাম্প) আমার স্পঙ্গে যোগ দেবেন’।

তবে শনিবার যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের সুইং স্টেট নর্থ ক্যারোলাইনায় নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলে, এর একটি ভালো বিনোদন মূল্য রয়েছে। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। কারণ কিছু রাজ্যে আগাম ভোট শুরু হয়ে গেছে।

উৎফুল্ল সমর্থকদের উদ্দেশ্যে তিনি আরও বলেছেন, জুনে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তিনি যখন বিতর্ক করেছিলেন সিএনএন তখন ন্যায্য অবস্থানে ছিল। এবার নাও থাকতে পারে।




অক্টোবর-নভেম্বরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

আগামী অক্টোবর ও নভেম্বর মাসে ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। তবে চলতি মাসে ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা নেই জানিয়ে দুইটি লঘুচাপের আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অফিসের ব্রিফিংয়ে এ তথ্য জানান আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ।

তার স্বাক্ষরিত আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (৫ নম্বর) জানানো হয়, বঙ্গোপসাগেরে থাকা স্থল নিম্নচাপটি সামান্য উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হয়ে আজ সকালে যশোর ও তৎসংলগ্ন এলাকায় গভীর স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

ব্রিফিংয়ে জানানো হয়, নিম্নচাপটির প্রভাবে আজ সারাদেশে বৃষ্টিপাত হবে। যা থাকবে আগামীকাল পর্যন্ত। তবে ধীরে ধীরে বৃষ্টিপাত কমে যাবে। এই স্থল গভীর নিম্নচাপের প্রভাবে সারাদেশে গত দুইদিনে বিশেষ করে চট্টগ্রাম বিভাগে অতিভারী বর্ষণ হয়েছে। এর মধ্যে কক্সবাজারে চলতি মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে।

দেশের প্রতিটি সমুদ্র বন্দরকে তিন নম্বর আর নদী বন্দর দুই নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। যা আগামীকাল পর্যন্ত বলবৎ থাকবে।




LPG price increased by Tk 11 per 12 kg

দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজিতে এবার ১১ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রোববার সন্ধ্যা ছয়টা থেকে নতুন দর কার্যকর হবে।

এর আগে টানা তিন মাস এলপিজির দাম কমেছিল। তবে গত মাসে ১২ কেজি সিলিন্ডারে ৩ টাকা বেড়েছিল।

বিইআরসি থেকে পাঠানো  সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, আগস্টের জন্য প্রতি ১২ কেজির সিলিন্ডারের দর নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৭৭ টাকা। গত জুলাইয়ে দাম ছিল ১ হাজার ৩৬৬ টাকা।

বিইআরসি প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে। বিইআরসির নতুন দর অনুযায়ী, বেসরকারি এলপিজির মূল্য সংযোজন করসহ (মূসক/ভ্যাটসহ) দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১১৪ টাকা ৭৯ পয়সা, যা গত মাসে ছিল ১১৩ টাকা ৮৬ পয়সা। এই হিসাবে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে।




Outrage in Bangladesh as blogger’s posts spark calls for death

Protests have erupted, with demonstrators publicly burning images of a controversial blogger, Kamran Husen, who is accused of spreading false information about Islam and religious scholars. The protests have drawn participation from Jamaat-e-Islami, Chhatra Shibir, among others, all calling for Husen’s death.

Protesters claim that Husen, on his website www.search70.com recounts being sexually abused by his Quran teacher, allegedly a member of Jamaat-e-Islami , during his childhood. His website contains articles detailing abuse within religious institutions in Bangladesh. Protesters are outraged by articles where Husen suggests the Quran does not explicitly forbid sexual abuse of boys, as a result of which clerics feel free to abuse boys. Husen even goes as far as to state that the Prophet Muhammad would be considered a child rapist for his marriage to Aisha, if he were alive today.

 

 

These claims have led the ulama and other religious leaders to denounce Husen’s writings as blasphemous, urging severe action.




