আগামীকাল জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু : লক্ষ্মীপুরের ৩২ হাজার পরীক্ষার্থী

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা বুধবার থেকে শুরু হচ্ছে।লক্ষ্মীপুরে জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর লক্ষ্মীপুর জেলায় ৩২ হাজার ১ শ ৬ জন পরীক্ষার্থী অংশ নিবে।জেএসসি তে লক্ষ্মীপুরে মোট ২৩ হাজার ৬শ এবং জেডিসিতে ৮ হাজার ৫শ ৬ পরীক্ষার্থী অংশ নিবে। জেলা ব্যাপী স্কুলের ২৩ কেন্দ্র ও মাদরাসার ১৫ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে জেএসসিতে লক্ষ্মীপুর সদর উপজেলায় ১১ কেন্দ্রে ৯ হাজার ৭শ ২০, রামগঞ্জে ৫ কেন্দ্র ৪ হাজার ৫শ ৮, রায়পুরে ৩ কেন্দ্র ৩ হাজার ৮শ ২২, রামগতিতে ২ কেন্দ্র ৩ হাজার ৪শ ৮৭ এবং কমলনগরের ২ কেন্দ্র ২ হাজার ৬৩ জন পরীক্ষার্থী অংশ নিবে।

নকল মুক্ত পরিবেশে পরীক্ষা নেয়ার জন্য এবারই প্রথম কুমিল্লা বোর্ডের নির্দেশে কক্ষ পর্যবেক্ষক শিক্ষকদের কে নিজ পরীক্ষার্থীর কেন্দ্রে দায়িত্ব পালন থেকে বিরত করা হয়েছে। এতে আশা করা হচ্ছে শিক্ষকদের পক্ষ থেকে ও পরীক্ষার্থীদের কে কোন রকম নকল দিয়ে সহযোগিতার পথ বন্ধ হলো। অন্যদিকে স্কুল পরীক্ষায় শিক্ষকরা কেন্দ্র পরিবর্তন করলেও মাদরাসার শিক্ষকগণের কেন্দ্র পরবির্তনের কোন খবর পাওয়া যায়নি।




জাতীয়করণের দাবীতে ৭ সংগঠনের শপথ

শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ বিভিন্ন দাবী আদায়ের লক্ষ্যে যুগপৎ আন্দোলনের শপথ নিয়েছে ৭ শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ। প্রত্যেক সংগঠনের দাবিনামা লিখিতভাবে সমন্বয়কারী বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আবুল কাশেমের কাছে আগামী ৫ই নভেম্বরের মধ্যে জমা দেয়ার সিদ্ধান্ত হয়। মঙ্গলবার (৩১শে অক্টোবর) বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিনের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলদেশ শিক্ষক সমিতির সভাপতি আজিজুল ইসলাম এর সভাপতিত্বে স্বাধীনতার স্বপক্ষের সমমনা ৭টি শিক্ষক সংগঠনের এক সভায় এ যুগপৎ শপথ গ্রহণ করা হয়।

সভায় ৭ সংগঠনের নেতৃবৃন্দ সারা দেশের শিক্ষক-কর্মচারিদের শিক্ষাব্যবস্থা জাতীয়করণসহ ন্যয়সঙ্গত দাবী আদায়ের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। পাশাপাশি সরকারকে অতীতের প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষক-কর্মচারিদের পূর্ণাঙ্গ পেনশন সুবিধা, ৫ শতাংশ বার্ষিক বেতন বৃদ্ধি, বৈশাখি ভাতা, বাড়ি ভাড়া, পূর্ণাঙ্গ উসব ভাতাসহ সকল সুযোগ-সুবিধা প্রদানের নির্দেশনাসহ শিক্ষক-কর্মচারিদের ন্যয়সঙ্গত দাবী পূরণের আহবান জানান।

সাতটি শিক্ষক সংগঠনের মধ্যে রয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ), বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (আসাদুল হক-ফয়েজ হেসেন), বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস), বাংলাদেশ শিক্ষক সমিতি (আউয়াল-বিলকিস), বাংলাদেশ জমিয়তুল মোদারেছিন, বাংলাদেশ শিক্ষক সমিতি (আজিজুল ইসলাম-মহসীন) এবং বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি (সাত্তার-মোঃ আলী)।

