Sunny Leone married again

বলিউড অভিনেত্রী সানি লিওন আবারও বিয়ে করলেন। তবে সানির জীবনে নতুন কোন পুরুষ আসেনি। স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গেই আবারও বিয়ের বন্ধনে নিজেকে বেঁধেছেন।

গত ৩১ অক্টোবর মালদ্বীপের সৈকতে সেজে উঠেছিল তাদের বিয়ে আসর। এদিন তারা সবাই সাদা পোশাকে সেজেছিলেন। সানি-ড্যানিয়েলের এই বিয়েতে তার পাশে ছিল তিন সন্তান নিশা, নোয়া ও আশের।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুসারে, সানি ও ড্যানিয়েল দুজনেই চাইছিলেন তাদের সন্তানরা একটু বড় হলে, নতুন করে বিয়ে করবেন। সন্তানদের বিয়ে সম্পর্কে গুরুত্ব বোঝানোর লক্ষ্যেই এমনটা করার ইচ্ছে ছিল দুজনের। সে কারণেই প্রথম বিয়ের ১৩ বছর পর বিয়ে করলেন সানি ও ড্যানিয়েল।




Classes begin on October 27 in Kuby

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে আগামী ২৭ অক্টোবর। বুধবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস ২৭ অক্টোবর শুরু হবে এবং এর আগে কোটার ফলাফল ৩ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এবং শিক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সব ইউনিটের কোটার সাক্ষাৎকার আগামী ৬ এবং ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকারের সময় মূল সনদ জমা দিতে হবে।
এছাড়াও ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে।

কোটার ফলাফলের বিষয়ে জানতে চাইলে কুবি রেজিস্ট্রার বলেন, সব ধরনের কোটা বাতিল করা হয়েছে। তবে পোষ্য কোটা এখনো বহাল রয়েছে। সে কোটার সাক্ষাৎকার গ্রহণ করা হবে।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর গুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে ৫ থেকে ২৭ অক্টোবরের মধ্যে ভর্তি চূড়ান্ত এবং ২০ অক্টোবর থেকে স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ের সুবিধা অনুযায়ী ২০২৩-’২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু করার নির্দেশনা দেওয়া হয়।

 




Tigers have a flying start to the World Cup

Afghanistan lost the series at home. That series created extra hype about the World Cup match. Bangladesh made a complete mess of it with a great performance with bat and ball in that hyped match. With a big win of 6 wickets, they started their World Cup mission with 1.48 bonus points along with two points.

Bangladesh won the toss and elected to bowl in the match held at the Dharamsala Cricket Stadium on Saturday. The two Afghan openers started well but were all out for 156 runs in 37.2 overs. Bangladesh also lost two wickets in the beginning in reply. Mehedi Miraj, who came out for three, and Nazmul Shanto, who came out for four, overcame the blow and took the team to the brink of victory. Miraj later returned, but Shanto returned with a fifty to win the match.

Earlier, two Afghan openers Rahmanullah Gurbaz and Ibrahim Zadran shared a 47-run partnership. Shakib Al Hasan took the ball in the seventh over to break the pair that started well. He gave the team a much-needed break through. He caught young opener Ibrahim for 22 runs. Then left-arm spin all-rounder Shakib also removed Rahmat Shah (18).

Gurbaz and Hasmatullah Shahedi failed to cope with the blow. Shahedi, who fell for four, was caught by Miraz for 18 runs. The team's score was 112. From there, the Afghans lost three more wickets after scoring 14 runs. Opener Gurbaz, who scored 47 runs off 62 balls with four fours and a six, returned. Najibullah, who fell for five (5) and Mohammad Nabi (6) failed to score a six.

The Afghans could not handle the blow. They were all out in 37.2 overs. Liton (13) and Tanjid Tamim (5) returned within 19 runs in reply. Miraj, who came down for three, and Shanto, who came down for four, overcame the blow with a partnership of 97 runs. Miraj was out for 57 runs off 73 balls with five fours. Then Shakib returned for 14 runs. The road to victory was not difficult. Shanto scored 59 runs off 83 balls with three fours and a six and gave the team victory with 92 balls to spare.

For Bangladesh, two all-rounders Shakib and Mehedi Miraj took three wickets each. Miraj was named Man of the Match with a fifty. Left-arm pacer Shariful Islam took two wickets. Taskin Ahmed and Mustafizur Rahman took the remaining two wickets. For Afghanistan, three pacers Farooqui, Naveen Ullah and Omarzai took one wicket each. Bangladesh did not give wickets to Rashid Khan or Mujeeb Urke.