Black under the eyes? How to remove

অনেকেরই চোখের নিচে কালি পড়ে। এতে মুখের সৌন্দর্য অনেকটা ম্লান হয়ে যায়। সাধারণত অনিয়ন্ত্রিত জীবনযাপন, মানসিক চাপ, ঠিক মতো ঘুম না হওয়া, দূষণ এসব কারণে চোখের তলায় কালি পড়ে। কেউ কেউ চোখের নিচের কালি দূর করতে নানা ধরনের দামি প্রসাধনী ব্যবহার করেন। এতে সাময়িক মুক্তি মিললেও আবারও একই সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে ঘরোয়া কিছু সমাধান ব্যবহার করতে পারেন।

কী করবেন 

চোখের নিচে আলুর রস তুলায় ভিজিয়ে ২০ মিনিট ধরে লাগিয়ে রাখতে পারেন। এতে ডার্ক সার্কল বা চোখের নিচে কালি কমবে।

আমন্ড তেল বা বাদাম তেল ১ মিনিট ধরে আলতোভাবে ম্যাসাজ করার পরে ১৫ মিনিট রেখে দিতে হবে। এরপর পরিষ্কার পানি দিয়ে চোখ ধুয়ে ফেলতে হবে।

ঠান্ডা দুধের প্রলেপ দিলেও অনেকসময় চোখের নিচের কালি দূর হয়। এছাড়াও ব্যবহার করতে পারেন পুদিনা পাতার রস।

শসা আর টমেটো চোখের নিচের কালি দূর করতে বেশ কার্যকর। শসা গোল করে কেটে চোখের উপরে লাগিয়ে রাখলে উপকার পাবেন।




জানা গেল কী হতে যাচ্ছে ২৬ সেপ্টেম্বর

২৬ সেপ্টেম্বর নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের কথা শোনা যাছে। একেক জন একেক কথা বলছেন। কেউ কেউ মজা করছেন, আবার কেউ আসলে কি হবে তা জানতেই পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়

অনেকে গুগলেও সার্চ করছেন ‘২৬ সেপ্টেম্বর কী হবে’ তা লিখে। এত এত আলোচনা এই ২৬ সেপ্টেম্বর নিয়ে। আসলে কি এমন ঘটবে যাতে মানুষ ধনী হয়ে যাবে?

জানা যাচ্ছে, টেলিগ্রামের একটি অ্যাপ আসলে এই আলোচনার নেপথ্যে।

টেলিগ্রামভিত্তিক একটি গেমিং বট নিয়েই আলোচনায় রয়েছে ২৬ সেপ্টেম্বর। গেমিং বটটির নাম ‘হামস্টার কমব্যাট’। যেখানে বিভিন্ন টাস্ক পূরণ ও ট্যাপ করে গেম কারেন্সি (কয়েন, কি ইত্যাদি) অর্জন করা যায়। ফেসবুক, এক্স ও ইউটিউবে অনেকেই এই গেমটির বিষয়ে প্রচারণা চালাচ্ছেন। তারা দাবি করেছেন, ২৬ তারিখে এই গেমটির কয়েনগুলোকে ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করা যাবে বলে গেমসটির নির্মাতারা জানিয়েছেন। তবে এর সত্যতা যাচাই করা যায়নি।

আবার কেউ কেউ বলছেন, টেলিগ্রামের এমন অ্যাপ অনেক আছে। মাঝেমধ্যেই তারা তাদের গেমস কারেন্সি ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তরের সুযোগ দিয়ে থাকে। তবে টিকটকের কারণে ‘হামস্টার কমব্যাট’ বেশি পরিচিতি পেয়েছে।

এদিকে এসব দাবির বিরোধিতা করে কেউ কেউ বলছেন, যদি এভাবে কোটিপতি বা বড়লোক হওয়া যেত, তাহলে মানুষ আর কাজ করত না! তাদের প্রশ্ন, হামস্টারের ৩০০ মিলিয়ন ফলোয়ারকে যদি দুই ডলার করেও দেওয়া হয়, তাহলে যে বিপুল অর্থ দিতে হবে সেটা কি আদৌ তারা দিতে পারবে?

হামস্টার কমব্যাটের গেমাররা ‘২৬ সেপ্টেম্বরের’ বিষয়টি মোটামুটি এভাবেই দেখছেন। বিষয়টি যখন সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেন্ড করছে, তখন অনেকেই কৌতূহল কিংবা আতঙ্কের জায়গা থেকে জানার জন্য ফেসবুকে পোস্ট করছেন, কী হতে যাচ্ছে ২৬ তারিখ?