সভায় উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ আবু বকর সিদ্দিক, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি আসাদুল হক, বাংলাদেশ জমিয়তুল মোদারেছিনের সভাপতি এ এম এম বাহাউদ্দীন, বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আবুল কাশেম, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, বাংলাদেশ জমিয়তুল মোদারেছিনের মহাসচিব মাওলানা শাব্বির আহমদ মোমতাজী, বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বিলকিস জামান, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ ফয়েজ হেসেন, বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী, বাংলাদেশ শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মহসীন রেজা, বাংলাদেশ শিক্ষক সমিতির সহ সভাপতি রঞ্জিত কুমার সাহা, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহ সভাপতি অধ্যক্ষ আবুবকর চৌধুরী, বাংলাদেশ শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক মোঃ শাহে আলম প্রমুখ শিক্ষক নেতৃবৃন্দ।




লক্ষ্মীপুরে অস্ত্র ও গুলিসহ দুই যুবক আটক

লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি এলজি ও ৯ রাউন্ড গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।  উপজেলার করপাড়া ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলা- স্থানীয় লামচর ইউনিয়নের মোর্শেদ আলমের ছেলে সালাহ উদ্দিন, অপরজন মধ্য করপাড়া ইউনিয়নের মো. হোসেনের ছেলে নুর মোহাম্মদ।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোতা মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের অস্ত্র ও গুলিসহ আটক করা হয়। আটককৃত দু’জনের বিরুদ্ধে থানায় ডাকাতি মামলা রয়েছে। এখন অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।




বিপিএলে পিয়া

জান্নাতুল ফেরদৌস পিয়া। পুরো নামের তিনটি শব্দের মতো ক্যারিয়ারও প্রতিফলিত হচ্ছে তিন জায়গায়।
অর্থাৎ বড় পর্দা, ছোট পর্দা এবং র‍্যাম্প- এই তিন প্ল্যাটফর্মেই আলোর দ্যুতি ছড়াচ্ছেন এই লাস্যময়ী। আর এর সাথে বাড়তি বোনাস হিসেবে আইন পেশার চাদরও গায়ে জড়িয়েছেন। এবার হয়তো তাকে দেখা যাবে ক্রীড়া জগতেও।

সবকিছু ঠিক থাকলে বিপিএলের চলতি আসরে দেখা যাবে পিয়াকে। গ্যালারি এবং মাঠে থাকবে তার সরব উপস্থিতি। অর্থ্যাৎ দর্শকদের সাথে সরাসরি যোগাযোগ ঘটবে তার। শুধু পিয়া নন, তার সঙ্গে আরও থাকবেন সামিয়া আফরিন ও মারিয়া নূর। তবে তারা মূলত স্টুডিও মাতাবেন। আর তাদের সঙ্গে দর্শক ও মাঠের উচ্ছ্বাস সংযুক্ত করবেন পিয়া।

এদিকে প্রথমবারের মতো এ ধরনের একটি ক্রীড়া আয়োজনে যুক্ত হচ্ছেন পিয়া। মডেল হিসেবে ইতিমধ্যে নিজের খ্যাতি ছড়িয়েছেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেকে অন্যতম আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু ক্রীড়াঙ্গনে তার উপস্থিতি কতটা সরব ও গ্রহণযোগ্য হয় সেটাই এখন দেখার অপেক্ষা।

অন্যদিকে, ৩-৪ নভেম্বর ব্যাপী আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় আয়োজন করা হয়েছে খাদি উৎসব ‘দ্যা ফিউচার ফ্যাব্রিক শো’। ট্রেসেমির পক্ষ থেকে এ উৎসবেও শুভেচ্ছাদূত হিসেবে থাকছেন পিয়া।

২০০৭ সালে মিস বাংলাদেশ নির্বাচিত হন পিয়া। মূলত এরই মাধ্যমে মিডিয়ায় বিচরণ শুরু পিয়ার। ১৯ দেশের প্রতিযোগীকে হারিয়ে ২০১৩ সালে ‘মিস ইন্ডিয়ান প্রিন্সেস ইন্টারন্যাশনাল’ নির্বাচিত হন খুলনার মেয়ে পিয়া। রেদওয়ান রনির হাত ধরে ২০১২ সালে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। জাতীয় পুরস্কার পাওয়া ‘চোরাবালি’, ‘দ্যা স্টোরি অব সামারা’, ‘গ্যাংস্টার রির্টান’সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। প্রথম বাংলাদেশি মডেল হিসেবে জনপ্রিয় ফ্যাশন ও লাইফস্টাইল সাময়িকী ‘ভোগ’-এর প্রচ্ছদেও দেখা গেছে পিয়াকে।