Mirage wants to bring back that U-19

Mehedi Hasan Miraz has spent six years in international one-day cricket. He started as a right-arm off-spinner. From there, he became an all-rounder who could bat a few times. In the last two years, he has established himself as an all-rounder who can bat at number eight.

However, Miraj believes he is a complete all-rounder who performed brilliantly with both bat and ball in the Under-19 World Cup held at home in 2016. He was the tournament's best with 12 wickets and 242 runs with the bat.

Miraj may get a chance to bat regularly in the top-middle order in the World Cup being held in India. For example, he played a very effective innings of 57 runs against Afghanistan, batting at one down. Before that, he was named man of the match for taking 3 wickets with the ball. After his royal performance, Miraj said that he wants to give a performance like that in the Under-19 World Cup.

"If I can put in an all-round performance on a big stage like the World Cup, it will be a big achievement for me and the team. I dream of showing a performance like the 2016 U-19 World Cup," Miraj said in the post-match press conference.

Miraj played a match-winning innings of 81 runs against Afghanistan at home last year, coming in lower. He played a match-winning innings of 100 runs against India last year. After his match-winning century against Afghanistan in the Asia Cup, Miraj scored a fifties while batting at the top order in two warm-up matches for the World Cup.

Overall, he is now confident with the bat, 'I started getting runs from the India series. After that, I worked a lot on my batting. I thought about how I can bat better and contribute to the team. I have batted in different positions, so the team has given me great support.'

Even if he gets runs with the bat, Miraz is still not sure what situation he will have to bat in which order in which match. He is ready for any batting order. However, he considers it a big opportunity to play at the top, 'Different positions mean different situations. However, since the team has given me the opportunity, I want to take it. I believe I can bat. Playing in any batting order in the top-middle is a much bigger opportunity than batting at eight.




Trump rejects Kamala Harris' October debate invitation

যুক্তরাষ্ট্রে আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে অক্টোবরে দ্বিতীয় বিতর্কে অংশ নিতে কমলা হ্যারিসের আহ্বান প্রত্যাখ্যান করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইতোমধ্যে কয়েকটি রাজ্যে আগাম নির্বাচন চলছে। তাই দ্বিতীয় বিতর্কের জন্যে এটি খুব দেরি হয়ে গেছে।

এর আগে কমলা হ্যারিসের প্রচারণা শিবির থেকে বলা হয়, সম্প্রচার কেন্দ্র সিএনএন থেকে ২৩ অক্টোবর একটি বিতর্কে অংশ নেওয়ার আমন্ত্রণ তিনি গ্রহণ করেছেন। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ কথা জানিয়েছে।

কমলা হ্যারিসের প্রচারণা শিবিরের প্রধান জেন ও’ম্যালি ডিলন এক বিবৃতিতে বলেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দ্বিতীয় বিতর্ক দেখার সুযোগ আমেরিকান জনগণের প্রাপ্য।

এ ছাড়া কমলাও এক্স-এ পোস্ট করে বলেছেন, ‘আমি আশা করি (ট্রাম্প) আমার স্পঙ্গে যোগ দেবেন’।

তবে শনিবার যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের সুইং স্টেট নর্থ ক্যারোলাইনায় নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলে, এর একটি ভালো বিনোদন মূল্য রয়েছে। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। কারণ কিছু রাজ্যে আগাম ভোট শুরু হয়ে গেছে।

উৎফুল্ল সমর্থকদের উদ্দেশ্যে তিনি আরও বলেছেন, জুনে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তিনি যখন বিতর্ক করেছিলেন সিএনএন তখন ন্যায্য অবস্থানে ছিল। এবার নাও থাকতে পারে।




Cyclone threat in October-November

আগামী অক্টোবর ও নভেম্বর মাসে ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। তবে চলতি মাসে ঘূর্ণিঝড়ের কোনো সম্ভাবনা নেই জানিয়ে দুইটি লঘুচাপের আভাস দিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে আবহাওয়া অফিসের ব্রিফিংয়ে এ তথ্য জানান আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ।

তার স্বাক্ষরিত আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (৫ নম্বর) জানানো হয়, বঙ্গোপসাগেরে থাকা স্থল নিম্নচাপটি সামান্য উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হয়ে আজ সকালে যশোর ও তৎসংলগ্ন এলাকায় গভীর স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

ব্রিফিংয়ে জানানো হয়, নিম্নচাপটির প্রভাবে আজ সারাদেশে বৃষ্টিপাত হবে। যা থাকবে আগামীকাল পর্যন্ত। তবে ধীরে ধীরে বৃষ্টিপাত কমে যাবে। এই স্থল গভীর নিম্নচাপের প্রভাবে সারাদেশে গত দুইদিনে বিশেষ করে চট্টগ্রাম বিভাগে অতিভারী বর্ষণ হয়েছে। এর মধ্যে কক্সবাজারে চলতি মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড হয়েছে।

