কমলনগরে জালে অগ্নিসংযোগ
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদী থেকে জব্দ হওয়া প্রায় পাঁচ হাজার মিটার কারেন্ট জালে অগ্নিসংযোগ ও ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়েছে। রোববার (১ অক্টোবর) দুপুরে মেঘনাপাড়ে ইলিশ ধরার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এর আগে সকালে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাসির উদ্দিন সরয়ার মা ইলিশ রক্ষায় মেঘনা নদীতে অভিযান চালায়। উপস্থিতি টের পেয়ে জেলেরা পালিয়ে যায়। এ সময় জেলেদের ফেলে রাখা জাল ও মাছ জব্দ করা হয়। পরে জব্দ হওয়া জালে অগ্নিসংযোগ ও প্রায় ২০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়। অভিযানে সহযোগিতা করেন পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ।…