পিয়া ছোটবেলা থেকে স্বপ্ন দেখতেন আইনজীবী হওয়ার। এরইমধ্যে লন্ডন কলেজ অব লিগ্যাল স্ট্যাডিস (এলসিএলএস) থেকে গ্রাজুয়েট সম্পন্ন করেছেন পিয়া। মডেলিং ও অভিনয়ের পাশাপাশি আইন পেশাতে ব্যস্ত সময় পার করছেন।




ইউনেস্কো স্বীকৃতি পেলো ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণ

পল্লীনিউজ ডেস্ক :

বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য (ওয়ার্ল্ডস ডক্যুমেন্টরি হেরিটেজ) হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি পেলো ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণ।
৩০ অক্টোবর (সোমবার) প্যারিসে ইউনেস্কোর হেডকোয়ার্টারে এ ঘোষণা দেন মহাপরিচালক ইরিনা বোকোভা।
তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিশ্ব আন্তর্জাতিক রেজিস্টারের মেমোরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আন্তর্জাতিক তাৎপর্য রয়েছে এমন বিষয়গুলোকে বিশ্ব আন্তর্জাতিক রেজিস্টারের মেমোরিতে তালিকাভুক্ত করা হয়।
এ সংক্রান্ত তালিকাভুক্তির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে ইন্টারন্যাশনাল অ্যাডভাইজরি কমিটি (আইএসি)। গত ২৪-২৭ অক্টোবর পর্যন্ত বৈঠক করে ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয় আইএসি কমিটি।
এক প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলি বলেছেন, ‘এখন বিশ্ব আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানতে পারবে। এ ভাষণ বাংলাদেশের মানুষের জন্য স্বাধীনতার জন্য অনুপ্রেরণা। এ ভাষণেই জেগে উঠেছিলো বাঙালি জাতি।’
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ আন্তর্জাতিক দলিলে অন্তর্ভুক্তির মাধ্যমে তালিকাভুক্ত ঐতিহ্যের সংখ্যা দাঁড়ালো ৪২৭টিতে।




লক্ষ্মীপুরে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

লক্ষ্মীপুর :

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে ছাত্রলীগের দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কমপক্ষে ৫ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
সোমবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে সদর উপজেলার মান্দারী বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- দত্তপাড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি কাজী নিজাম ও ছাত্রলীগ কর্মী সম্রাট, সজিব হাসান তাসকিন ও মান্দারী বাজারের ব্যবসায়ী আবদুর ছাত্তারসহ পাঁচ ছাত্রলীগ নেতাকর্মী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের আহ্বায়ক আলাউদ্দিনের জন্মদিন উপলক্ষে মান্দারী ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেন তার অনুসারীরা। অভ্যন্তরীণ কোন্দলের জেরে একই কমিটির যুগ্ম-আহ্বায়ক আবু তালেবের অনুসারীরা অনুষ্ঠান করতে বাধা দেন।
এতে দুইপক্ষের মধ্যে লাঠিসোটা নিয়ে দফায় দফায় সংঘর্ষের বাধে। এ সময় আওয়ামী লীগ কার্যালয়ের বেশ কয়েকটি চেয়ারও ভাঙচুর করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় আহত ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও স্থানীয় গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জেলার সহকারী পুলিশ সুপার খন্দকার শাহ নেওয়াজ জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।