দেশের প্রতিটি সমুদ্র বন্দরকে তিন নম্বর আর নদী বন্দর দুই নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। যা আগামীকাল পর্যন্ত বলবৎ থাকবে।




LPG price increased by Tk 11 per 12 kg

দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ১২ কেজিতে এবার ১১ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রোববার সন্ধ্যা ছয়টা থেকে নতুন দর কার্যকর হবে।

এর আগে টানা তিন মাস এলপিজির দাম কমেছিল। তবে গত মাসে ১২ কেজি সিলিন্ডারে ৩ টাকা বেড়েছিল।

বিইআরসি থেকে পাঠানো  সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, আগস্টের জন্য প্রতি ১২ কেজির সিলিন্ডারের দর নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৭৭ টাকা। গত জুলাইয়ে দাম ছিল ১ হাজার ৩৬৬ টাকা।

বিইআরসি প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে। বিইআরসির নতুন দর অনুযায়ী, বেসরকারি এলপিজির মূল্য সংযোজন করসহ (মূসক/ভ্যাটসহ) দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১১৪ টাকা ৭৯ পয়সা, যা গত মাসে ছিল ১১৩ টাকা ৮৬ পয়সা। এই হিসাবে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে।




Outrage in Bangladesh as blogger’s posts spark calls for death

Protests have erupted, with demonstrators publicly burning images of a controversial blogger, Kamran Husen, who is accused of spreading false information about Islam and religious scholars. The protests have drawn participation from Jamaat-e-Islami, Chhatra Shibir, among others, all calling for Husen’s death.

Protesters claim that Husen, on his website www.search70.com recounts being sexually abused by his Quran teacher, allegedly a member of Jamaat-e-Islami , during his childhood. His website contains articles detailing abuse within religious institutions in Bangladesh. Protesters are outraged by articles where Husen suggests the Quran does not explicitly forbid sexual abuse of boys, as a result of which clerics feel free to abuse boys. Husen even goes as far as to state that the Prophet Muhammad would be considered a child rapist for his marriage to Aisha, if he were alive today.

 

 

These claims have led the ulama and other religious leaders to denounce Husen’s writings as blasphemous, urging severe action.




Black under the eyes? How to remove

Many people have dark circles under their eyes. This diminishes the beauty of their face. Usually, dark circles under their eyes are caused by an uncontrolled lifestyle, stress, lack of sleep, and pollution. Some people use various expensive cosmetics to remove dark circles under their eyes. Although this provides temporary relief, the same problem may occur again. In that case, you can use some home remedies.

What to do? 

You can soak a cotton ball in potato juice and apply it under your eyes for 20 minutes. This will reduce dark circles or puffiness under your eyes.

Gently massage almond oil for 1 minute and leave it for 15 minutes. Then wash your eyes with clean water.

Applying cold milk can sometimes help remove dark circles under the eyes. You can also use mint leaf juice.

Cucumber and tomato are very effective in removing dark circles under the eyes. You can benefit from cutting cucumber into circles and placing them over your eyes.




It is known what is going to happen on September 26

There are various rumors being heard on social media regarding September 26. Each person is saying something different. Some are joking, while others are posting on social media to find out what will actually happen.

Many people are also searching Google by typing 'what will happen on September 26'. So much discussion is going on about September 26. Will something actually happen that will make people rich?

It is learned that a Telegram app is actually behind this discussion.

A Telegram-based gaming bot is in the news on September 26. The name of the gaming bot is 'Hamster Combat'. Where game currency (coins, keys, etc.) can be earned by completing and tapping various tasks. Many people on Facebook, X and YouTube are campaigning about this game. They claim that the creators of the game have said that the coins of this game can be converted into cryptocurrency on the 26th. However, the authenticity of this could not be verified.

Some say that Telegram has many such apps. Sometimes they offer the opportunity to convert their game currency into cryptocurrency. However, 'Hamster Combat' has become more popular because of TikTok.

Meanwhile, some people oppose these claims and say that if it were possible to become a millionaire or a rich person like this, people would no longer work! Their question is, if Hamster's 300 million followers were paid two dollars, would they be able to pay the huge amount that would have to be paid?

This is roughly how Hamster Combat gamers see the 'September 26' issue. As the issue is trending on social media, many people are posting on Facebook out of curiosity or fear, wondering what's going to happen on the 26th?