শীতকাল না আসতে ডায়রিয়া আক্রান্ত হচ্ছে শিশুরা

লক্ষ্মীপুর :
শীতকাল না আসতে নবজাতক ও শিশুরা বেশীরভাগ ডায়রিয়া ও ঠান্ডা-জনিত রোগে আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হসপিটালে ভর্তি হচ্ছে।
হঠ্যাৎ শীত দেখা দিয়েছে এতে নবজাতক ও শিশু কিশোর পাশাপাশি পুরুষ-মহিলা অতিরিক্ত ডায়রিয়া ও বর্মি নিয়ে সদর হাসপালে চিকিৎসা নিতে দেখা যায়।সঠিক সময় এসে সঠিক সেবা পেয়ে যেমনি খুশি, তেমনি টাকা দিয়ে সেবা নিতে বাদ্য হচ্ছে রোগীর স্বজনরা।
১ বছর ১ মাসের ভাবনা আক্তারকে নিয়ে লক্ষ্মীপুর সদর উপজেলা ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রাম থেকে বেলাল হোসেন ও তার স্ত্রী নাছরিন আক্তার বৃহস্পতিবার (২৫ অক্টোবর) রাত ৯ টার দিকে জ্বর ও পাতলা পায়খানা নিয়ে সদর হাসপাতালে ভর্তি হন।
শিশু ভাবনার মা নাছরিন আক্তার বলেন,অতিরিক্ত পাতলা পায়খানা ও জ্বর দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করি।ভর্তির পর থেকে পলাশ নামের এক লোক আমাদের কাছ থেকে দুইদিনে দুইশত ৫০ টাকা চিকিৎসা বাবদ নেয়।
একইদিন একই অভিযোগ করেন সদর উপজেলার টুমচর গ্রামের খোরশিদা বেগম নামের এক নারী তিনি বলেন,তাঁর ৯ মাসের শিশুকন্যা তামান্না আক্তারকে নিয়ে শুক্রবার (২৬ অক্টোবর)সকাল সাড়ে ৯ টার দিকে বর্মি ও ডায়রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।বর্তমানের তাঁর মেয়ে চিকিৎসা পেয়ে অনেকটা ভালোর দিকে। তবে পলাশ নামের ওই ব্যক্তি তাঁর কাছ থেকে ১শ’ ৫০ টাকা নেন।
পৌরসভা উত্তর বাঞ্ছানগর গ্রামের চৌকিদার বাড়ির প্রবাসী হানিফের স্ত্রী রুমা আক্তার তাঁর এক বছর ৭ মাসের জান্নাতুল ফেরদাউস মুনতাহার ডায়রিয়া নিয়ে রবিবার (২৯অক্টোবর) রাত ১০ টার দিকে চিকিৎসার জন্য আসেন। ভর্তি হওয়ার পর থেকে তাঁর মেয়ে সুস্থ দিকে উন্নত চিকিৎসা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
ডায়রিয়া ওয়ার্ডের রোগীর স্বজনদের দেখা গেছে গাদাগাদি ও মেঝেতে শিশুদের চিকিৎসা দিতে।ফলে চিকিৎসকরাও সেবা দিতে চরম হিম-শীম খাচ্ছেন।তবে অন্যদিনের চেয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন দেখা গেছে হাসপাতালের পরিবেশ।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের (শিশু বিষয়ক) ডাঃ আব্দুল্লাহ আলামিন বলেন,প্রতিবছর শীত আসার প্রথম ও শেষমুহুর্ত শিশুদের বিভিন্ন রোগ দেখা দেয়।বেশীরভাগ শিশুরা ঠান্ডা-জনিত রোগে আক্রান্ত হন।সময় মতন চিকিৎসা দিতে পারলে এসব রোগ থেকে শিশুরা রক্ষা পাবে।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের (আবাসিক) মেডিকেল অফিসার ডাঃ আনোয়ার হোসেন বলেন, যেসব শিশুরা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসার জন্য আসে।তাদের সর্বত্র চিকিৎসা দেওয়া হয়।চিকিৎসার নামে টাকা এ বিষয় কথা বললে তিনি জানান পলাশ সরকারি কর্মচারী নন। তিনি অনুমতি নিয়ে হাসপাতালে পেটিক্যাল করছেন। রোগীর স্বজনদের সাথে কথা বলে সত্যতা পেয়েছি। প্রতারক পলাশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হবে জানান হাসপাতালের এ কর্মকর্তা।




বাল্যবিবাহের জন্য জনপ্রতিনিধিদের পদচ্যুতি কেন নয়

Dhaka:

প্রতিটি বাল্যবিবাহের জন্য সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের (ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বার এবং সিটি করপোরেশন ও পৌরসভার ক্ষেত্রে ওয়ার্ড কাউন্সিলর) কেন পদচ্যুত করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (৩০ অক্টোবর) বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। একটি জাতীয় দৈনিকে শনিবার (২৮ অক্টোবর) প্রকাশিত এ সংক্রান্ত একটি সংবাদ দৃষ্টিগোচর হলে স্বপ্রণোদিত (সুয়োমোটো) হয়ে রুলটি জারি করা হয়।

রুলে প্রতিটি বাল্যবিবাহের জন্য ওই জনপ্রতিনিধিরা কেন দায়ী হবেন না এবং জনপ্রতিনিধি হিসেবে স্ব স্ব এলাকার প্রতিটি বাল্যবিবাহের জন্য তাদের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ তথা পদচ্যুত করা হবে না- তার জবাব দিতে বলা হয়েছে বিবাদীদেরকে।

জনপ্রশাসন সচিব, স্থানীয় সরকার সচিব, আইন সচিব, মহিলা ও শিশু বিষয়ক সচিব এবং সমাজকল্যাণ সচিবকে এ রুলের বিবাদী করা হয়েছে। জনপ্রশাসন সচিব এবং মহিলা ও শিশু বিষয়ক সচিবকে এ আদেশ সকল জেলার জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে (ইউএনও) জানিয়ে দিতে বলেছেন হাইকোর্ট।

এ বিষয়ে পরবর্তী শুনানির দিন আগামী ০৩ ডিসেম্বর ধার্য করা হয়েছে।

‘২৪ ঘণ্টায় আট বাল্যবিবাহ বন্ধ’ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়, ‘২৬ অক্টোবর বিকেল থেকে ২৭ অক্টোবর বিকেল পর্যন্ত নাটোর, কুষ্টিয়া, বরিশাল ও ঢাকার সাভারে আট কিশোরী বাল্যবিয়ে থেকে রেহাই পায় স্থানীয় প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের তৎপরতায়’।

‘প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট জানিয়েছে, ২০১৪ সালে বাল্যবিয়ে প্রতিরোধের ঘটনা ছিল ১৩ হাজার ৩৩৪টি। পরের বছর ১৫ হাজার ৭৭৫টি বাল্যবিয়ে ঠেকানো গেলেও ২০১৬ সালে তা ৬ হাজার ৩৮৯টিতে নেমে আসে’।

‘ইউনিসেফের পরিসংখ্যান অনুযায়ী, এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে বাল্যবিয়ের হার সবচেয়ে বেশি। ১৮ বছর বয়স হওয়া আগেই বাংলাদেশের ৬৬ শতাংশ মেয়ের বিয়ে হয়ে যায়’।




রামগতি আহমদিয়া কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরের রামগতি আহমদিয়া কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) দুপুরে কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা।
অনুষ্ঠানের উদ্বোধন করেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজগর আলী। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ।
কলেজ অধ্যক্ষ জামসেদা জাং চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অজিত দেব, জাতীয় বিশ্ববিদ্যালয়ে সহকারী পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল ওয়াহেদ মুরাদ, রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন, বড়খেরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাসান মাহমুদ ফেরদৌস ও চরগাজী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাওহীদুল ইসলাম সুমন।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।




রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আহ্বান খালেদার

রোহিঙ্গাদের মাঝে ত্রাণ সহায়তা দিতে সোমবার বেলা ১টায় ময়নারঘোনা ক্যাম্পে পৌঁছেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। এসময় রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

খালেদা জিয়া বলেন, বাংলাদেশ ছোট ও দরিদ্র দেশ। আমাদের হৃদয় আছে বলে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। দেশের বিভিন্ন এনজিও সংস্থাগুলো তাদের পাশে দাঁড়িয়েছে। তবে তাদের স্থায়ী ভাবে আমাদের পক্ষে রাখা সম্ভব নয়।

এর আগে, সকাল ১১ টা ২০ মিনিটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতাদের নিয়ে কক্সবাজার সার্কিট হাউজ থেকে বের হন খালেদা জিয়া।

উল্লেখ্য, রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও তাদের মাঝে ত্রাণ বিতরণ করতে গত শনিবার সকালে কক্সবাজারের উদ্দেশে রওয়ানা হন খালেদা জিয়া। এ সময় তার সঙ্গে দলের মহাসচিবসহ সিনিয়র নেতারা যোগ দেন।